তোমার উপমা লেখনিতে : আরফিয়া জাহান

0
802

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতার নাম : তোমার উপমা
লেখনিতে : আরফিয়া জাহান

তোমার উপমা আর কীসের সাথে দিবো?
তুমি প্রতিনিয়ত উদীয়মান সূর্যের মতোই সত্য।

আমার জীবনে তোমার আগমন সূর্যোদয়ের মতো
নিরবতার স্নিগ্ধ সকালে ছড়িয়েছো মিষ্টি আলো।
সময়ের সাথে পাল্লা দিয়ে তীব্র হয়েছো
দুপুরের প্রখর রোদ্দুর হয়ে অস্বস্তি ছড়িয়েছো।

সইতে সইতে অতঃপর সহ্যের সীমা ছাড়ালো,
পশ্চিম দিগন্তে ঢলে পরা সূর্যের মতো
আমার জীবনে তুমি নামের সূর্যাস্ত ঘটলো।

তুমি রাতের আকাশে উঠা চাঁদের মতো
কখনো অন্ধকারে তলিয়ে যাও মেঘে ঢেকে থাকো
আবার কখনো রশ্নি ছড়াও দিনের আলোর মতো।

তুমি শান্ত জলাধারে ছুঁড়া ঢিলের মতো
নিজে ডুবে গিয়েও রেখে যাও অস্তিত্ব,
জলের বিশাল সমারহ মুহুর্তেই করো আন্দোলিত
উৎপন্ন হয় ক্ষুদ্র থেকে বিশালাকার তরঙ্গ।

তুমি সেই গভীর ক্ষত
যা পুরনো কিন্তু আজও অক্ষত
তুমি সেই অতীত যা বর্তমানেও জীবিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে