অসময়ের অতিথি – লেখা: রেজাউল করিম

0
660

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা: অসময়ের অতিথি
লেখা: রেজাউল করিম

শয়ে শ’লোক দেখিতে ব্যস্ত
প্রবীণ লোকের মুখ,
সকালে নাকি শান্ত হয়েছে
পাড়াতে পড়েছে শোক।

আপন জনেরা কান্নার সুরে
উঠোন করেছে ভার,
বাবা তোমার ভালবাসা
আর পাবো না আর।

ছেলের বউয়ে চিৎকার দিয়ে
কেঁদে কেঁদে কয়,
পাশের ঘরে থাকতো বাবা
ছিল না কিছুর ভয়।

প্রতিবেশী সবাই বলে
ভালো হয়েছে খুব,
বছর খানেক একাই চলেছে
আজকে হয়েছে চুপ।

পা দু’খানি অসাড় হয়েছে
মাস ছ’খানেক হয়,
একা একা একটা ঘরে
কেমন করে রয়?

গল্প করার খায়েশ ছিল
দেখতে আসলে লোক,
মলিন মুখে হাঁসি ফুটিতো
জলে ভরিত চোখ।

সবার কাছে কতোই দামী
কতোই গুণগান।
সময়ে যদি আসিত তারা
হয়তো বাঁচিত প্রাণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে