বিষাদময় প্রবাস – লেখনীতে: মমতাজ আক্তার উর্মি

0
849

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতার নাম: বিষাদময় প্রবাস
লেখনীতে: মমতাজ আক্তার উর্মি

এ পৃথিবীতে আমাদের বাস
জীবন চলে, চলে উপহাস
ডাঙ্গায় প্রাণী, জলেতে মাছ
উভয় স্থানে কুমিরের বাস।

জীবনের নানামুখী প্রয়োজনে
গমন করতে হয় বিভিন্ন স্থানে,
গড়তে হয় ভিন্ন ভিন্ন আবাস
অনেকে বরণ করে প্রবাস।

প্রবাসে নেই কোনো অবকাশ
সেখানে সবসময় চলে রুদ্ধশ্বাস
প্রবাসে আছে সুন্দর আবাস
তবুও দেহে থাকে না মনের বাস।

প্রবাসে আছে অনেক কষ্ট
এখানে একটুতেই হয় অভিযুক্ত
অভিযোগের বিচার নেই সুষ্ঠু
টাকাতে মন হয় না তুষ্ট।

এখানে নেই কেউ আপন
এখানে ঘটে না মনের মিলন
চোখে ভাসে যখন স্বদেশ জীবন
দু’চোখ কান্নায় ভরে যায় তখন।

প্রবাসে থাকুক যতই সুখ
সবসময় থাকে শূন্য বুক
হারিয়ে যায় হৃদয়ের সুখ
খাঁ খাঁ করে শূন্য এ বুক।

প্রবাস নয় স্থায়ী আবাস
এখানে মমতা পায়না প্রকাশ।
এখানে যদিও পাওয়া যায় তাজ
মন ভরে না সেই কারুকাজ।

যত মনোরঞ্জন থাকুক না পাশে
মন চলে যায় মায়ের কাছে।
এখানে মেঘ চলে না আকাশে
কেন এসেছিলাম এই প্রবাসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে