অযোগ‍্যের আবেদন কলমে : সুরাইয়া নিপা

0
773

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা (স্বরচিত) : অযোগ‍্যের আবেদন
কলমে : সুরাইয়া নিপা

এ যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন!
সুখগুলো সব হারিয়ে গেছে,
হাসিগুলো সব ম্লান হয়েছে,
চার দেওয়ালে বন্দী হয়ে মৃত‍্যুর মিছিল দেখা
আপন মৃত‍্যুক্ষণ গোনা,আনমনে কবরের ছবি আঁকা।
বাঁচার করুণ আকুতির ভিড়ে রঙিন পৃথিবী আজ বিবর্ণ।।

কতদিন দেখিনা খোলা আকাশ, ছুটিনা পথে-প্রান্তরে,
দেখিনা পরিচিত মুখগুলো,
গুনিনা নদীর ঢেউগুলো,
শোনা হয়না বৈঠা হাতে উদাস মাঝির গান
আর সাঁঝের বেলা কিচিরমিচির পাখির কলতান
প্রাণের শহর স্তব্ধ আজ, কাটছে দিন অনিশ্চয়তার অন্ধকারে।।

আর কতদিন! আরও কতদিন থাকতে হবে অলসতার অবসরে?
দেহঘড়িতে জং পড়ছে
মনে হতাশার পাহাড় জমছে,
বন্দীদশায় অর্ধমৃত জীবন্ত লাশ
যেন বদ্ধ দ্বারে উন্মাদ হয়ে ছেড়ে যায় নিঃশ্বাস!
স্বাধীন হয়েও অসহায়তায় পরাধীনতার শিকল পরে।।

হে বিধাতা, ভাঙিয়ে দাও ঘুম, এ দুঃস্বপ্নও মুছে যাক
জেগে যেন দেখি সব ভ্রান্তি
প্রাণ ফিরে পাক হারানো প্রশান্তি
রৌদ্র খেলে যাক সোনালী ধানের ক্ষেতে
স্কুল, মাঠ ভরে যাক কচিকাঁচার কলকাকলীতে
প্রাণ ভরে নিই বিশুদ্ধ অক্সিজেন, শুনি নীল আকাশের ডাক।।

আচ্ছা, বিধাতা যদি প্রশ্ন করেন দুঃসময়ে কী শিখেছি
বুকে হাত রেখে বলতে কি পারবো,
” শিখেছি মানবতা, ভুলেছি গর্ব।
শুনেছি বোবা প্রাণীদের কান্না,
বুঝেছি প্রিয়হারাদের যন্ত্রণা।
অর্থলিপ্সা ও অহংকার ভুলে ভালোবাসার শপথ নিয়েছি। “?

নাহ্, পারব না, কারণ আমরা মানুষ
দুঃসময় কেটে গেলে
সব প্রতিজ্ঞা শপথ ভুলে
নেমে পড়বো প্রতিযোগিতায়
ডুবে যাব বিদ্বেষ আর দাম্ভিকতায়
ভালোবাসা ভুলে দেখাব ভীতি, ছড়াব আক্রোশ।।

আবার হবে যুদ্ধ, পড়বে বোমা, মরবে মানুষ নির্বিচারে
হবে ধর্ষণ আর রাহাজানি
ধর্মের নামে খুনাখুনি,
অর্থ বিত্তের হাতবদল
ক্ষমতাশালীর জবরদখল
দুর্বল হবে অসহায় আর মরবে কেবল অনাহারে।।

তবে কি এ- ই ভালো? আমরা এরই যোগ‍্য?
খোদার আঘাতে কোণঠাসা…
দুর্ভিক্ষ, মহামারী, প্রলয় সর্বনাশা
কেবল থামাতে পারে আমাদের পদস্খলন?
এখনই সময় শুধরে যাবার, বিধাতার কাছে করি আবেদন,
” হে দয়াময়, ক্ষমা করো, পৃথিবীকে দাও আরোগ্য।”।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে