প্রেমময় আসক্তি ২ পর্ব-০৪

0
1157

#প্রেমময়_আসক্তি_২
#পর্ব_৪
#নন্দিনী_চৌধুরী

৪.

রোদেলারা খাবার টেবিলে বসে নাস্তা করছে। রাফসান রোদেলাকে খাইয়ে দিচ্ছে। আর রোদেলা ছোট বাচ্চার মতো ভাইয়ের হাত থেকে খাচ্ছে। পাশে বসে মুন, রুবা, রাত সেটা দেখছে আর হাঁসছে। রোদেলারা নাস্তা করছিলো তখন ওদের দরজায় কেউ বেল বাজায়। রাত উঠে গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়ানো। রাত মেয়েটাকে দেখে বলে,

রাতঃ জ্বী কে আপনি?
আদ্রিতাঃ জ্বী আমি আদৃতা খান। এটা কি আদ্রিয়ান খানের বাসা?
রাতঃ জ্বী। কিন্তু আপনাকে ঠিক চিনলাম না।
আদ্রিতাঃ আপনি আমাকে চিনবেননা। কিন্তু আদ্রিয়ান, রোদেলা আমাকে চিনবে।
রাতঃ আচ্ছা আসুন ভিতরে আসুন।

রাত আদৃতাকে নিয়ে ভিতরে গেলো। মুন আদৃতাকে দেখে চিনে ফেললো। মুন উঠে আদৃতার কাছে এগিয়ে গিয়ে বললো,

মুনঃ আরে আপনি?
আদৃতাঃ জ্বী, ভালো আছেন?
মুনঃ জ্বী, আলহামদুলিল্লাহ। আপনি?
আদৃতাঃ জ্বী ভালো।
মুনঃ রোদেলা দেখ কে এসেছে। ডাক্তার আদৃতা আসছে।
রোদেলা ওপর সাইডে মুখ করে খাচ্ছিলো। মুনের ডাকে মাথা ঘুরিয়ে তাকিয়ে আদৃতাকে দেখে অবাক হয়। রোদেলা উঠে যায় আসতে করে। তার হেঁটে আদৃতার কাছে আসে। আদৃতা রোদেলাকে দেখে বুঝে সে প্রেগন্যান্ট। আদৃতার এটার দেখে ভালোলাগে। রোদেলা আদৃতাকে জিজ্ঞেশ করলো,

রোদেলাঃ আরে আপু আপনি? এখানে কোনো দরকার নাকি?
আদৃতাঃ হ্যাঁ, আমার ভাবি। আমার তো তোমাকে আর আমার ভাইকে দরকার।
আদৃতার কথা উপস্থিত কেউ বুঝতে পারলোনা। রোদেলা আদৃতার দিকে প্রশ্নসুচোক দৃষ্টিতে তাকালো।

আদৃতাঃ হ্যাঁ, রোদেলা। আমার ভাই আমার নিজের আপন ভাই তোমার স্বামী আদ্রিয়ান খান আমান। যাকে আমি সেই ছোট বেলায় হারিয়ে ফেলেছিলাম। আর তারপর থেকে তার খোঁজ করছিলাম। আজ অবশেষে আমি জানতে পেরেছি আমার ভাই আর কেউ না আমার ভাই আদ্রিয়ান।

আদৃতার কথা শুনে রোদেলাসহ সবাই চমকে যায়। রোদেলা অবাক কণ্ঠে বলে

রোদেলাঃ কি বলছেন আপু?
আদ্রিতাঃ হ্যাঁ, রোদেলা এটাই সত্যি। আমার ভাই তোমার স্বামী। ভাইয়া কোথায় রোদেলা?

আদৃতার কথা শুনে রোদেলা পরে যেতে নেয় কিন্তু তার আগেই মুন ওকে ধরে ফেলে। মুন রোদেলা ধরে সোফায় বসিয়ে দেয়। তারপর রাতকে বলে ওর জন্য পানি আনতে। রাত রোদেলার জন্য পানি আনলো আর ওকে খাওয়ালো। আদৃতা বুঝতে পারলোনা যে হঠাৎ করে কি হলো? আদৃতা তাই মুনকে জিজ্ঞেশ করলো,

আদৃতা: কি হলো ওর?
মুন: তুমি আমার সাথে এদিকে আসো। তোমাকে কিছু বলার আছে।

আদৃতা মুনের সাথে অন্য রুমে গেলো। আর রাত রোদেলার পাশে বসে রইলো।

_______________________

হাতে গরম কফি নিয়ে রুহি আরিয়ানের রুমে আসলো। এখানে আসার পর আরিয়ানের সাথে ওর এখনো দেখা হয়নি। কাল আরিয়ান রাত করে বাসায় আসছে নীলাদ্রের সাথে। তাই আর দেখা হইনি। রুহি কফি নিয়ে আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান ঘুমিয়ে আছে। আরিয়ানকে দেখলেই রুহির সব এলোমেলো লাগে। ভালোবাসার মানুষটা কাছে আসলে মনে হয় এমনি হয়। রুহি কফি নিয়ে আরিয়ানের কাছে গেলো আর ওকে ডাক দিতে লাগলো,

রুহি: আরিয়ান এই আরিয়ান ওঠো।
আরিয়ান একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেলো। রুহি এবার জোরে ডাকতে লাগলো,
রুহি: আরিয়ান, আরিয়ান উঠো। সকাল ১১টা বাজে।

পরিচিত কারো কন্ঠ শুনে আরিয়ান চমকে তাকালো। তাকিয়ে দেখে রুহি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান উঠে বসে রুহিকে দেখে বলে,

আরিয়ান: রুহি তুমি? তুমি কোথা থেকে আসলা?
রুহি: আকাশ থেকে টোপকে পরলাম।
আরিয়ান:😒
রুহি: আরে আমাকে আংকেল আসতে বলেছে। তাই আমি এসেছি। কেন আমার আসাতে তুমি খুশি হউনি।
আরিয়ান: না তা না। ভালো করেছো তুমি এসে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি।

আরিয়ান উঠে চলে গেলো ওয়াশরুমে।

রুহি আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। এই ছেলেটা কি কোনোদিন ওর মনের অনুভূতিগুলো বুঝবেনা? কতটা ভালোবাসে রুহি ওকে সেটাকি ও বুঝেনা। রুহি কফিটা টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে আসে।

আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। আরিয়ানের বুকে একটা নাম লেখা আরিয়ান সেটা স্পর্শ করলো। আরিয়ানের মুখের কোণে তাচ্ছিল্যের হাঁসি আসলো। কেউ ওর জন্য পাগল আর ও অন্য কারো জন্য পাগল।

আরিয়ান রেডি হয়ে নিচে চলে আসলো। রুহির আনা কফি দেখেও খেলোনা সে।

~এদিকে~

আদৃতা মুনের রুমের সোফায় বসে হাউমাউ করে কাঁদছে। এতো বছর পর নিজের ভাইয়কে পেয়েও হারিয়ে ফেললো সে। বড্ড দেড়ি হয়ে গেলো আসতে। সেই এলো তবে ভাইটাকে আল্লাহ নিয়ে যাওয়ার পর। আদৃতাকে শান্ত করার চেষ্টা করছে মুন। কিন্তু আসলে কি আর সে শান্ত হতে পারে। এতো বছর পর নিজের ভাইয়ের খোঁজ পেয়েও যখন তাকে না পায়।

মুন: আর কেঁদোনা প্লিজ।
আদৃতা: কিভাবে মানবো আমি এটা। আমার ভাই আমার কাছ থেকে ছোট বেলায় হারিয়ে গেলো। আর আজ এতো বছর পর তার খোঁজ পেয়েও আমি তাকে হারিয়ে ফেলি। এটা কেনো হলো বলো আমার সাথে।
মুন: এটাই হয়তো ভাগ্যের লেখা।

মুন আদৃতাকে শান্ত করে রুমের বাহিরে নিয়ে আসে। আদৃতা গিয়ে রোদেলার পাশে বসে। রোদেলার আদৃতাকে জরিয়ে কান্না করে দেয় আর মনে মনে বলে,

রোদেলা: মাফ করে দিও আমাকে। আমার জন্য আজ তুমি তোমার ভাইকে পেলেনা। আমার জন্য আজ সব হয়েছে। আমার জন্য না আমি পাচ্ছি তাকে কাছে না আমার সন্তান তার বাবাকে কাছে পাবে। আর না তুমি তোমার ভাইকে পেলে।
আদৃতা রোদেলাকে শান্ত করে বেরিয়ে আসে। মুন অনেক করে বলেছিলো থাকতে কিন্তু আদৃতা থাকেনা। আদৃতা সোজা চলে যায় আদনানদের বাসায় চলে যায়। এখন আদনান তার এই কষ্টের সময়ের পরম আপন।

~অন্যদিকে~

আরিয়ান নীলাদ্রের সো তে আজকে আবার আসছে। আজকেও আরিয়ানের গান দিয়েই সো শুরু হচ্ছে। রোদেলা আজকেও সো শুনছে। আরিয়ান গিটার হাতে গান ধরলো,

“Chalte chalte Iye puch lena”
“Hamse Kitni mOhabad hein na”
“chalte chalte iye puch lena”
“Hamse kitni mOhabad hein na”
“Jana cahe par jan lena”
“HamkO teri Jarirat Hei ha’
“ki ghut ghut kar ke khudko pi rahe hei ham”
“tumko keya bataye kese ji rahe hein ham”
“ghum se hO cuke hei ab to saio me ham’

“Sach hein iye ha magar”

“Tumse MOhabat Hei ha ”
“tumse mOhabat hei ha”
“Bas tumse ha”
“Bas Tumei ha”

আরিয়ানের গান শুনে আজকে মনে হচ্ছে কাউকে মনের গভীর থেকে ভালোবেসে গানটা সে গাইছে।
আরিয়ানের গান শেষ করে নীলাদ্র আজকে তার লিসেনারদের মধ্য থেকে প্রথক কলারের কল নিলো।

নীলাদ্র: হ্যালো কে আছেন আমাদের সাথে?
রাজু: হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম।
নীলাদ্র: ওয়ালাইকুমুস সালাম।
রাজু: ভাইয়া আমি ঢাকা থেকে রাজু বলছি।
নীলাদ্র: ওকে রাজু বলুন আপনার কি প্রশ্ন আছে?
রাজু: ভাইয়া আমি গত ৩ বছর রিলেশনের পর এখন আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করছি। কিন্তু কিছুদিন ধরে সে আমাকে অবিশ্বাস করা শুরু করছে। আমাকে কথায় কথায় অবিশ্বাস করে। এখন আমি কিভাবে তাকে এই অবিশ্বাস থেকে ফেরত আনবো?

নীলাদ্র উত্তর দিতে গেলে আরিয়ান ওকে ইশারা দিয়ে বলে উত্তর ও দেবে। আরিয়ান রাজুর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো,

আরিয়ান: মিস্টার রাজু ভালোবাসায় যখন পূর্নতা নামক জিনিশটা আসে তখন ভয়, অবিশ্বাস একটু বেড়ে যায়। যখন সে আশা করা জিনিশটা আমরা মানুষ পেতে চলি তখন একটা ভয় অবিশ্বাস জন্ম নেয়। তেমনি আপনার দীর্ঘ সময়ের প্রণয় আজ বিবাহতে পূর্নতা লাভ করবে। তাই আপনার প্রিয়তমার মনে একটা ভয় এসেছে। আপনাকে হারানোর ভয়। সেই ভয় থেকেই এই অবিশ্বাস জন্ম নিয়েছে। তাই আপনার করোনীয় এটা তাকে বিশ্বাস করানো আপনি তার আছেন আর তারই থাকবেন। তাহলে দেখবেন আপনার প্রিয়তমার মনে আর এই অবিশ্বাস থাকবেনা।
রাজু: জ্বী অনেক ধন্যবাদ ভাইয়া।

আরিয়ানের উত্তর শুনে রোদেলারও ভালোলাগল। বাকিটা সো শুনে রোদেলা ঘুমিয়ে গেলো।

_______________________
আরিয়ান আর নীলাদ্র সো শেষ করে বাসায় আসে। আরিয়ান রুহিকে যতটা পারে ইগনোর করতে চায়। সে চায়না রুহি অহেতুক কষ্ট পাক। আরিয়ানের ইগনোর রুহি বুঝতে পারে। কিন্তু রুহিতো পারবেনা আরিয়ানের থেকে দূরে থাকতে। তার মারাত্মক আসক্তি হয়ে গেছে আরিয়ান।

.
.
.
.

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে