তোমাকে চাই পর্ব-০২

0
1995

#তোমাকে_চাই
#মারিয়া_তুন_রিয়া
#পর্ব_২
কমিউনিটি সেন্টার যাওয়া মাত্রই আম্মু এসে আমাকে জোরিয়ে ধরলো। আর কাদতে কাদতে বলল………………
আম্মুঃ কোথায় গেছিলি মা। আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম জানিস।
আম্মুর বলা শেষ হতেই আমার বড়ো বোন ফারিয়া বলে উঠলো…………….
ফারিয়াঃ তোকে কে নিয়ে গেছিলো।
আমি তাদের কথা শুনে মুচকি হেসে বললাম………
মারিয়াঃ আরে চিন্তা করোনা। আসলে হয়েছে যে জারা আমাকে কিডনাপ করেছিলো তারা আসলে আমাকে কিডনাপ করতে চায়নি।
সম্পাঃ তাহলে কিডনাপ কেনো করলো।
মারিয়াঃ আরে বলতে তো দিবি।
সম্পাঃ আচ্ছা বল।
মারিয়াঃ ওরা আসলে ওদের ফ্রেন্ড কে কিডনাপ করতে চেয়েছিলো। বর্ডের জন্য সাপ্রাইজ দিবে তাই কিন্তু ভুলে আমাকে কিডনাপ করে।(সরি আব্বু আম্মু মিথ্যা বলার জন্য। মনে মনে)
ফারিয়াঃ সত্যি বলছিস তো।
মারিয়াঃ ম মানে। ত তুই ক কি বলতে চাইছিস। আ আামি ম মিথ্যা বলছি।
আব্বুঃ আচ্ছা হইছে। আর কথা বারাতে হবেনা। তোকে পাওয়া গেছে এটাই ওনেক। মা তুই ভিতরে এসে বস। আর সম্পা মা তুমি বিয়ের পিরেতে বসো।
সম্পা+মারিয়াঃ জী।




আয়ান মারিয়া একটা ছবি হাতে নিয়ে বলে উঠলো…….
আয়ানঃ আই এম সরি মারিয়া। ট্রাষ্টমি এটা ছারা কোনো উপায় ছিলোনা। আই এম এক্সট্রেমলি সরি।সত্যি #তোমাকে_চাই এগুলো বলতে বলতে হটাত আয়ানের ফোনে কল আসলো। সাথে সাথে আয়ান কল টা রিসিভ করো। আয়ান কল রিসিভ করতেই ও পাস থেকে একজন বলে উঠলো……..
…………..কিরে তুই কাজটা করে ফেলছোস…….
আয়ানঃ হুম।
……………আমাকে একবার বললিও না……..
আয়ানঃ আমি এখনি বলতাম।
……………হুম জানিতো কতো বলতি………..
আয়ানঃ রাগ করিসনা প্লিজ।
……………আচ্ছা যা রাগ করলাম না। বাই দা ওয়ে কিভাবে করলি…………….
আয়ানঃ থ্রেট দিয়েছিলাম।
……………..কি থ্রেট দিয়েছিলি………………..
আয়ানঃ বাবা মাকে মারার।
……………..জিও দোস্ত তোকে দেয়ে ভবিষ্যৎ উজ্জ্বল……………
আয়ানঃ মজাকরছিস।
…………….আরে না। আমি কি তোর সাথে মজা করতে পারি। আচ্ছা বাই এখানে ওনেক কাজ রাখি এখন…………………..
আয়ানঃ আচ্ছা।
বলেই আয়ান ফোন কেটে টেবিলের উপর রাখলো। তারপর বিছানায় গা এলিয়ে দিলো।




বাড়িতে………….
আমি বাড়িতে এসে সোজা আমার রুমে চলে গেলাম। রুমি গিয়ে সোজা ওয়াসরুমে ঢুকে পরলাম। একটা লম্বা সাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম ওয়াসরুম থেকে।রসে হাতে ফোন আর হেডফোন নিয়ে বেলকনিতে গিয়ে আরাম চেয়ারে বসে কানে হডফোন গুজে চোখ বন্ধ করলাম।
।।
মারিয়ার রুমে এসে দেখি পুরো রুম অন্ধকার। রুমের লাইট জালিয়ে দেখি মারিয়া কোথাও নেই। আসতে আসতে বেলকনিতে গিয়ে দেখি ও আরাম চেয়ারে বসে চোখ বন্ধকরে বসে আছে।
।।
কারও উপস্থিতি টের পেয়ে কানের হেডফোন খুলে সামনে তাকিয়ে দেখি আপু (ফারিয়া) দারিয়ে আছে। আপুকে দেখে মুচকি হেসে বলে উঠলাম……………
মারিয়াঃ কিছু বলবি।
ফারিয়াঃ বোলতাম তো ওনেক কিছু। উত্তর কি দিবি।
মারিয়াঃ মানে।
ফারিয়াঃ মানে বলছি, আগে ঘরে আয়।
এটা বলেই আপু ঘরে গিয়ে বিছানায় বসলো। আমিও গিয়ে ওর পাসে বসলাম। আমি বসতেই আপু বলে উঠলো…………..
ফারিয়াঃ এখন বল তোর কি হয়েছে।
মারিয়াঃ ক কোথায় কিছু ন না তো।
ফারিয়াঃ তাহলে তোতলাচ্ছিস কেনো।
মারিয়াঃ ন না তো আ আামি ক কেনো তোতলাবো।
ফারিয়াঃ তুই জানিস তো তুই মিথ্যা বলতে পারিসনা তাহলে কেনো বলছিস।
মারিয়াঃ আমি কোনো মিথ্যা বলছি না। (কান্না আটকে অন্য দিক তাকিয়ে)
ফারিয়াঃ তাহলে মুখ লুকচ্ছিস কেনো। আমি জানি তোর কিছু হয়েছে। তাই তারাতারি বলে ফেল।
আপুর কথায় আর নিজের কান্না আটকে রাখতে পারলাম না।হুহু করে কেদে উঠলাম। আর বলতে লাগলাম………….
মারিয়াঃবিশ্বাস কর আপু আমি এমনটা করতে চাই নি।
ফারিয়াঃ কি করতে চাসনি। সেটা তো বলবি।
মারিয়াঃ আমি ওকে বিয়ে করতে চাই নি।
ফারিয়াঃ মানে?
তারপর আমি আপুকে সব খুলে বললাম। আমার কথা শুনে আপু আমাকে সান্তকরার চেষ্টা করলো।………….
১৫ মিনিট পর……………
এখন আমার কান্নার বেগ একদম কমে গেছে। আমি আর আপু নিজেদের মদ্ধো কথা বলছি। এমন সময় রুমে ঢুকলো ভাইয়া।
(আরিয়ান শেখ। দেশের ২nd বিজনেসম্যান। শেখ ইন্ডাস্ট্রি এর একমাত্র মালিক। ফারিয়া শেখ অথাৎ আমার বোন ফারিয়ার হাসবেন্ড। আর আরিয়ান ভাইয়া আমার আপন ভাই এর থেকেও বেশি। দুজন দুজনের কলিজা।)
আরিয়ানঃ দু বোনের মদ্ধো কি কথা হচ্ছে।
মারিয়াঃ তেমন কিছু না এমনি।
আরিয়ানঃ একটা খুশির সংবাদ আছে।
মারিয়াঃ কিতা
আরিয়ানঃ তুই খালামনি + ফুপু দুটি একসাথে হবি
মারিয়াঃ সিরিয়াসলি 😀😀( খুশিতে লাফ দিয়ে)
আরিয়ানঃ হুম।
মারিয়াঃ কিরে আপু তুই তো কিছু বললিনা।
ফারিয়াঃ এখনি বলতাম তার আগে ও বললো।
আরিয়ানঃ আমার কিন্তু একটা জিনিস চাই বনু।
মারিয়াঃ তুমি চাইবা আর আমি দিবোনা। তা কখনো হয়।
আরিয়ানঃ সত্যি দিবি।
মারিয়াঃহুম।
আরিয়ানঃ প্রমিস কর।
মারিয়াঃ ওকে প্রমিস। এবার বলো।
আমার বলা শেষ হতেই ভাইয়া রুমির বাহিরে চলে গেলো। কিছুখন পর একটা গিটার নিয়ে আসলো ভাইয়া। আমি গিটার দেখে বলে উঠলাম………..
মারিয়াঃ এটা দিয়ে কি হবে।
আরিয়ানঃ তুই আজকে গান গাবি।
মারিয়াঃ তুমি জানো ভাইয়া আমি ৩বছর আগে গান গাওয়া ছেরে দিছি।
আরিয়ানঃ ওসব নিয়ে পরে থাকনে হবেনা। তোকে এগোতে হবে। আয়ান কে নিয়ে বাচতে হবে। (শেষের টুকু বির বির করে)
মারিয়াঃ কি বললে।
আরিয়ানঃ ক কিছুনা।
এভাবে আপু আর ভাইয়ার জোরাজুরিতে বাদ্ধ হলাম গান গাইতে। হাতে গটার নি শুর তুলে গাইতে লাগলাম……..
Paas aaye
Duriyafir vikam naa hui
Ak adhur si
Hamari kahani rahi
Asma ko zamin
Ye jaruri nehi ja mile
Jaa mile
Isqu sacca ohi
Jisko milti nehi
Manjile. Manjile
Rang tenur tha
Jab karib tu tha
Ak jannat sa tha yea jaha.
Bakt ki ret me
Kus mere nam sa
Likke jo de gaya
Tu kaha.
Hamari aduri kahani.
Hamari aduri kahani……………..
(বাকিটা নিজের দায়িত্ব শুনে নিবেন)










#চলবে……..
গঠন মূলক কমেন্ট করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে