দীর্ঘশ্বাস ঐশ্বর্য ঐশী

0
538

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
#দীর্ঘশ্বাস
ঐশ্বর্য ঐশী

বৃষ্টির রিম ঝিম শব্দে
অস্থির করে তোলে আমায়
বিষণ্ণতা ভর করে মনে
আকুলতা এসে ছায়।

তোমার পছন্দের ফুলের রাজ্য
গড়েছি আমার আঙিনায়,
ফুলগুলো যেন নেতিয়েছিল
তাজা হলো আবার তারা
যেন বৃষ্টির প্রতিটি ফোঁটায়।

মনে মনে তোমার ভাবনায়
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়
বয়ে চলে মনে শিহরণের অন্তরায়,
শুধু যে তোমার ভাবনায়
তবে সর্বশেষ মেলে শুধুই-
দীর্ঘশ্বাসের তুমিটাই।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে