মেঘের আড়ালে ২ পর্ব-০৮

0
1013

#মেঘের_আড়ালে২(ফিরে আসা)

#পর্ব_০৮

#লেখিকাঃফাতেমা_জোহরা_নাভিলা

পুরো হোলরুমে জুড়ে পিনপিন নিরবতা কাউর মুখে কোনো টু শব্দ কথা বার্তা নেই, আসলে কথা বলার ভাষা আপাতত কাউর কাছে নেই। আম্মু অতি সর্কট না নিতে পেরে হাই প্রেশারে গ্যান হারিয়েছে ইতিমধ্যে , এই অতি শীতের মধ্যে ও আম্মু মাথায় আইসব্যাগ দিয়ে রেখেছেন মাথা ঠ্যান্ডা করার জন্য আপি। এক ঝাক প্রশ্ন বিন্দু সন্দেহ চোখ ছুড়ে আমার দিকে তাকিয়ে আছে আব্বু।

আর আমি আপাতত তাকিয়ে আছি অসহায় ভাবে আপি আর জিজুর দিকে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে কেহেদো এই সাব জুট হ্যা, জুট হ্যা,জুট হ্যা,,,হাউউউউ দিস পসিবল,,,, আল্লাহ,,,,এখন মনে হচ্ছে দুনিয়াটা আসলেই গোল,,, আমি এতোদিন যাকে অল্লিগল্লির একজন আজাইরা পাবলিক বখাটে ছেলে আবারা ভাবতাম সেই আসলে ইফরান ভাইয়ার বড় ভাই ছিলো । সব থেকে বড় কথা উনি একজন ডিফেন্স অফিসার হাউউউউ,,, এইমূহুতে মাথা আমার প্রচণ্ড গরম হয়ে আছে, অসম্ভব চিনচিন ব্যাথা ও করছে অতি প্রেশারে যেই মূহুতে আমি ব্রেন্ড স্ট্রোক করে ফেলবো মারা টারা ও যেতে পারি কোনো সন্দেহ নেই আজ ,,,,😵😵

ভাবনায় ছেদ পরলো ইয়াদ এর হাত স্পষ্ট করায়। পাশে অসহায় ভাবে তাকিয়ে দেখি ইয়াদ আমার বাম হাত তার হাত মুঠো ফাঁকে খুব শক্ত করে ধরেছেন। আমার দিকে এক নজর গম্ভীর ভাবে শক্ত মুখে তাকিয়ে সামনে আব্বুর উদ্দেশ্য বললেন,,,,,

.

.
আংকেল আমি কি খুব খারাপ ছেলে,,,, আমাকে কি অাদৌ মেনে নেওয়া যায় না,,, নূর পাশে হ্যাসবেন্ড হিসেবে!!! আমি কি কোনো ভাবে আপনার কাছে নূরের যোগ্য হ্যাসবেন্ড না।আমি জানি আমি হুট করে যা করেছি একদমই ঠিক করিনি,আমার ভুল হয়েছে সব না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া।কিছুক্ষন চুপ থেকে ,,, আংকেল আমি আব্বুর থেকে শুনেছি আপনার আর আন্টির লাভ মেরেজ ছিলো (মুচকি হাসি দিয়ে নিচে তাকিয়ে) আর কেউ না হোক আপনিতো আমার সিচিউশনটা কষ্টটা এটলিস্ট বুঝবেন, যাকে নিজের থেকে বেশী ভালোবাসি তাকে এতো সহজে অন্যের হতে দেই কি করে। এই কাজ আর কেউ করতে পারলে ও আমি আদৌ করতে পারবো না। কারন আমি কোনো মহানবান গুনি ব্যক্তি না আর না কোনো ব্যাথ প্রেমিক যে অন্যের হাতে তুলে দিবো । সামান্যা নূরকে চোখের সামনে অন্য কাউর সাথে কথা বলতে দেখলেই যেখানে আমি বিন্দুমাত্র সয্য করতে পারিনা দম বন্ধ হয়ে আসে আমার আর সেখানে অন্যের হাতে কি করে তুলে দেই সারাজীবন এর জন্য,,,

.
.
রফিক তুই কি আমাকে আর বিন্দু মাএরো ভরসা করিস না। অভিমান এর সুরে।।।
.
ইয়াদ এর বিপরীতে আসিফ আংকেল বলে উঠল,,,,
.
এটা কেমন কথা বলছিস তুই, আমি কেন তোকে ভরসা করবো না,আর এর মাঝে এই কথা বলার মানে কি। (রফিক)
.
মানে আছে।।।তাই বলছি,,ভরসা যেহেতু করিস তাহলে, এমন চুপ করে আছিস কেন, তুই আর ভাবীজান। যেখানে সেচ্ছায় তোর বড় মেয়ের হাত তুলে দিচ্ছিস আমার ছোট ছেলের কাছে সেখানে একই বাসায় ছোট মেয়ের হাত দিতে এতো কিসের ভয় জড়তা তোর কাজ করছে।।। তোর কি মনে হয় আমরা কি নূরকে ভালো রাখতে পারবো না।
.
তুই এতো ইজিলি ভাবে কথাগুলো কিভাবে বলছিস আসিফ। আমি জানি তুই নূরকে ইশারাকে ভালো রাখবি আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এমন হুটহাট বিয়ে করে ফেলবে। নূর সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এখনো ও অনেক বাচ্ছা অর পক্ষে সংসার করা মেনেজ করা খুব কঠিন ব্যাপার ।।।।তুই বুঝছিস আমি কি বলতে বা বুঝাতে তোকে চাচ্ছি।।
.
আমি বলছি তোকে কারন আমি মন থেকে চাইতাম ইশারা আর নূর আমার দুই ছেলের বউ হোক। আমি আগে আমার বড় ছেলে ইয়াদ এর জন্য তোর কাছে নূর এর হাত চাইতাম।কিন্তু নূর আপাতত ছোট ইন্টার ও শেষ হয়নি তাই অর কথা বলিনি অপেক্ষা করছিলাম অর এক্সাম শেষ হওয়ার জন্য।এক্সাম এর পরই আমি নূরের হাত চাইতাম তোর থেকে। আর ইয়াদ ও এখন বিয়ে করতে চাইছেনা আপাতত তাইতো বড় ছেলেকে রেখে বিয়ে না দিয়ে আগে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম। ভাগ্য কি পরিহাস আজ ছোট ছেলের কথা বার্তা দিনেই বড় ছেলের বিয়ে করে ফেলেছে। আজ যেহেতু একটা ভুলবশতে বিধাতা নূর আর ইয়াদের বিয়ে হয়ে গেছে, আর নূর, ইয়াদ একে উপরকে ভালোবাসে। তাহলে আমাদের উচিৎ নিজেদের মাঝে মন মনতা না করে তাদের মেনে নেওয়া।আর তুই আক্কাস চাচা হইলি কবে,,এমন করছিস কেনো মনে নেই তোর, ভাবীজান এর বিয়ের দিনে তুই কি পাগলামোটাই করছিস, বিয়ের আসর থেকে ডাইরেক্ট কন্যকে তুলে নিয়ে এসেছিস ভুলে গেলি সব,,,

.
আসিফফফফ।।।।চিল্লিয়ে।।।।
.

এখন চিল্লাস কেন, আমার ছেলেতো বিয়ে করে বউ নিয়ে ডাইরেক্ট শশুড় এর কাছে নিয়ে এসেছে। আর তুইতো বিয়ের দুইবছর পর ইশারাকে নিয়ে গেছিস একবারে মনে নেই। দোস্ত যাহ হয়েছে মেনে নেয় তো, আমি কথা দিচ্ছি নূর, ইশারাকে আমি আমার মেয়ের মতো রাখবো কখনো কোনো সমস্যা হতে দিবো না ওদের। ইয়াদ,ইরফান, নূর, ইশারাকে খুব ভালো রাখবে। আমার বাসার লহ্মি হয়ে থাকবে আমার দুই মেয়ে।আর এক বাসায় কি দুই মেয়ের বিয়ে হয়না কখনো ।হ্যা একটু উল্টা পাল্টা হয়েছে বড় ছেলের সাথে ছোট মেয়ের, ছোট ছেলের সাথে বড় মেয়ের।আরে ঝুটিতো উপর তালায় থেকে তৈরি হয়ে আসে। এতো চিন্তা করিসনা যাহ হয় কিছু ভালো ভেবেই হয় আমাদের সাথে।এখন ভাবিকে দেখ তার গ্যান ফিরাবি কি করে,,,
চলবে,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে