বইছে আবার চৈতী হাওয়া পর্ব-১২+১৩

0
516

বইছে আবার চৈতী হাওয়া
১২.

অনুষ্ঠানের দিন প্রায় ঘনিয়ে এসেছে। আয়োজকরা ভীষণ ব্যস্ত। আশিকের নিঃশ্বাস ফেলার সময় নেই। অনেক কাজ করতে হচ্ছে। মীরা ও ডেকরেসানের কেনাকাটা নিয়ে আছে। এসব ঝামেলায় বাড়িতে আর ফোন করার সুযোগ পায়নি, অবশ্য ইচ্ছে করেই করেনি। মাঝে একবার সৌরভকে ফোন করেছিল। ওর সঙ্গে কথা বলে মীরার আরো মন খারাপ হয়েছে। মায়ের সঙ্গে বড়চাচির তুলকালাম ঝগড়া হয়েছে। এক পর্যায়ে মা যখন বাড়ি ছেড়ে চলে যাবার কথা তুলল তখন বড় চাচা এসে কথা দিয়েছে যে, সৌরভের সঙ্গেই মীরার বিয়ে হবে। আর সবাই এই বাড়িতেই থাকবে। এর অন্যথা হবে না। এই কথা শোনার পর বড় চাচি রাগ করে বাপের বাড়ি চলে গেছে।

শুভর সাথে ও টুকটাক কথা হয়েছে এর মধ্যে। শুভ আর এ প্রসঙ্গে কিছু জানতে চায়নি। মীরা ও ইচ্ছা করেই কিছু বলেনি। বাড়ির ঝামেলা আর শুভর শীতল আচরণ, এই দুটোকে এড়ানোর জন্য মীরা নিজের মন প্রাণ ডুবিয়ে দিল অনুষ্ঠানের কাজে।

অনুষ্ঠানের আগের রাতে ছেলেরা ক্যাম্পাসেই ছিল। সারারাত ধরে ডেকোরেশনের কাজ করেছে। মিরা ভোরবেলা উপস্থিত হয়ে দেখল স্টেজের কাঠামো দাঁড় করানো হয়ে গেছে। দেরি না করে কাজে লেগে পরলো ও। প্রায় দু ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর স্টেজ থেকে নেমেএকটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইল।নাহ! খুব একটা খারাপ হয়নি। মীরা নিজের মনকে সান্ত্বনা দেয়। আশিক সহ অন্যান্যরা সাউন্ড সিস্টেম নিয়ে ব্যস্ত ছিল। মীরা শেষ মুহূর্তের কিছু টুকিটাকি ফিনিশিং টাচ দিয়ে আশিকের কাছে এসে বলল
-ভাইয়া কাজ হয়ে গেছে। আমি এবার যাই, রেডি হয়ে আসি
-তুমি খেয়েছো কিছু?
-না হলে যেয়ে খাব
-খেয়ে যাও। সবার জন্যই খাবার আনা হয়েছে
-দেরি হয়ে যাবে
– তাহলে নিয়ে যাও
স্টেজের পাশ দিয়ে যাবার সময় একবার ফিরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলো আশিক। অবাক কন্ঠে বলল
-তুমি এটা কি করেছো মীরা?
-কেন ভালো হয়নি?
-ভালো? এতো অসাধারণ জিনিস হয়েছে। রীতিমতো মাস্টারপিস
মিরা একটু লজ্জা পেল। আশিক সেটা লক্ষ্য করলোনা। বলেই যেতে লাগল

-আমি তো তোমাকে নবীন কনসেপ্ট দিয়েছিলাম। কিন্তু আউটকাম যে এত চমৎকার হবে ভাবতেই পারিনি। তাও এত কম বাজেটে

মীরা আরক্ত হলো। বলল
-আরেকটু সময় পেলে আরো আকয়েকটা জিনিস অ্যাড করতাম

-আর কিছু করার দরকার নেই। একেবারে পারফেক্ট হয়েছে। চলো তোমাকে রিক্সা করে দেই।

– লাগবে না। আমি চলে যাবো।
– আচ্ছা তাহলে খাবারটা নিয়ে যাও

মীরা আর কিছু বলল না। খাবার নিয়ে চলে গেল। প্রচন্ড ঘুম পাচ্ছে। মীরা হলে ফিরল সাড়ে আটটা নাগাদ। নবীন কন্সেপ্ট বলে সবাইকে সবুজ রঙের ড্রেস পরতে বলা হয়েছে। মীরা স্নান সেরে একটি সবুজ তাতের শাড়ি পরল। নিজের বানানো গয়না পরে ,হালকা করে সেজে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দিল।

শুভর সঙ্গে কথা হয়নি বেশ কদিন। গতকাল ওর আই এল টি এস পরীক্ষা ছিল। সাধারণত পরিক্ষার আগে ফোন করলে ও বিরক্ত হয়। ইয়ার ফাইনালের সময় ও কখনো ফোন করে না। মীরাই মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নিত। এবার মিরা আর ফোন দেয় নি। ভেবেছিল হয়তো অনুষ্ঠান শুরু হলে আসবে, কিন্তু দুপুর পর্যন্ত শুভকে দেখা গেল না।

পুরো প্রগ্রাম খুব ভালো হয়েছে। চেয়ারম্যান স্যার আয়োজকদের প্রতি ভীষণ সন্তুষ্ট। অনুষ্ঠান শেষে আয়োজকদের স্টেজে ডেকে ধন্যবাদ জানানো হলো। মীরা ওখান থেকেই শুভকে দেখতে পেল অডিয়েন্সের মাঝামাঝি বসে থাকতে। স্টেজ থেকে নেমে ও আর শুভর কাছে গেল না। ফিরে যাবার জন্য গোছগাছ করতে লাগলো। তারপর সব গুছিয়ে আশিকের কাছে গিয়ে বলল
-ভাইয়া আমি আজকে আসি
– এখনি চলে যাবে?
– আর কোন কাজ আছে?
-না কাজ নেই। এখন তো সেলিব্রেশন হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মীরা। তুমি না থাকলে এত সুন্দর করে কাজটা শেষ করা যেত না।

মীরা জবাব দিলো না, ওর ফোনে একটা টেক্সট এসেছে। মীরা ফোন বের করে দেখলো। শুভ মেসেজ পাঠিয়েছে। লিখেছে
প্রোগ্রাম নিয়ে এতই ব্যস্ত যে আমাকে দেখতে পাও না
মিরা হতভম্ব হয়ে গেল। ও নিজেই যোগাযোগ করছে না উল্টো এখন মীরাকে শোনাচ্ছে। মীরা মেসেজ সিন করে রেখে দিলো, রিপ্লাই দিলো না। আশিক কে বলল
-আসি ভাইয়া
তারপর আর দাঁড়ালো না। মীরাকে গেটের দিকে এগিয়ে যেতে দেখে শুভ দৌড়ে এসে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল
-কি ব্যাপার মেসেজ করলাম রিপ্লাই করলে না যে?
মীরার কথা বলতে ইচ্ছা করছে না, তবুও দাড়ালো, তারপর থেমে থেমে বললো
– গত তিন দিন তুমি আমার সঙ্গে কোন যোগাযোগ করনি। আর এখন আমাকে শোনাচ্ছো। তোমার পরীক্ষা ছিল বলে আমি বিরক্ত করিনি।

মীরার কন্ঠের অভিমান শুভ টের পেল। নরম গলায় বলল
– আচ্ছা, আমার ভুল হয়েছে। আসলে এত টেনশনে ছিলাম। চলো কোথা বসি।
– আমার খুব ক্লান্ত লাগছে। আমি হলে যাব
– আচ্ছা তাহলে আমি তোমার সঙ্গে যাচ্ছি

মীরা কিছু বলার সুযোগ পেল না ,তার আগেই দেখল রাসেল দৌড়াতে দৌড়াতে আসছে। এগিয়ে এসে হাপাতে হাপাতে বলল
– মীরা, শুভ তাড়াতাড়ি আয়। আশিক ডাকছে

আশিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে ছোটখাটো একটা জটলা। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা এগিয়ে যেতেই আশিক বলল
– গাইজ, দুটো গুড নিউজ আছে

সবাই হই হই করে উঠলো। কারোই আর তর সইছে না। এতক্ষণ ধরে সবাই অপেক্ষা করেছিল। আশিক হাত তুলে বলল
প্রথমটা হচ্ছ চেয়ারম্যান সার এই প্রগ্রামের এক্সট্রা ফান্ড এলকেট করেছেন। কাজেই আমরা যে যা খরচ করেছি সেটা পেয়ে যাব। আর দিতীয়তা হল সামনে একুশে ফেব্রুয়ারিতে আরো বৃহৎ পরিসরে একটা অনুষ্ঠান করতে বলা হয়েছে। এবং আমাকে এই টিম নিয়েই কাজ করতে বলেছেন সার। তো, গাইজ আগে আমরা পাচ জনের টিম ছিলাম। আমি, রাসেল, সুমন, মারুফ, রিপন, আর এবার থেকে আমাদের নতুন টিম মেম্বার মীরাকে সবাই ওয়েলকাম কর।সবাই হাত তালি দিয়ে উঠলো। হঠাৎ করেই মীরার মনে জমে থাকা কদিনের সমস্ত মেঘ কেটে গেল।মেঘ কেটে গেল ঠিকই তবে বর্ষন শুরু হল। মীরা টের পেল ওর চোখ ভিজে উঠছে। মনে হচ্ছে এই জিবনে এই প্রথম বার কেউ ওকে, ওর কাজকে মূল্যয়ন করছে।

ক্যাম্পাস জুড়ে শীতের সন্ধ্যা নেমেছে। একটু আগেও ডিপার্টমেন্টের পেছনের বারান্দায় হইচই আর উল্লাসে মেতে ছিল একদল ছেলে। সন্ধ্যা নামতে নামতে তারা যেন কেমন নেতিয়ে পড়েছে। অনেকেই উঠে গেছে শেষ বাসটা ধরবে বলে। এখনো গুটি কতক ছেলে আবছা অন্ধকারে বসে সিগারেটের ধোঁয়া ছেড়ে যাচ্ছে।

সিগারেটটা হাত বদল করে চোখ মেলল আশিক। চোখের সামনে কুয়াশা না ধোয়া ঠিক বোঝা যাচ্ছেনা। কেমন রহস্যঘন লাগছে। বারান্দার সামনে একটা খোলা চত্বর। কয়েকটা কাঁঠালচাঁপা গাছ। মৃদু সুগন্ধ ভেসে আসছে।আশিক আবার চোখ বুজলো। চোখের সামনে একটা অস্পষ্ট অবয়ব ভেসে ওঠে। আজকাল চোখ বন্ধ করলেই দেখতে পায় ওকে। খোলা চুলের ওপর সোডিয়াম লাইটের সোনালী আভা আর ছিপছিপে গড়ন। চিনতে ভুল হয়না। সেদিন মীরাকে হলে পৌছে দিয়ে খানিকটা এগিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। না, সে আসেনি। দেখতে পেলে ভালো হতো। মাথার মধ্যে এলোমেলো হয়ে ঘুরতে থাকা টুকরো টুকরো শব্দেগুলো কি করে যেন একে একে এসে জুড়ে যায়। কবিতার লাইনগুলো ফুটে উঠে। আশিক ইচ্ছা করেই খোজেনা ওকে। থাক। আড়ালেই থাক না। অনেকটা ওই কবিতার মতন

তোমাকে যখন দেখি, তার
চেয়ে বেশি দেখি
যখন দেখি না।
শুকনো ফুলের মালা যে-রকম বলে দেয় সে এসেছে,
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি-
এলাচের দানা জানে
কার ঠোঁট গন্ধময় হবে-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!

চলবে …..

বইছে আবার চৈতী হাওয়া
১৩.

বারংবার আপত্তি করা সত্ত্বেও শুভ মীরাকে হলে যেতে দিল না। একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আজ মীরাকে কিছুতেই ছাড়তে ইচ্ছা করছে না। বারবার ওর দিকে চোখ আটকে যাচ্ছে। গাঢ় সবুজ শাড়ি, ঘন-ভ্রু-পল্লব আর ভেজা গোলাপী ঠোঁটের কোণে ঈষৎ ঝরে পড়া অভিমান। মনের কোনো নিষিদ্ধ কিছু ইচ্ছে উঁকি দিচ্ছে বারবার।

কোনার দিকে একটা টেবিল খুঁজে মীরাকে নিয়ে বসল শুভ।
– কিছু খাবে?
– না।
– জুস খাও।
– ইচ্ছা করছে না। তুমি ইচ্ছে হলে খাও।
– তাহলে চা দিতে বলি?
একটু অবাক হলো মীরা। শুভ সাধারণত এত কেয়ারিং ভাব দেখায় না। মীরা এবার একটু নরম হলো। বলল,
– হ্যাঁ , চা খেতে পারি।
শুভ একগাদা খাবার অর্ডার করলো। কথা আরম্ভ করতে যাবে, তখনই মীরার ফোন-রিং বাজলো। মীরা ফোন বের একটু অবাক হয়ে গেল। শুভ চোখের ইশারায় জানতে চাইল কে। মীরা ফোন ধরার আগেই বলল আশিক ভাই। বিরক্ত লাগছে শুভর। এতক্ষণ তো ওদের সংগেই ছিল। আবার ফোন করার কি হল।

মিরা কল রিসিভ করে বলল,
– জি আশিক ভাই।
– শুভ কি তোমার সঙ্গে আছে মীরা?
– জি আছে।
-ওকে একটু দাও তো।
দিচ্ছি।
মীরা ফোন এগিয়ে দিল। শুভ ফোনটা কানে ঠেকিয়ে বলল,
– হ্যালো।
– হ্যাঁ শুভ, কালকে আমরা প্রোগ্রামের সাকসেস সেলিব্রেট করছি। সন্ধ্যার সময় চলে আসিস।
– তোরা এনজয় কর। আমি এসে কি করব?
-তোকে ছাড়া তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এনজয় করবো? এত সাহস আমাদের আছে নাকি? চলে আসিস সন্ধ্যাবেলা।

মীরা অন্য পাশের কথা কিছু শুনতে পাচ্ছেনা, তবে শুভকে দেখে বেশ বুঝতে পারছে যে ও খুশি হয়েছে। মিরা জানতে চাইলে ও হালকা গলায় বলল,
-তেমন কিছু না। প্রোগ্রামের সাকসেস সেলিব্রেশন হবে। সন্ধ্যায় আমাকে যেতে বলেছে তোমার সঙ্গে।

মীরার খুব ভালো লাগলো। আশিকের এই ব্যাপারগুলো ওর বেশ লাগে। কেমন একটা প্রচ্ছন্ন দূরত্ব বজায় রাখে সবসময়। এই এতগুলো দিন ধরে একসঙ্গে কাজ করেও, একটুও অস্বস্তি বোধ করেনি। মনে আছে প্রথম যেদিন টিএসসিতে একসঙ্গে বসলো সবাই। আশিক তখনও এসে পৌঁছায়নি। রাসেল সহ আরো দুজন ছিল। সেদিন ক্যফেটেরিয়ায় বসা হয়নি, খোলা চত্বরে বসে ছিল গোল হয়ে। মারুফা আর রিপন গল্প করছিল। মীরাকে দেখে শুধু হেসেছিল একবার তাকিয়ে। রাসেল খুব আগ্রহ নিয়ে বলল,
-বস মীরা।
মীরাএকটু দূরত্ব রেখে বসলো। এই ছেলেটার চাহনি ওর ভালো লাগেনা। ওর দিকে না তাকিয়েও বুঝতে পারছে রাসেল ওকে আপাদমস্ত স্ক্যান করছে। মিরা অস্বস্তি নিয়ে বলল,
-ভাইয়া আমি একটু ক্যাফেটারিযা থেকে আসছি।
চলো আমিও তোমার সঙ্গে যাই। চা খাবা তো?
মিরা কি বলবে বুঝতে পারল না। তবে সামনে তাকিয়ে দেখল আশিক হেঁটে আসছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। আশিক কাছাকাছি এসে বলল,
-তোরা এখানে কি করিস? চল ক্যাফেটারিয়াতে যাই।
সেদিন অনেক রাত পর্যন্ত মিটিং হয়েছিল। যেহেতু মীরার কাজটা স্টেজ নিয়ে, আর স্টেজের কাঠামো কেমন হবে সেটা ঠিক না হলে বাকি কাজগুলো ঠিক করা যাচ্ছিল না। তাই মীরার অংশ বেশি থাকায়, ওকে থাকতে হয়েছিল শেষ পর্যন্ত।

সব শেষ করে বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গেল। আশিক ওকে হল পর্যন্ত এগিয়ে দিয়েছিল। গেটের ভেতর ঢুকে হঠাৎ পিছন ফিরে মীরা দেখেছিল, হলের উল্টোদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আশিক। হাতে জ্বলন্ত সিগারেট; গায়ে জড়ানো গেরুয়া চাদর। আকাশে সেদিন ঘোলাটে চাঁদ। পৌষের নিরালা রাতে খুব অদ্ভুত লেগেছিল দৃশ্যটা মিরার কাছে।

-মিরা।
মিরা চমক ভেঙে তাকালো।
– কি এত ভাবছো? শুভ জানতে চাইল।
– কিছু না।
– চা খাও। ঠান্ডা হচ্ছে তো।
মীরা চায়ের কাপে চুমুক দিল। অতিরিক্ত চিনি দেয়া ঠান্ডা চা। খেতে বিচ্ছিরি লাগছে। কিন্তু কিছু বলা যাবে না। দামি রেস্টুরেন্টের চা খারাপ; অথচ রাস্তার পাশের দোকানের চা ভালো। একথা শুনলেই বিরক্ত হয় শুভ। ও সবকিছুর গুণের পরিমাপ করে টাকা দিয়ে। যে জিনিস যত দামি, তার গুণগত মান তত ভালো। এই ব্যাপারটা মীরার ভালো লাগে না। ওর নিজের বানানো জিনিসগুলো খুব সস্তা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, কিন্তু তবু মীরার ভালো লাগে। জিনিসগুলোর মধ্যে একটা স্বতন্ত্র আছে। দু একবার শুভর সঙ্গে এ নিয়ে কথাও বলেছিল। দেখিয়েছিল খুব আগ্রহ করে। শুভ পাত্তা দেয়নি। তারপর থেকে আর দেখায় না।

– তুমি এত অন্যমনস্ক হয়ে যাচ্ছ কেন আজকে?
– অন্যমনস্ক না; টায়ার্ড লাগছে। তোমার পরীক্ষা কেমন হলো?
– সেটাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি।
মীরা একটা নিঃশ্বাস ফেলে বলল,
-বলো।
– আমার স্কোর ৬ হলেই চলতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে ৮.৫ এসেছে।
– বাহ ভালো তো।
– তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম।
– আমার সঙ্গে? মীরা বেশ অবাক হলো। সাধারণত এসব ব্যাপারে শুভ ওর মতামতকে গুরুত্বই দেয় না।
– কি বলো।
– আমি বলছিলাম কি তুমিও পরীক্ষাটা দিয়েই ফেলো।
– আমি? আমি কেন পরীক্ষা দেব?
– দেখো আমার ফাইনাল পরীক্ষার আর ছয় সাত মাস বাকি আছে। এরপরেই আমি অ্যাপ্লাই করে ফেলবো। তোমার পরীক্ষা দেয়া থাকলে তোমাকে সঙ্গে নিয়ে এপ্লাই করতে সহজ হবে।
– আমাকে সঙ্গে নিয়ে এ কথাটার মানে কি?
– মানে স্পাউস ভিসা পাওয়া সহজ হবে আর কি।
-স্পাউস ভিসা পেতে গেলে আগে বিয়ে করা লাগবে। তুমি বাসায় কিছু জানিয়েছ?
-সে জানিয়ে দেবো।
-না, এভাবে হবে না।
– দেখো কাগজপত্রে বিয়েটা হয়ে থাকলে তো এপ্লাই করে ফেলতে পারি।পরে যা হবে দেখা যাবে।
– এভাবে আমি চাই না।
– তাহলে কি চাও? আমি তোমাকে রেখে চলে যাই?
– দরকার হলে যাবে, কিন্তু আমি এভাবে পড়াশোনার মাঝখানে যেতে চাই না।
– তুমি ওখানে গিয়ে আবার পড়াশোনা করতে পারবে।
মীরা খুব ভালো করেই জানে, এভাবে পড়াশোনার মাঝখানে যদি ও চলে যায়, তাহলে ওর আর পড়াশোনা হবে না। এমন অনেক মেয়েদের কথা ও জানে; যারা এমনিভাবে পড়াশোনার মাঝখানে দেশের বাইরে চলে গেছে। এখন হয়তো কোন কফি-শপে বা রেস্টুরেন্টে কাজ করে বেঁচে আছে। দেশের সবাই জানে তারা খুব ভালো আছে, কিন্তু সে রকম জীবন মীরা চায় না। ওর খুব ইচ্ছে, ছোট দুই বোনকে ঢাকায় নিয়ে আসবে। সুমনা পড়াশোনায় খুব ভালো। ওর খুব ইচ্ছা ডাক্তারি পড়ার। মীরা এমন একটা কান্ড করলে ওর দুই বোনের জীবন নষ্ট হয়ে যাবে। ও সেটা কিছুতেই হতে দেবে না। ওর খুব ইচ্ছা ছিল, পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে, মা আর দুই বোনকে ঢাকায় নিয়ে আসার।
– তুমি কি আমাকে বিশ্বাস করছো না?
শুভর কথায় আবারও চমক ভাঙল ওর। মীরা স্থির দৃষ্টিতে তাকালো। তারপর খুব ধীরে ধীরে বলল,
– তুমি আগে তোমার বাসার সবার কাছে আমার কথা জানাও। পারিবারিকভাবে সবকিছু হোক। তারপর দেখা যাবে।
শুভ কেমন যেন চুপসে গেল। এম্নিতে মীরা নরম-সরম, কিন্তু ওর মধ্যে এমন একটা প্রখর ব্যক্তিত্ব আছে যে, শুভ ঠিক ওর সামনে দাঁড়াতে পারে না। খুব করে ভেবে রেখেছিল আজকে মিরাকে রাজি করিয়েই ফেলবে, কিন্তু হলো না। শুভ খুব ভালো করেই জানে, ওর মা-বাবা কখনোই মিরাকে মেনে নেবে না। ও বাবা-মায়ের একমাত্র ছেলে। বড় দুই বোন ডাক্তার। একজন ইউকেতে, একজন অস্ট্রেলিয়ায় আছে। শুভকে নিয়ে ওর বাবা-মায়ের অনেক আশা। ওর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন। তাছাড়া মিরার বাবা নেই। ও চাচার বাড়িতে থাকে।সেই চাচাও কাপড়ের ব্যবসা করে। সহজ ভাষায় যাকে বলে দোকানদার। এইরকম একটা ফ্যামিলিতে শুভর বাবা-মা ওর বিয়েটা কিছুতেই মেনে নেবে না। শুভ ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে তখন উভয়পক্ষকেই ম্যানেজ করা সহজ হবে। কিন্তু মীরা রাজি হচ্ছে না। যাক কতদিন আর এরকম করবে? শুভ ঠিক ওকে ম্যনেজ করে নেবে।

– চলো উঠি। মীরা ঘড়ি দেখতে দেখতে বলল। শুভ আর কথা বাড়ালো না। মিরাকে রিকশা করে দিল। মীরা ইচ্ছা করেই হলের উল্টোদিকে নামলো। ব্যাগ থেকে চাদরটা বের করে আলতো করে জড়িয়ে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল অন্ধকারে। তারপর ক্লান্ত পায়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে গেটের ভেতর অদৃশ্য হয়ে গেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে