প্রতিবেশী

0
692

পাশের বাড়ির ভাবী তোমার জন্য পায়েস পাঠিয়েছে;

রফিক একটু অবাক হয়; নীলা বেশ হাসি হাসি মুখ নিয়ে বলছে; রফিক ভাবে যাক নীলার মন উদার হয়েছে; পাশের বাড়ির ভাবী নিয়ে নীলার সমস্যা সল্ভড;

তাই নাকি? রফিক একটু অবাক হওয়ার ভান করে;

হুম; তাড়াতাড়ি খাও; তোমারতো আবার পায়েস খুব পছন্দ;

রফিক একটু অনিচ্ছার ভাব নেয়; বেশী মিষ্টি;

না; একদম পারফেক্ট; বেশীও না কমও না;

রফিক খুব অনিচ্ছার ভাব নিয়ে একটা বাটি নিয়ে বসে; আহা পায়েসটা খেতে বেশ হয়েছে; মনে হচ্ছে ভাবী নিজের হাতে রান্না করেছে; ভালোবাসা ঢেলে দিয়েছে; রফিক চুকচুক করে খায়;

খুব মজা লাগছে নীলা জিজ্ঞেস করে;

রফিক নাক কুঁচকে বলে; তেমন মজা হয় নাই;

খাওয়া শেষ??

হুম;

এইবার নীলা অগ্নিমূর্তি ধারন করে;

তুমি নাকি ইহানকে বলছো পাশের বাড়ির ভাবীকে আই লাভ ইউ বলতে;

রফিক আকাশ থেকে পরে; কি বলছো? আমি কেন বলবো?

ইহান এর মধ্যে সাক্ষ্য দেয়; বাবা তুমি বললে না প্রতিবেশীকে ভালবাসতে; আত্মীয়স্বজনকে ভালবাসতে; তাইতো আমি আন্টিকে বললাম বাবা বলেছে আপনাকে আই লাভ ইউ;

রফিকের মাথায় হাত; আরে আমি বলেছি প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কর্তব্য পালন করতে; আই লাভ ইউ বলতেতো বলি নাই;

কথা ঘুরাবা না; আমার এতটুকু বাচ্চা ছেলে নিশ্চয় বানিয়ে বানিয়ে বলছে না; দাড়াও আমি আসতেছি; নীলা অন্য রুমে যায়; রফিক বুঝতে পারছে না ঝাড়ু আনতে গেলো কিনা;

রফিক ছেলেকে বলছে

কি বলছিস?? আই লাভ ইউ বলেছিস কেন??

বাবা সরি; বলেছিলাম পিঙ্কিকে; তখনি আন্টি চলে আসে; আমাকে জিজ্ঞেস করেছে;

বাবু কাকে আই লাভ ইউ বলছো; আমি প্রবলেম দেখে বলে দিলুম আমার বাবা বলেছে আই লাভ ইউ আপনাকে;

উনি একটু লজ্জা পেলেন; তোমার বাবাটা যা দুষ্ট না;

রাগ করলো?? রফিক জিজ্ঞেস করে;

কই রাগ করেছে; এরপরইতো পায়েস পাঠালো;

পাঠাইছে ভালো কথা; কিন্তু তোর মাকে এই কথা কেন বলতে গেছিস;

আরে আমি বলি নাই; পিঙ্কি পায়েস নিয়ে এসেছিলো; তখন বলে ফেলেছে; কি সিলি গার্ল বলতো বাবা; প্লিজ বাবা; ফরগিভ হার; প্লিজ আন্ডারস্ট্যান্ড শি উইল বি ইউর ডটার ইন ল;

রফিকের পেটে মোচড় দিচ্ছে; কোনমতে দৌড়াতে দৌড়াতে রফিক টয়লেটের দিকে যায়; এমা কি পায়েস খেলুম; পুরা ডাইরেক্ট একশন; ভালোবাসায় ভেজাল ছিল;

সেদিকে নীলা চিৎকার করে বলছে পায়েস ঠিক ছিলো; কিন্তু সেখানে আমি জোলাপ মিশিয়ে দিয়েছি; থাকো আজ রাতে টয়লেটে; সারারাত যত খুশী আই লাভ ইউ বলো; কিছু স্ত্রী মশাকে সঙ্গী হিসেবে পাবা; তোমারতো তাতেও চলবে।

কি ব্যাপার কলে পানি নেই কেন?? রফিক জিজ্ঞেস করে;

ও তোমাকে বলা হয়নি; আজকে পানির পাম্পের প্রবলেম হয়েছে; সারারাত পানি থাকবে না;

রফিকের কাপুনি দিয়ে জ্বর আসছে;

#আমিনুলের_গল্প_সমগ্র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে