ডিয়ার হবু বর

0
1614
আরো একটা নতুন বছর বিদায় নিচ্ছে ক্যালেন্ডারের পাতা থেকে। এই বছরের অনেক সুখ-দুঃখের স্মৃতি তুলা থাকবে নতুন বছরের ডায়েরির পাতায়। আপনিও হয়তো পুরানো সব কিছু ভুলে নতুনভাবে জীবনটাকে গুছাতে চাচ্ছেন। কারো মায়ায় হয়তো নিজেকে জরিয়ে নিবেন শক্তভাবে। তাই নিকোটিনের কালো ধোঁয়ায় নিজেকে পোড়াবেন না। আপনার জীবনে হয়তো একজন আছে যে হয়তো আপনার মঙ্গলের জন্য প্রতিটি মোনাজাতে প্রার্থনা করে,,,
ডিয়ার হবু বর, আপনার হবু বেগমের হঠাৎ ছোট্ট কিছু ইচ্ছের উদয় হয়, যা পূরন করার দায়িত্ব কিন্তু আপনার! হঠাৎ বৃষ্টিতে আপনাকে নিয়ে ভিজবার ইচ্ছে হতেই পারে, নিয়নের আলোতে শক্ত করে আপনার হাত ধরে টং এর দোকানে আদা চা খেতে ইচ্ছে হতেই পারে, জোৎস্নাবিলাসে এক কাপ চা নিয়ে খুনসুটিও হতে পারে, শত বারন সত্বেও রাস্তার পাশের ঝালমুড়ি খাওয়ার ইচ্ছাটা হতেই পারে, চুড়ি পাগলীর চুড়ি কিনার ইচ্ছেটাও মাঝেমধ্যে হতে পারে তাই না,,,? তাই বলে আবার এসব ন্যাকামো ভেবে ভুল করবেন না। ইচ্ছেগুলো পূরন না করলে তো বুঝবেন, কতো ধানে কতো চাল,,,?
আপনার প্রেত্নী বউটা আপনার পাশে জোঁকের মত লেগে থাকবে যাতে আপনাকে কোনো কষ্ট স্পর্শ করতে না পারে। জীবনের ছোট ছোট স্বপ্নগুলো যেনো একসাথে পূরন করতে পারি সেদিকে সর্বদা খেয়াল রাখবেন। বউকে মাঝেমধ্যে রান্না করে খাওয়ানোর দায়িত্বও আদর্শ স্বামীর কর্তব্য। ভিন্ন একটা পরিবেশ থেকে এসে যেনো আপনার পরিবারকে নিজের করে নিতে পারি তার জন্যও আপনার একান্ত সহযোগিতা কাম্য সব সময়।
হবু শ্বশুর-শ্বাশুড়ীকে আমার সালাম জানাবেন। হয়তো অন্য একদিন আরো কিছু ইচ্ছে নিয়ে খোলা চিঠি লিখবো। অপেক্ষায় থাকলাম ইচ্ছেগুলো পূরন হবার। –প্রিয়ন্তি মুনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে