কবিতাঃ মানুষ বদলে যায়

0
1041

কবিতাঃ মানুষ বদলে যায়
লেখকঃ কাজী তানভীর
ছবি কালেক্ট।

ওহে প্রেমাষ্পদ !
চোরাবালির মতই ধোকাবাজ এই জগৎ
আমাকেই ভালোবাসবে,যদি করে থাকো শপথ
না ভোলার তরে যদি পোষণ করো সহমত
তোমার-আমার একটাই যদি হয় জীবনে চলার পথ।

তবে হৃদ্যতার শিকলে আমার অনুভূতিগুলোকে তোমাতেই বন্দি করো,
ভালোবাসার লৌহ কপাটে আমার দুষ্ট-
আবেগগুলোকে আটকে ধরো,
তুমিহীন যতোসব ভাবনা আর স্বপ্নদেখা আমার,
নিরলস রণবীরের মতো ওসবগুলোকে
সোহাগাঘাতে হত্যা করো!

সাড়ে তিনহাত বডি ছিন্ন করে, দেহমূল টেনে-হেঁচড়ে
আত্মসাৎ করার হয়ত শক্তি কারো নেই,
তবুও! আগাম সচেতনায় সুফল ফলে প্রিয়
কারণ, দুনিয়ার মানুষকে নিমিষেই বদলে দেয়।

শক্ত হাতে ধরে রাখিও,
হৃদয়ের চারোপাশে কেবল আমারই ছবি আঁকিও!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে