The unlimited love Part-10 Season 02

0
2482

#The_unlimited_love💖
#Season_2
#Part_10
#Writer_Nusrat

আমার মনে হচ্ছে সামান্তা অনেক্ষন যাবত না খেয়ে আছে৷ তাই ও দুর্বল হয়ে গেছে আর জ্ঞান হারিয়ে ফেলেছে৷ জিসান তুই তারাতাড়ি কিছু খাবার আনার চেষ্টা কর৷
জিসান চলে গেলো খাবার আনার জন্য৷
আদনান সামান্তাকে একটা খাটে রেখে রকির দিকে এগিয়ে এলো৷ রকি এখনো ভাবলেশহীন দাঁড়িয়ে আছে৷
সেদিন রকিই নিলয়কে বলেছিলো আদনানের ব্যাপারে৷ রকি সাইকোর ব্যাপারে যা বলেছিলো সেটা আন্দাজে বলেছিলো৷
বেচারা তো জানেই না আদনান আসলেই কতটা ভয়ংকর৷ তাই সে যেভাবে ছিলো ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে আজ আদনানের সাথে বুঝাপড়া করে তবেই এখান যাবে৷

আদনান রকির দিকে শক্ত চোখে তাকিয়ে বললো,

তুই খুব বড় অন্যায় করেছিস খুব বড়৷ এর শাস্তি তো তোকে পেতেই হবে রকি৷
.
তাই নাকি? কী শাস্তি দিবি তুই? তোর থেকে তো একটা বিড়ালও যথেষ্ট সাহসী৷ আর তুই দিবি আমাকে শাস্তি।তুই নিজেইতো একটা ভিতুর ডিম।কী করবি তুই?(তাচ্ছিল্যের হাসি দিয়ে)
.
কী করবো? সেটা নাহয় পরেই টের পাবি৷ আপাতত আমার কাছে সামান্তার জ্ঞান ফেরানোটা বেশি ইম্পর্ট্যান্ট৷
.
জিসান কিছু খাবার নিয়ে আসলো।আদনান সামান্তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে৷ মুখে বারবার পানির ছিটে দিচ্ছে৷
সামান্তা আস্তে চোখ মেলে তাকালো৷ ওর তাকানো দেখে আদনান সাথে সাথে দূরে সরে গেলো৷ তারপর জিসানকে ইশারায় বললো সামান্তাকে বলতে যেনো সে খাবারটা খেয়ে নেয়৷
জিসানও মাথা নাড়িয়ে সায় দিলো৷ খাবারটা নিয়ে সামান্তার দিকে এগিয়ে গেলো সে৷

আপু খাবারটা খেয়ে নিন৷ আপনি অনেকক্ষণ যাবত কিচ্ছু খাননি৷ মুখও শুকিয়ে গেছে একেবারে৷

আমি একবার খাবারের দিকে তাকালাম আরেকবার আদনান ভাইয়ার দিকে৷ ভাইয়া দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে৷ আর রকি দরজার কাছে দাঁড়িয়ে আছে৷
আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে খাবার খেতে শুরু করলাম৷ অনেক খিদে পেয়েছে আমার৷ আগে খাই তারপর যা হবার তা হবে৷

আমি খাবার খেয়ে নিলাম৷ দেয়ালে মাথা টেকিয়ে বসে আছি৷ রকি আমার দিকে এগিয়ে আসলো,,
ব্যস অনেক হয়েছে সামান্তা। তোমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে এবার চলো আমার সাথে৷ কথাটা বলে রকি আমার হাত ধরে দাঁড় করাতেই কষিয়ে চড় বসিয়ে দিলাম ওর গালে৷

কী মনে করেছিস তুই?তুই এসব করবি আর আমি হাসতে হাসতে তোর সাথে চলে যাবো৷ কথাটা বলে ইচ্ছামতো চড় বসিয়ে দিতে থাকলাম ওর গালে৷ আমার যত রাগ তার সব রকির গালের উপর ঝারছি৷কতোটা কষ্ট দিয়েছে আমাকে আর আদনান ভাইয়াকে৷

আদনান জিসানের কাছে গিয়ে বললো যেনো সামান্তাকে বাড়িতে দিয়ে আসে৷ এদিক সে সামলাবে৷ আদনানের কথা অনুযায়ী জিসান সামান্তাকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিলো৷

রকি তোমায় আমার সাথে এক জায়গায় যেতে হবে৷
.
কোথায় যাবো,আর কেনো যাবো৷ আমি যেতে পারবোনা৷
.
সেখানে গেলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে৷ আর তুমিইতো বলো আমি ভিতুর ডিম তাহলে আমার সাথে যেতে এতো ভয় কিসের তোমার৷ তবে কী আমি ধরে নিবো যে তুমি আমায় ভয় পাও৷
.
কথাটা শুনে রেগে গেলো রকি,
এক্সকিউজ মি,আমি কাউকে ভয় পাইনা৷ আর তোমাকে তো নয়ই৷ বলো কোথায় যেতে হবে৷

আদনান এটাই চাইছিলো৷ কারণ এতো মানুষের ভিড়ে রকিকে তুলে নিয়ে যেতে পারবেনা সে৷
হুম চলো আমার সাথে৷


আদনান রকিকে নিয়ে ওর বাংলোতে আসলো৷ রকির মনে অনেক প্রশ্ন জাগছে আদনান কেনো ওকে এখানে নিয়ে আসলো৷

আদনান রকিকে একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিলো৷ তারপর এক পা এক পা করে রকির দিকে এগুতে থাকলো৷

একি আদনান তুমি দরজা বন্ধ করলে কেনো৷ আর এই রুম এতো অন্ধকার কেনো৷ রকির কথার মাঝেই আদনান এসে ওর নাক বরাবর একটা পাঞ্চ মারলো৷ রকি নাকে হাত দিয়ে আদনানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে৷
এই তোমার সাহস তো কম নয় তুমি আমায় মারলে৷

তো কী করবো জামাই আদর করবো৷
রকিও এগিয়ে আসলো৷ একজন আরেকজনকে মারছে৷ আদনান ক্যারাটে জানায় রকি আদনানকে তেমন আঘাত করতে পারছেনা৷ কিন্তু আদনান একটার পর একটা করে যাচ্ছে৷ রকি আর না পেরে ফ্লোরে পরে গেলো৷ আদনান রকিকে তুলে চেয়ারে নিয়ে বসালো তারপর সারা শরীর দড়ি দিয়ে বাধলো৷ রকি নিবুনিবু চোখে তাকাচ্ছে আদনানের দিকে৷ মার খেয়ে বেচারার অবস্থা শেষ৷ আদনান ওর সামনে বসলো হাতে একটা ধারালো ব্লেড৷ ব্লেড দেখে বড় বড় চোখে তাকালো রকি৷ আদনান একটা মুচকি হাসি দিয়ে রকির হাতে ব্লেডটা চালিয়ে দিলো৷ চিৎকার করে উঠলো রকি৷

খুব শখ তোর সামান্তাকে পাওয়ার তাই-না৷ এই হাত দিয়েই তো তুই ওর রুমে ক্যামেরা লাগিয়েছিলি৷বল ওর রুমে কেনো ক্যামেরা লাগিয়েছিলিস৷
রকি তবুও কিছু বলছেনা দেখে আদনান আরেক হাতে ব্লেড চালিয়ে দিলো৷

বলবি নাকি চোখ উপরে নিবো৷ আমি কিন্তু এসবে অভ্যস্ত আছি৷ তাই তেমন কষ্ট হবেনা আমার৷
আদনানের কথা শুনে অবাক চোখে তাকালো রকি৷

বলবি কী না বল?

কী বলবো কী বলার বাকি রেখেছো তোমরা৷ তোমাদের কারণে আমার বাবা দুইমাস পুলিশের হেফাজতে ছিলো৷ আর আমার মা তিন মাস কোমায় ছিলো৷ তাই আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সামান্তার সাথে এসব করেছি৷ আর আমার মনে হয় আমি যা করেছি বেশ করেছি৷

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে