আমার বুড়ো part : 14

0
2682

আমার বুড়ো part : 14

লেখিকা সুরিয়া মিম

!
আগে বাসায় চলো প্রেম আমি তোমাকে করাচ্ছি বুড়ো,
…..
হা হা হা,

হাসো কেন?
…..
কারন আজকে থেকে বাসা পুরো ফাকা,
তো তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে বুড়ি?

বুড়ো একটু বেশি হয়ে যাচ্ছেনা?

হলে সমস্যা কি?
তোমার মেয়ে তো নেই তাই না?

ফাজিল.
…..
ফাজিল বলে লাভ নেই বুড়ি,

আসো আমার কাছে আসো,

সাধে কি মেয়ে আমার এতো ফাজিল হয়েছে?
….
মেয়ের কথা বাদ দাও আমার কাছে আসো,
….
বুড়ো ফাজলামো করো নাতো,
ফাজলামোর ও একটা সীমা আছে হুমম?
….
কি হলো বুড়ি টিভি ছেড়ে বসেছে কেন?

নিউজ দেখবো তাই,
….
নিউজ দেখে কি করবে তোমার বুড়ো টাকে দেখো,
….
কি হলো ভয় পাচ্ছ কেন?

দেখো না খবরে কি বলছে?
ঘূর্ণিঝড় ফনী না মনির কারনে কক্সবাজার সমুদ্র সৈকত ও সহ অন্যান্য জায়গায় ছয় নম্বর বিপথ সংকেত দেখিয়েছে ফনীর আঘাত হানার সম্ভাবনা ও রয়েছে ,

আমাদের মেয়ে টাও তো কক্সবাজারে যাচ্ছে এখন যদি কিছু হয়ে যায়,

তুমি কাঁদছ কেন কিছু হবে না,
….
দেখো আমার কিছু চাই না আমার মেয়ে টাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও,
….
তখনি হঠাৎ করে কলিং বেল বাজার শব্দ হয়,
….
শব্দ শুনে ছুটে গিয়ে দরজা খুলে দেখি,
….
মেয়ে আমার কাকভেজা ভিজে ট্রলি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে,
….
মেয়ে আমাকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরে,

মনে হলো যেন ভয় পেয়ে আছে,

কি হলো মা কি হয়েছে?
…..
মা তুমি জানো আমাদের গাড়ি থেকে অনেক টা দূরেই এক আঙ্কল বজ্রাঘাতে মরে গেছেন,
….
বজ্রপাত টা আমাদের চোখের সামনে হয়েছে মা,
…..
মা ওই আঙ্কল টার জায়গায় আমরা ও হতে পারতাম বলো?

না সোনা চলো ভেতরে চলো,
….
তারপর আমি ওকে ওর রুমে নিয়ে যাই,
.
ও ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে,

বুঝেছি মেয়ে আমার অনেক ভয় পেয়েছে তাই এভাবে কান্নাকাটি করছে,
….
তখন ওর বাবা ও আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পারিয়ে দেই,
…..
রাতে আমি ওদের জন্যে খাবার বানিয়ে মেয়ে কে খাইয়ে ওর বাবার রুমে গিয়ে দেখি,
…..
আমার বুড়ো টা বিছানায় পরে পরে ঘুমচ্ছে,

বুড়োর কাছে গিয়ে ওর মাথায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুরো যাচ্ছে ওর,
…..
আল্লাহ এই ঝড়বৃষ্টির রাতে এখন আমি ডক্টর পাবো কোই?
….
মেয়ে টা ওদিকে ভয় পেয়ে আছে,
কি যে করি কিছু মাথায় আসছেনা আমার,
….
তখনি বুড়ো টা আমাকে শক্ত করে ধরে বলে,
…..
বুড়ো টার কথা এতক্ষণে মনে পরলো বুড়ি?
কি গো বুড়ি কাঁদছে কেন?

তোমার দেখি জ্বর হয়েছে বুড়ো,
….
হয়েছে তো হয়েছে তা বলে তুমি কাঁদবে?
….
বুড়ো তুমি চুপ করো তো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি,

তারপর আমি বুড়ো টাকে খাইয়ে খাইয়ে দেই,
….
বুড়োর খাওয়া শেষ হলে মেয়ে আমাকে ঔষধ দিয়ে বলে,
….
বাবা ঔষধ টা খেয়ে নাও ভালো লাগবে তোমার,
আর ডক্টর আঙ্কল ও আসছে ফোন করেছি আমি,
…..
এই ঝড়বৃষ্টির রাতে আবার তাকে ডাকতে গেলি কেন মা?
….
এমন করে বলছিস যেন আমি মঙ্গল গ্রহে থাকি?

নারে সায়ান এতো ঝড়বৃষ্টি হচ্ছে তাই বলছিলাম আরকি,
।।।।
এখন আমি এসেছি তাই বলে লাভ নেই বুঝলি,
….
দেখি কি রোগ হয়েছে ওর?

কি হলো?
কি বুঝলেন সায়ান ভাইয়া?

কিছুনা ভাবি নরমাল জ্বর হয়েছে ওর,
নরমাল নাপা খেলে ঠিক হয়ে যাবে,
….
ওওওও মেয়ের চেকআপ করে কি দেখলেন?
..
মেয়ে তো সুস্থ আছে,
তবে,

কি?
….
তবে সব রোগ কি ভাই তোর আর মেয়ের?
আমার ভাবির কি কোনো ব্যামো নেই?

আমার ব্যামো হলে আপনি জানতে পারবেন ভাইয়া,
চলুন এখন খেতে চলুন,
…..
হ্যা ভাবি চলেন,,
.
উফফফ,
ভাবি আপনার হাতের রান্না এতো মজাদার,
আমি তো আমার বৌ কে প্রায়ই বলি,
মিশশশ ভাবির কাছ থেকে তার মতো রান্না শিখে আসো,
…..
তাই বুঝি রিয়া আমাকে কুকিং ক্লাস নিতে বলেছে?
..
হ্যা ভাবি,
হা হা হা হা,
…..
আচ্ছা ভাবি আমি এখন আসি,
….
জ্বি ভাইয়া সাবধানে যাইয়েন,
….
হ্যা অবশ্যই,
…..
মা শোনো?

হ্যা মা বলো,
….
তুমি বাবার কাছে গিয়ে ঘুমো,
রাতে যদি বাবার জ্বর বেড়ে যায় তখন?

আচ্ছা বাবা যাচ্ছি,
রাতে আবার ভয় করবে নাতো হুমম?
..
না মা করবে না তুমি বাবার কাছে যাও,

বুড়োর কাছে গিয়ে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে ওর ঠান্ডা লেগে যাওয়ার কারনে,
..
ওর বুকে গরম তেল মালিশ করে দেই,
হাতে তেল মালিশ করে পায়ে হাত দিতেই বুড়ো টা আমাকে বলে,
..
বুড়ি তোমার জায়গা তো আমার বুকে তাহলে ওখানে কি করছ?
আসো আমার বুকে আসো,
…..
বুড়ো এভাবে পাগলামো করো না তো,
….
পাগলামো করছি না বলছি আমার কাছে আসো,

এসেছি এখন বলো,
….
আমাকে জড়িয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরো তো,

ধরেছি,
….
উফফফ এখন খুব ভালো লাগছে আমরা,

হয়েছে বুঝেছি আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি,
তুমি একটু ঘুমোবার চেষ্টা করো,
….
আচ্ছা ঠিক আছে বুড়ি,
….
মিশু খুব ভালোবাসো তুমি রুহান কে তাই না?
….
তাই ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পারিয়ে দিচ্ছ মিশু,
……
আমি তোমাকে অন্যকারো সাথে মেনে নিতে পারছিনা মিশু,
…..
তোমাকে অন্য কারো সাথে দেখলে আমার খুব কষ্ট হয় মিশু,
….
তুমি কি আমার কাছে কখনওই ফিরে আসবেনা,
….
আমাকে ক্ষমা করবে না?
চলবে…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে