আমার ভীনদেশী এক তারা পর্ব-০৯

0
757

#আমার_ভীনদেশী_এক_তারা
#পর্ব৯
#Raiha_Zubair_Ripte

হসপিটালের কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে এনা, পিটার,ক্লো। ভেতরে ডক্টর হেফজিবার চিকিৎসা করছে। থেকে থেকে কেঁদে উঠছে এনা। সে কিছুতেই মানতে পারছে না তার প্রানপ্রিয় বান্ধবীর এমন করুন অবস্থা। মেয়েটার সংসারে এতো অশান্তি আর মেয়েটা মুখে মিথ্যে হাসি নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। এনা স্যামিয়ুল কে হাতের কাছে পেলে খু’ন ই করে ফেলবে।

পিটার এগিয়ে এসে এনাকে বাহুডোরে আগলে নেয়। এনা একটা ভরসা যোগ্য আশ্রয় পেয়ে এবার ডুকরে কেঁদে উঠলো। একহাত দিয়ে পিটারের বুকের দিকটায় শার্ট খামচে ধরে। পিটার এনার মাথায় হাত বুলাতে বুলাতে বলে,,

” কাঁদে না লক্ষীটি। সব ঠিক হয়ে যাবে। হেফজিবা সুস্থ হয়ে যাবে।

এনা পিটারের বুক থেকে মাথা উঁচু করে বলে,,

” পিটার আপনি ভাবতে পারছেন হেফজিবা দুই মাসের প্রেগন্যান্ট ছিলো। ওর স্বামি কি করে পারলো জা’নোয়ারের মতো এভাবে মা’রতে।

” হেফজিবার সাথে যা হয়েছে তা অন্যায়। স্যামিয়ুল কে তো ধরে নিয়ে গেছে পুলিশ। তার করা অন্যায়ের শা’স্তি সে পাবে।

ক্লো এসে এনার পাশে দাঁড়িয়ে বলে,,

” ভাগ্যিস হেফজিবা ফোনটা গাড়িতে ফেলে গিয়েছিল তাই সেটা ফেরত দিতে গিয়ে বিষয়টা দেখতে পেলাম। তা না হলে ওভাবেই পড়ে থাকতো। আচ্ছা এনা হেফজিবার চাচি বাসায় থাকতে কিভাবে পারলো হেফজিবার সাথে এমন টা করতে স্যামিয়ুল?

এনা ভ্রু কুঁচকে ফেলে সত্যি ই তো হেফজিবার চাচি বাসায় থাকতে কি করে এতো সাহস স্যামিয়ুল। হেফজিবার বাবা মা হেফজিবার বয়স যখন পনেরো তখনই গাড়ি এক্সি”ডেন্টে মা’রা যায়। সেই থেকেই চাচা চাচির কাছে মানুষ হয় হেফজিবা। চাচা অবশ্য হেফজিবা কে ভালোবাসলেও তার চাচি তাকে একটু ও দেখতে পারে না। প্রায় সব সময়ই কটুক্তি শোনাতো। এনা কিছু একটা ভেবে সেটা বলার জন্য উদ্ধত হলে তখনই ঝড়ের বেগে হাসপাতালে প্রবেশ করে আরাভ। এনাকে দেখতে পেয়ে এনার বাহু ধরে ঝাঁকিয়ে বলে,,

” এনা হেফজিবা কোথায় ও ঠিক আছে তো।

এনা আরাভের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে,,

” না আরাভ ভাই ডক্টর এখনো কিছু বলেনি। হেফজিবার পুরে শরীরে মা’রের দাগ।

কথাটা শোনা মাত্রই আরাভ সামনে থাকা বেঞ্চটাতে সজোরে লা’থি মা’রে। চিৎকার দিয়ে বলে উঠে,,

” হেফজিবার এই অবস্থা কি করে হলো? কে করছে?

পিটার আরাভের পিঠে হাত দিয়ে বলে,,

” হচ্ছে কি আরাভ এটা হসপিটাল চিৎকার করিস না।

আরাভ পিটারের হাত তার পিঠ থেকে সরিয়ে বলে,,

” তুই জানিস না আমি কেনো চিৎকার করছি। আমাকে শুধু বল কে করছে ওর এমন অবস্থা।

এনা আরাভের দিকে তাকিয়ে বলে,,

” আরাভ ভাই হেফজিবার স্বামি স্যামিয়ুল হেফজিবা কে এভাবে মে’রেছে।

কথাটা আরাভের কর্ণকুহর হতেই চোখ জোড়া রক্তিম হয়ে উঠে। দাঁত চেপে বলে,,

” ঐ জা’নোয়ারের বা’চ্চা টা কোথায় এখন?

” পুলিশের কাছে। পুলিশ ধরে নিয়ে গেছে।

” কোন থানায়?

” “আলবার্ট শ পুলিশ বিভাগে।

” আমি আসছি ততোক্ষণ হেফজিবার খবরাখবর সব আমায় মিনিটে মিনিটে জানাবে এনা,এই টুকু হেল্প আমায় করো।

কথাটা বলে আরাভ যেতে নিলে পিটার কিছু একটা আঁচ করতে পেরে আরাভের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে,,

” আরাভ তুই কিন্তু কিচ্ছু করবি না ওখানে গিয়ে। যা করার এরিক করবে।

আরাভ কথাটা শোনামাত্রই পিটার কে হুংকার দিয়ে বলে,,

” তুই আমার সামনে থেকে সর ওর কতোবড় কলিজা আমার ভালোবাসার শরীরে আঘাত করে ওর কলিজা কে”টে টু’করো টুকরো করে কাক কে খাওয়াবো। নিরদ্বিধায় নিজের ভালোবাসা সুপ্ত অনুভূতি টাকে নিজের মনে কবর দিয়ে চুপচাপ ওর সাথে হেফজিবার বিয়ে হতে দিয়েছি তাই বলে স্যামিয়ুল ওকে মার”বে আর আমি চুপচাপ মেনে নিবো।

কথাটা এনার কর্ণকুহর হতেই এনা অবাক হয়। তার ভাই হেফজিবা কে পছন্দ করে কিন্তু কিভাবে সম্ভব? কখনো তো তেমন কিছু আরাভের দিক থেকে দেখে নি বা শুনে নি যা বোঝাবে সে হেফজিবা কে ভালোবাসতো।

পিটার আরাভের হাত ধরে অবাক হয়ে বলে,,

” ভালোবাসতি হেফজিবা কে তুই?

আরাভ পিটারের দিকে ছলছল নয়নে তাকায়।

” এখন ও ভালোবাসি আমি হেফজিবা কে।

” তোদের ধর্ম আলাদা তুই সেটা জেনেও!

” সবাই কি পিটার উইলসন নাকি যে ধর্ম ভিন্ন দেখে ভালোবাসার রং ও বদলে যাবে। আমি সেদিন ও হেফজিবা কে ভালোবেসেছি আজ ও ভালোবাসি।

কথাটা এসে পিটারের বুকে তীরের মতো বিঁধে। সে তো জানে সে কোনো অন্যায় করছে না। পিটার নিজেকে সামলিয়ে নিয়ে বলে,,

” ওর বিয়ে হয়ে গেছে জানিস তো তবুও,,

” বিয়ে হয়েছে সো হোয়াট। স্যামিয়ুল যদি হেফজিবা কে এমন অত্যা”চার না করতো তাহলে কখনে আমার এই অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করতাম না। এখন যখন প্রকাশ করে ফেলছিই তখন আমি আমার ভালোবাসা কে আমার করেই ছাড়বো স্যামিয়ুলের সাথে হেফজিবা কে আর থাকতে দিবো না।

” হেফজিবা যদি স্যামিয়ুলের সাথে থাকতে চায় তখন?

আরাভ আর কিছু বলতে পারলো না যদি সত্যিই হেফজিবা স্যামিয়ুলের সাথে থাকতে চায় তখন। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বলে,,

” তাহলে স্যামিয়ুলের একটা ব্যাবস্থা করব আমি।

” তোর কিছু করতে হবে না। যা করার আমি করবো আমার উপর ভরসা আছে তো?

এর মধ্যে ডক্টর ওটি থেকে বের হয়। আরাভ হন্তদন্ত হয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলে,,

” ডক্টর হেফজিবা কেমন আছে।

” হ্যাঁ সি ইজ আউট অফ ডেঞ্জার বাট,,

” কিন্তু কি ডক্টর বলুন না।

” তার পেটের বাচ্চা টা কে বাঁচাতে পারি নি। পেটে জোরে আঘাত লাগায় মিসক্যারেজ হয়ে গেছে।

কথাটা শুনে সবাই আহত হয়। আরাভ অবাক হয়ে তাকায় ডক্টরের পানে অবিশ্বাসের সাথে বলে,,

” হেফজিবা প্রেগন্যান্ট ছিলো?

” হ্যাঁ। পেশেন্টের সাথে ঘন্টা দুয়েক পর দেখা করতে পারবেন। কথা টা বলে ডক্টর চলে যায়।

আরাভ বিধ্বস্ত শরীর নিয়ে হেঁটে এনার সামনে এসে দাঁড়িয়ে বলে,,

” এনা হেফজিবা প্রেগন্যান্ট ছিলো? তুমি জানতে?

” না আরাভ ভাই হসপিটালে এসে জেনেছি আমি। ডক্টর যখন হেফজিবার এমন অবস্থা দেখে ট্রিটমেন্ট করার জন্য ওটিতে নিয়ে গিয়েছিল তখন বেশ কিছুক্ষণ পর তাদের এক নার্স এসে বলে,, আপনাদের পেশেন্ট প্রেগন্যান্ট ছিলো এমন অবস্থায় তাকে এভাবে জা”নোয়ারে মতো কে মে’রেছে অবস্থা খুবই ক্রিটিকাল।

তখন কথাটা শুনে আমিও অবাক হয়েছিলাম। ওর সাথে তো মিট করলাম কই তখন তো এই সুখবর টা দিলো না আমাদের।

আরাভ এবার পিটারের দিকে তাকিয়ে বলে,,

” আমি কিন্তু স্যামিয়ুল কে ছাড়বো না পিটার বলে রাখলাম। একদম আটকাবি না।

হেফজিবা কে ওটি থেকে ক্যাবিনে শিফট করা হয়েছে। এলোমেলো পায়ে হেঁটে আরাভ হেফজিবার সামনে গিয়ে পাশে রাখায় চেয়ার টায় বসে পড়ে। হেফজিবার ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই আরাভের বুক টা মোচড় দিয়ে উঠলো। ইস সেদিন যদি একটু সাহস করে মনে কথাটা হেফজিবা কে বলে দিতো তাহলে আজ তাদের জীবনটা অন্যরকম হতো। হেফজিবার হাতের দিকে চোখ পড়তেই হাতের উপর থাকা আঘাত গুলো দেখে চোখ মুখ রাগে লাল হয়ে যায়। মেয়েটা কতোই না কষ্ট পেয়েছে। আঘাতের দাগগুলোর উপর হাত ছুঁয়ে দিয়ে হেফজিবার কানের কাছে মুখ নিয়ে বলে,,

” আর তোমায় কষ্ট পেতে দিবো না হেফজিবা তোমার চাচির বলা সেদিনের সেই মিথ্যা টার জন্য আজ এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তোমায়। সেদিন যদি বিশ্বাস না করতাম তোমার চাচির কথা। জানোতো সেদিন ঝড়ের মধ্যে গিয়েছিলাম ছুটে তোমার বাসায় তোমায় মনের কথাগুলো বলার জন্য। কিন্তু গিয়ে দেখি তুমি ততক্ষণে অন্য কারোর বউ। জানো তো সেদিন তোমাকে অন্য কারোর পাশে কিছুতেই মানতে পারছিলাম। খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো আমার গ”লা কেউ চে”পে ধরেছে। তোমার চাচির কাছে গিয়ে যখন তোমার কথা জিজ্ঞেস করলাম তখন তোমার চাচি বললো তুমি নাকি ভালোবেসে স্যামিয়ুলকে বিয়ে করছো। তোমাদের এক বছরের সম্পর্ক ছিলো। কথাটা শুনে অবাক হয়েছিলাম। আমার আট বছরের লুকায়িত ভালোবাসার প্রাপ্তি পেলো না। তোমার চাচি আমায় কেনো মিথ্যা বলেছে জানি না। কিন্তু শুনে রাখো ঐ জা”নোয়ারের সাথে আমি তোমায় সংসার করতে দিবো না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। ভালোবাসি খুব তোমায়।

ক্যাবিনের বাহিরে দাঁড়িয়ে এনা আর পিটার আরাভের কথা গুলে শুনছিলো। এতোটা ভালোবাসে এখনো হেফজিবা কে। পিটার এনার দিকে তাকিয়ে বলে,,

” আচ্ছা এনা আমি যখন থাকবো না তখন কি আমায় ভুলে যাবে। মুছে ফেলবে মন থেকে। আমি কিন্তু দূর থেকেও রোজ ভালোবাসবো তোমায়।

কথাটা কর্ণকুহর হতেই এনার সারা শরীর বরফের ন্যায় জমে গেলো। অজানা ভয়ে ধুক করে উঠলো বুকটা। সরসা পিটারের দিকে তাকিয়ে অবাকের ন্যায় প্রশ্ন করলো ,,

” মানে?

পিটার হালকা হেঁসে বলল,,না কিছু না।

#চলবে?

( ভুলত্রুটি ধরিয়ে দিবেন হ্যাপি রিডিং)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে