পারফেক্ট কাপল পর্ব-১৫ এবং অন্তিম পর্ব

1
2340

#পারফেক্ট_কাপল
#অন্তিম পর্ব
#ইনান

পিছনে তাকাতেই আকাশ আর অনি অবাক হয়ে যায় । কারণ ডার্ক মাফিয়া গ্রুপ এর সবাই ওদের লোকদের মেরে দিছে । আকাশ আর অনি আবার সামনের দিকে এবার আরেক দফা অবাক হয়ে যায় ।

অগ্নি আর নিধি দাড়িয়ে আছে । কিন্তু ওদেরকে চেয়ারের সাথে বাধা হয়েছে । পাশে তাকাতেই দেখে পুরো ফ্যামিলি দাড়িয়ে আছে ।

“তোমরা ছুটলে কী করে ?
অনির কথায় হালকা হাসলাম আমি
“ডার্ক মাফিয়ার কিং আর কুইনকে আটকে রাখা সহজ নয়
“মানে

তখনই পিছন থেকে মিলি ওদের মাথায় বন্দুক তাক করে বলে
“মানে হলো নিধি আর অগ্নি মাফিয়া টিম এর লিডার

অনি আর আকাশ মিলির দিকে অবাক চোখে তাকায় । ওদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওরা অনেক অবাক হয়েছে আকাশ দাতে দাত চেপে মিলির দিকে তেরে আসতেই মিলি আকাশের পায়ে গুলি করে দেয় ।

“বিশ্বাসঘাতক
অনির কথায় মিলি হাসলো তারপর বলল
“আমি কী একবারো বলছি যে আমি তোদের দলে ?
অনি বোকার মতো উত্তর দিল
“না
“তাহলে আমি বিশ্বাসঘাতক হলাম কী করে ? আমি প্রথম থেকেই ডার্ক মাফিয়া গ্রুপের দলে । আর অগ্নিকে ভালোবাসাটা একটা নাটক ছিল যাতে আমি তোদের সাথে থাকতে পারি

অনি রেগে গিয়ে মিলিকে কিছু করতে যাবে তখনি মিলি অনির পায়ে গুলি করে দেয় । অনি যখন ব্যথায় কাতরাচ্ছিল তখন মা কাদতে কাদতে বলে

“তোকে কী নিজের মেয়ের থেকে কোন অংশে কম দেখেছিলাম । আরে তোর মা-বাবাকে খুন করার কারণ তোর বাবা তিনটা মেয়েকে ধর্ষণ করছিল আর তোর মা তা দাড়িয়ে দাড়িয়ে দেখছিল । একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি কী করে করতে পারে ।
তখন অনি চিল্লিয়ে বলে
“বেশ করেছে ধর্ষণ করেছে । পুরুষ হওয়ার কারণে বাবার একাধিক মেয়ের লালসা থাকতেই পারে আর মা স্ত্রী হিসেবে স্বামীকে সাহায্য করার কর্তব্য পালন করছে ।

অনির কথায় আমি আর অগ্নি তচ্ছিল্য হাসলাম । কতটা নিচু মন মানিসকতার হলে এমন কথা বলতে পারে । অগ্নি এগিয়ে গিয়ে অনির গালে থাপ্পর মারে

“আমার লজ্জা লাগছে তোকে আমার বোন ভাবতে । ওপস সরি তুই তো আমার বোনই না ।
আমি এগিয়ে এসে বললাম
“একটা মেয়ে হয়ে তুই এই কথাটা কী করে বলতে পারলি ।

তখন আমি অভি মানে রিয়াদ আর সাব্বির মানে আরিশকে ইশারা করলাম আকাশ আর অনিকে এখান থেকে নিয়ে যেতে । ওরা ওদেরকে নিয়ে চলে যায় । আমরা সবাই বাসায় চলে আসি

বাবা মা একেবারে চুপ হয়ে গেছে কারো সাথে কথা বলে না । অনেক বড়সড় শকট খেয়েছে তা বুঝতে পেরেছি । শকট পাওয়ার ই কথা এত বছর যাকে নিজের মেয়ের মতো দেখেছে সেই মেয়ে এতো খারাপ হলো ।
.
.
.
আমি আর অগ্নি বেলকনিতে দাড়িয়ে ছিলাম । অগ্নি কেন দাড়িয়ে আছে আমি জানি না কিন্তু আমি দাড়িয়ে ভাবছি আকাশকে আর অনিকে শাস্তি দেওয়ার কথা ।

“অগ্নি
“হুম বলো
“আমার একটা বাঘ লাগবে কালকের মধ্যে
“কেন কী করবে

আমি অগ্নির দিকে তাকিয়ে রহস্যময় হাসলাম । আমির হাসি দেখে আর কিছু বলল না কিন্তু কিছু একটা বুঝতে পেরেছে যে আমি কী করতে চলছি
.
.
.
পরের দিন
আমি ঘুম থেকে উঠেই বৌ ভাতের আয়োজন করতেছি । অগ্নিও ব্যস্ত হয়ে গেছে কাজে । ইশা আর রিমিকে পার্লার থেকে সাজানোর জন্য মেয়ে এসেছে ।

আমি এই ফাকে অগ্নিকে ডেকে আলাদা জায়গায় নিলাম

“আমি যেইটা আনতে বলছিলাম আনছো ?
অগ্নি আমার কমড় জড়িয়ে আমাকে কাছে টেনে এনে বলে
“আমার বউ চেয়েছে পাবে না ।
“তাই তো
“তা ডার্ক মাফিয়া গ্রুপের কুইন আপনি কী প্ল্যান করছেন একটু বলবেন প্লীজ
“না বলা যাবে না । যখন সময় হবে দেখতে পাবে ।

বাসার সব কাজ মিটিয়ে আরিশ আর রিয়াদের কাধে বাকিটা ছেড়ে দিয়ে আমি আর অগ্নি গেলাম আমাদের আস্তানায় ।
.
.
.
“মিলি বাঘ দিয়ে গেছে লোকজন

অগ্নি কথায় মিলি ইশারা করে দেখালো । মিলির ইশারা অনুযায়ী তাকালাম । একটা কাচায় ক্ষুধার্ত বাঘ আছে ।

“মিলি ওরা কোথায়
“ঐযে চেয়ারে বাধা আছে
“ওদেরে দুজনকে ঐ ক্ষুধার্ত বাঘের কাচায় ছেড়ে দাও

আমার কথায় আকাশ আর অনি চিত্‍কার করছে কিন্তু মুখে টেপ লাগানোর জন্য শোনা যাচ্ছে না । আমি গিয়ে ওদের মুখের টেপটা খুলে দিলাম

“নিধি প্লীজ আমায় ছেড়ে দে আমি তোর কাজিন

আকাশের কথায় আমি, মিলি আর অগ্নি অট্টহাসিতে ফেটে পড়লাম । তার পর বলতে লাগলাম

“তোকে তো আমি ৩ বছর আগেই আমার কাজিনের তালিকা থেকে বের করে দিছি যখন জানতে পারলাম তুই রেড মাফিয়া গ্রুপের কিং

আমি মিলিকে ইশারা করতেই মিলি আমাদের গ্রুপের লোকদের নির্দেশ দিলো ওরা এসে আকাশ আর অনিকে নিয়ে বাঘের কাচায় ছেড়ে দিল ।

আমি ওদের শেষ হওয়াটা এক নজরে দেখতে লাগলাম । অগ্নির দিকে তাকাতেই অগ্নি আমার দিকে তাকিয়ে বাকা হাসলো

“বাহ্ আমার মতোই চিন্তা ধারা
“এই জন্য ই তো আমরা পারফেক্ট কাপল

আমরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম । মিলি বলে উঠে
“সত্যিই তোমরা পারফেক্ট কাপল

সমাপ্ত
ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ।

1 মন্তব্য

  1. অনেক অনেক সুন্দর হয়েছে গল্পটা ।খুব ভালো লাগলো পরবর্তী গল্প যেন আরো ভালো হয়। আর এইরকম থ্রিলার রোমান্টিক গল্প বরাবরই ভালো লাগে। আরো থ্রিলার গল্প লেখ আমরা তোমার পাশে আছি ধন্যবাদ এত সুন্দর গল্প উপহার দেয়ার জন্য।😊😊

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে