ফাগুন

0
879

ফাগুন
রাজিবুল ইসলাম
—-

ফাল্গুনের প্রথমায়,
হিমেল হাওয়া ছুঁয়ে পাখিদের গান
কলরবে মুগ্ধ পাতা,
বিমুগ্ধ তোমার চাহনিতে যেন বাতায়ন বয়ে যায়।
কোকিলের ডাকে কুহেলিকা ছন্নছাড়া,
চোখ তুলে বেলা লজ্জায় বেসামাল।
তোমারই জন্য বুঝি আজ সূর্য উঠিলো,
কুসুমে লাগিলো দোলা।
পূজারীর হাতে শিউলীর ডালা,
রক্তজবা ব্যস্ত তোমার কানে।
দেখিবার লাগি স্লোগান দিয়েছে তানপুরা
শিশির আগলে বসে আছে দূর্বা ঘাস,
তুমি নরম পায়ে লজ্জা ভাঙবে বলে।
উষ্ণ রোদে গা ভেজাবে বলে
কতদিন ধরে চেয়ে আছে মধ্য দুপুর।
নতুন একটি কবিতা লিখবে বলে
কবিত্বে লেগেছে জোয়ার।
শুকনো মনে তুমি ভেজা সন্ধ্যা
তুমি আলো,
তুমি আঁধারে উজ্জ্বল প্রদীপ,
কোলাহলে তুমি শান্ত মৌন দ্বীপ
তুমি বুকে চাপা আগুন
তুমি ভরা ফাগুন ।
***

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে