জাগো হে নারী

0
712

জাগো হে নারী
___আশা

তোমার পায়ে শিকল
তুমি ভাবছ।
উপহার স্বরূপ সমাজ কর্তৃক এই শিকল।
ভেবেছো কি?এটা যে পরাধীনতার শিকল?
সমাজ তোমায় উপহার দেয় নি!
দিয়েছে তোমায় নিয়ে তিরস্কারের সুযোগ।
নারী তাই কি তুমি নিশ্চুপ?
জাগো হে নারী
সমাজ প্রদত্ত এই শৃঙ্খল,
ভেঙে ফেলো,ভেঙে ফেলো।
মুক্ত করো নিজেকে পরাধীনতার এই শৃঙ্খল থেকে।
এগিয়ে যাও তোমার পথে,
সমাজের ভেংচি পিছু ফিরে দেখোনা।
জাগো হে নারী
পুরুষ জাতি বলুক তোমায় ছলনাময়ী।
কর্ণপাত করো না এই বাণী।
আমি বলবো নারী তুমি রহস্যময়ী।
জাগো হে নারী,জাগো হে নারী।

তারিখঃ০৮-০৩-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে