কবিতার নাম: ছায়া

0
643

কবিতার নাম: ছায়া
লেখা: সামিহা হোসেন শৈলী

মাঝে মাঝে
নিজের ছায়াটাকেও না
বড্ড অচেনা লাগে,
আমি’টাকে আর
আমি লাগে না,
মনে হয় অন্য ‘আমি’,
দুরুদুরু হাওয়ায়
কম্পনরত অগ্নিশিখায়
দোদুল্যমান ছায়ায়
গোলক ধাঁধাঁয়—
পতিত হতে হয় আমায়
শতসহস্রবার, দোষ কি?
চরমস্বার্থপর এই জগতে
আপন ছায়াটা যে
সঙ্গ ছাড়তেও ভাবে না
একটিবার।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে