আস্থা পর্ব-০৭

0
946

#আস্থা

পর্ব ৭

Farzana Akter Mithila

প্রথম ভালবাসা হয়তো কখনো ভোলা যায়না

রায়েদ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছি এখনো ওর এলো মেলো হয়ে যাওয়া চুল গুলো সরিয়ে কপালে ভালোবাসার পরশ দিতেই রায়েদ আমাকে জড়িয়ে ধরে বলল ঘুমন্ত রায়েদ কে এত ভালো লাগে? তাহলে একবারে ঘুমিয়ে যায়

আইরাঃ চুপ একদম এমন কথা বলবে না।তোমাকে সব সময় ভালোলাগে

রায়েদঃ তাহলে আমি জেগে থাকলে কেন আদর করনা হুম শুধু ঘুমালে তুমি নিজে আমার কাছে আসো

আইরা রায়েদ এর কথা শুনে লজ্জা পেয়ে যায়

রায়েদঃ আমার লজ্জাবতী আজ একটু বেশিই লজ্জা পেয়েছে

আইরাঃ তুমি ঘুমাওনি কেন এখনো

রায়েদঃ আমার পাগলি টা কষ্ট পেয়ে জেগে আছে আমি কি করে ঘুমায় বল

আইরাঃ আমি ঘুমায়নি তুমি কি করে বুজলে

রায়েদঃ আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা আমাকে দিয়েছে এই জন্য বুজতে পারি

আইরাঃ হুম সত্যিই তুমি আমাকে অনেক বোঝ

রায়েদঃ চল

আইরাঃ কোথায়

রায়েদঃ #আস্থা আছে আমার উপর??

আইরাঃ নিজের থেকেও বেশি

রায়েদঃ তাহলে চল

আইরাঃ কিন্তু রাইদা??

রায়েদঃ ওর ২ পাশে বালিশ দিয়ে দাও

আইরাঃ আচ্ছা
আইরা রাইদার ২ পাশে বালিশ দিয়ে রায়েদ সাথে যাচ্ছে
রায়েদ আইরা বাসা থেকে বেড়িয়ে রাস্তায় হাটতে শুরু করছে আইরা হাটতে হাটতে রায়েদ এর হাত ধরলো রায়েদ মুচকি হেসে আইরার হাত শক্ত করে ধরল

রায়েদঃ একটা গল্প শুনবে??

আইরাঃ কিসের গল্প বলো শুনবো

রায়েদঃ আমার প্রেম এ পড়ার গল্প

আইরাঃ তুমি প্রেমে পড়েছো?? কার কবে কখন

রায়েদঃ হ্যা আমিও প্রেমে পড়েছিলাম,এখনো পড়ি।
প্রথম প্রেমে পড়েছিলাম আজ থেকে ১৪ বছর আগে

আইরাঃ তার মানে বিয়ের আগেই তুমি কারো প্রেমে পরেছো

রায়েদঃ হ্যা।শুনবে?

আইরাঃ ইন্টারেস্টিং গল্প বলো শুনব

রায়েদঃ গ্রীষ্মের দুপুরে কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম আর তখনি এক তরুণী কে দেখে চোখ আটকে যায় আমার।স্কুল ইউনিফর্ম পড়া কাধে স্কুল ব্যাগ,চুল ২ পাশে বেনী করা কথার সাথে মুক্ত ঝরা হাসি

আইরাঃ তারপর

রায়েদঃ তারপর রোজ তাকে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো সামনে যায়নি

আইরাঃ তারপর

রায়েদঃ তারপর আর কি আমার ভিসা চলে আসল আর আমি চলে গেলাম

আইরাঃ ইশ কি কষ্ট।আর দেখা হলোনা

রায়েদঃ কে বলছে দেখা হইনি

আইরাঃ তুমি তো কানাডা ছিলে তাহলে

রায়েদঃ ফেসবুকে ওর ছবি দেখতাম

আইরাঃ তার ফেসবুক আইডি পেলে কি করে

রায়েদঃ তার ফেসবুক ছিলো না রায়ান এর আইডি তে দেখতাম,আর এখনো তার ছবি দেখি

আইরাঃ মানে তুমি রায়ান এর ফ্রেন্ড তিথি আপুর প্রেমে পড়ে ছিলে?আর এখনো তুমি ওর ছবি লুকিয়ে দেখো😤😤😤😤
বলেই আইরা রায়েদ এর হাত ছেড়ে জোরে হাটতে শুরু করল

রায়েদঃ আরে পুরো টা শুনে যাও

আইরাঃ আর কিছু শুনতে চায় না তোমার প্রেম তিথির কাছে যাও গা

রায়েদঃ এই তিথি কে?? আর আমি তো আমার প্রেমের সামনে দাঁড়িয়ে আছি

আইরাঃমানে তোমার প্রেম এর সামনে মানে

রায়েদঃ হ্যা আইরা আমার প্রথম আর শেষ প্রেম তুমি

আইরাঃ কি বলছো এসব??

রায়েদঃ হুম আইরা আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম।
তোমাকে ছোট থেকেই চিনি জানি কিন্তু সেদিন তুমি যখন স্কুল থেকে বাসায় যাচ্ছিলে তখন তোমাকে দেখে চোখ আটকে যায় রেগুলার তোমাকে দেখার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম কিন্তু তুমি ছোট ছিলে তাই তোমাকে কিছু বলিনি এভাবে কিছু দিন যাওয়ার পরে আমার ভিসা চলে আসে কানাডা যেতে খুব কষ্ট হচ্ছিল এইভেবে তোমাকে আর দেখতে পারবনা কিন্তু রায়ান এর যখন তোমাদের কিছু কিছু পিক আপলোড করতে তখন মনে মনে খুব ধন্যবাদ দিতাম আমি জানতাম তুমি আর রায়ান ফ্রেন্ড ভেবেছিলাম কানাডা থেকে ফিরে তোমাকে প্রপোজ করব টিকেট কেটে বাসায় ফিরে জানতে পারি যে তোমার সাথে রায়ান এর এনগেজমেন্ট সেদিন খুব কেদেছিলাম আর তোমার ছবি গুলো দেখছিলাম কিন্তু বিশ্বাস কর আমি কখনো চায়নি তোমরা আলাদা হও আমি তোমাকে হ্যাপি দেখতে চেয়েছিলাম

আইরা চুপ

রায়েদঃ বাংলাদেশ এ এসে বাসায় গিয়ে যখন সব শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম রায়ান কে সেদিন খুব মেরেছিলাম কিন্তু ও কোন প্রতিবাদ করেনি

আইরাঃ আমাকে এত ভালোবাসেও কখনো আমাকে বলোনি কেন

রায়েদঃ আমি তোমাকে ভালোবেসি তোমাকে হ্যাপি দেখতে চেয়েছি সেটা হোক আমার সাথে বা অন্যের সাথে তোমার মুখের হাসি আমার ভালো থাকার কারন

আইরাঃ আমাকে কখনো নিজের করে নিতে চাওনি কেন

রায়েদঃ ভালোবাসলেই কি তাকে নিজের করে পেতে হবে? আমার কাছে ভালোবাসা মানে এটা নয় যে ভালোবাসাকে পেতেই হবে
ভালোবাসা মানে তো ভালবাসার মানুষকে মুক্ত করে রাখা তার চাওয়া গুলো পূরন করে তার মুখে হাসি ফোটানো

আইরাঃ একই দুনিয়ায় কত রকম মানুষ
কেউ ভালোবেসে ত্যাগ করে কেউ ভালোবেসে ভালো বাসা কেড়ে নেই

রায়েদঃ একটা কথা বলব

আইরাঃ একটা কেন ১০০ টা বল

রায়েদঃ আমি জানি আইরা আজ ও তুমি রায়ান কে ভুলতে পারোনি কিন্তু প্লিজ কখনো আমাকে ছেড়ে যেওনা আইরা

আইরাঃ আমার উপর #আস্থা রেখে দেখো ঠকবে না

রায়েদঃ ভালোবাসি

আইরাঃ বড্ড ভালোবাসি

বলেই আইরা রায়েদ কে জড়িয়ে ধরল রায়েদ ও আইরাকে জড়িয়ে ধরল

রায়েদঃ এই যে মেডাম

আইরাঃ হু

রায়েদঃ এবার বাসায় চল

আইরাঃ আমি আর হাটতে পারবনা না পা ব্যাথা হয়ে গেছে কতদুর চলে এসেছি রাইদা উঠে পরেছে কি না কে জানে

রায়েদ কিছু না বলে আইরা কে কোলে তুলে হাটা শুরু করল

আইরা চুপ করে ভালোবাসা অনুভব করছে
আজ নিজেকে অনেক সব থেকে সুখী লাগছে

চলবে

ভুল গুলো ক্ষমা করবেন ধন্যবাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে