অদ্ভুত ভালোবাসা part 27

0
4863

অদ্ভুত ভালোবাসা part 27
,

ড্রয়িংরুমে গিয়েই নীরার মাথায় বাজ ভেঙে পরলো,,,,,
,
নীরা ভ্রুু কুচকে সোফায় বসা মানুষটির দিকে তাকিয়ে আছে,,, কারন সোফায় বসা মানুষটি হলো নিলয়ের পি,এ আলো,,,, ও আজ শাড়ি পরে খুব সেজে গুজে পরিপাটি হয়ে বসে আছে, ওকে দেখেই নীরার মাথা ঘুরে যায় কারন ওই মেয়েটাকে খুব বেশিই সুন্দর লাগছে আর ওযে সারাদিন নিলয়ের সাথে থাকে মনে করেই নীরার মনে কিছু একটা ঘুরপ্যাঁচ করতে থাকে,,,,, ,
,
তিশা:::: ভাবি ও ভাইয়ের কাছে আসছে,,,
,
নীরা::: এই শাকচুন্নিটা এখানে কি করতে আসছে,,,
,
তিশা:::: তুমি চেনো ওকে?
,
নীরা:::’ (এই শাকচুন্নি তুই এখানে এত্ত সকালে পেত্নীসেজে আমার বর এর কাছে কি করতে এসেছিস শুনি) তুমি এতো সকালে কি করতে?

,
আলো:::জ্বি স্যার কে নিতে এসেছি,,,,
,
নীরা::::( কত্তবড় বেয়াদপ মেয়ে বলে স্যার কে নিতে এসেছে বলি কেনো রে তোর স্যর এর হাত পা নাই ও যেতে পারবে না,,,, ) কোথায় যাবে?
,
আলো:::: জ্বি আস্ট্রেলিয়া থেকে ক্লাইন্ট আসছে স্যার আর আমি উনাদের রিসিভ করতে যাবো,,, স্যার বলেছিলো রেডি হয়ে এখানে আসতে,,,,
,
নীরা::: স্যার তোমায় শাড়ি পরে সেজেগুজে আসতে বলেছে??
,
আলো:::: না মানে,,,,
,
নীরা’:::::: ( সেজে গুজে নাচতে নাচতে এলি আমার বর কে রুপ দেখিয়ে ভুলাতে) শোনো,,,,এত্ত সেজে কখনও,,,,,
,,
কথাটা শেষ করার আগেই নিলয় চলে আসে,,,
,
নিলয়:::: আলো চলে এসেছো,,,,
,
নীরা::::( হ্যা চোখে দেখিস না কোলে তুলে নে,,, রাক্ষস,,, এত্ত ন্যাকামোর কি আছে হ্যা)
,
আলো::: জ্বি,,,, আপনি এখনও রেডি হন নি? দেরি হয়ে যাবে তো,,,
,
নীরা::: ( হ্যা যা যা তুই না এলে যে আমার সাজ নষ্ট হয়ে যাবে,,, তখন আমি আবার গাছপেত্নী হয়ে যাবো,,,, আদিক্ষেতা সব)
,
নিলয়::::: তুমি ১০ মিনিট ওয়েট করো আমি আসতেছি,,,,বাই দা ওয়ে looking very so pretty,,,, (
নীরাকে শুনিয়ে)
,
নীরা:( হ্যা pretty তো লাগবেই, pretty লাগবে, sweety লাগবে, hunny লাগবে,,, কতকিছুই তো লাগবে, আমি তো পুরাতন হয়ে গেছি না,আমায় আর ভালো লাগে না,, লাগবেই না তো ,, রাক্ষস এর তো রাক্ষসনীকেই সুন্দর লাগে তাই না?)
,
নিলয়:::: নীরা আমার নাস্তা রেডি করো না, আমরা বাহিরে খেয়ে নিবো,,,,
,
নীরা:::: ( রাক্ষস, বম্মদৌত্য,গাছ বানর,,,, কত্ত বড় সাহস আমায় নাম ধরে ডাকে,,, আবার এত্ত সাহস বলে কি না ওই শাকচুন্নিটার সাথে বাহিরে নাস্তা করবে,,,গাছ পেত্নী টা তো তাই চায় আমার বড় টাকে নিজের বসে করে ফেলছে,,,, না হলে যে মানুষটা আমায় কখনও নীর পাখি ছারা কথা বলে না, সে আজ আমার নাম ধরে ডাকলো,,,,, তাই তো বলি আমি বলাতেই অফিসে চলে গেলো চুপচাপ,,,এত্ত সুন্দরী পি,এ থাকলে কে অফিসে যায় না,,,,, যাওয়াচ্ছি তোদের আর খাওয়াচ্ছি সুইটি সুইটি ব্রেকফাস্ট) তিশু,,,,, আপুকে নাস্তা দাও জলদি,,,,
,

আলো::: না না আমি এখন কিছু খাবো না,,, স্যার এর সাথে বাহিরে খেয়ে নিবো,,,,
,
নীরা:::( খাওয়াচ্ছি তোকে আমার গুন্ডার সাথ),
,
বলেই নীরা আলোর মুখে স্যনডুইচ ঢুকিয়ে দেয়,,,,
নীরা:::: জলদি খাও,,, কত্তটা রাস্তা যেতে হবে খুদা লেগে যাবে তো,,,,,
,
তিশা এই কান্ড দেখে কিচেনে এসে হেসে মাটিতে গরাগোরি খাচ্ছে
,
নিলয় ওদিকে রেডি হচ্ছে আর মনে মনে হাসছে,,,,
,
> দেখি আমার নীর পাখি আমায় তুমি ভালো না বেসে যাও কই,,,, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো যাতে তুমি আমায় ভালোবাসো, এতো সহজে আমি হার মানছি না,,,, জেনে রেখো তুমি শুধু আমার ,,,,,,
,
নিলয়,বের হবার সময় নীরাকে কোথাও দেখতে পেলো না,,,, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাড়িতে বসে আর আলোকে গাড়িতে বসতে বলে,,,, কিন্তুু আলো গাড়িতে ওঠার আগেই নীরা হুরমুর করে নিলয়ের পাশে বসে দরজা আটকিয়ে দেয়,,,,
,
নিলয়::::: নীর তুমি,,,,,,
,
নীরা::: হ্যা আমি,,,,
,
নিলয়:::: হ্যা আমি মানে,,,,, তুমি কই যাবে?
,
নীরা :::: আমি কোথাও যাবো না,,, এই গাড়িতেই বসে থাকবো ,,, আমি আপনাকে একদম জ্বালাবো না,, আমায় নামিয়ে দিয়েন না,,,, প্লিজ,,,,
,
নিলয়( মনে মনে হাসছে),,, ::: ঠিক আছে নীর,,
,
আলো::: স্যার আমি কোথায় বসবো,,,,
,
নীরা:::: এখানে বসো না,,,আমাদের পাশে এখানে তোমার জায়গা হবে,,,
,
নীরা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিলো
,,,নিলয় চুপটাপ নীরার কান্ড দেখছে,,, আলো উঠে নীরার পাশে বসে পরলো,,,, নীরা একটা বক্স বের করে কিছু খাবার হাতে তুলে নিলয়ে খাইতে বললো,,,
,
নিলয়:::: আরে খাবার আনলে কেনো ওরে রেখে কেমনে খাই?
,,
নীরা::::( হ্যা তা তো খেতেই পারবিনা,,, তোর পেয়ারে সুন্দরী পি,এ বলে কথা না,,,)
,

আলো :::: না স্যার আমি খেয়েছি,, ম্যাম আমায় নিজের হাতে খাইয়ে দিছে,,,,
,
নিলয়:::: তাই নাকি? আমি তো অবাক হয়ে,,,,,,
,
কথাটা শেষ করে না, কারন নীরা নিলয়ের মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে যদি একবার রাগে তো অবস্থা খারাপ করবে,,,, নিলয় চুপটাপ খেতে থাকে,,,,
,
নিলয়::::( এতই ভয় তোমার আমাকে নিয়ে,যে অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেসতে শুদ্ধ দিচ্ছো না,,ভালোবাসো আমায় তাই না,বুঝি তো আমি)
আর খাবোনা তো,,,,
,
নীরার চোখ রাঙানিতে,,,,,
,
খাবো তো আরো খাবো দাও,,,,
,
আলো মিটমিট করে হাসছে,,,, আর নীরা নিলয়কে ফুল পেট খাইয়ে দেয়,,,নিলয় চুপটাপ খেয়ে নেয়,,,
,
নীরা::::( দেখি এবার ওই পেত্নী টার সাথে কি করে সুইটি সুইটি নাস্তা করো,,, হু,,,, আমার না ও নীরা,,,, আমার গুন্ডাটার ওপর কারো নজর লাগতে দিবো না,,, দেখি কোন শাকচুন্নি কি করে,,,, ঝাড়ু দিয়ে মেরে শাকচুন্নিগুলোর মুখ চ্যাপ্টা করে দিবো,,,,)
,
,
গৌন্তব্য স্থানে গিয়ে নিলয় নীরাকে বের হতে বলে,,, কিন্তুু নীরা বের হয় না,,, বাধ্য হয়ে পরে ও আর আলো চলে যায় আর নীরা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পরে,,,,,
,ঘুম ভেঙে নীরা দেখে ওর মাথাটি নিলয়ের কোলে রেখে গাড়ির সিট এ শুয়ে আছে,,,,
,
নিলয়::;; ঘুম হইলো তাহলে আমার পাখিটার,,,,,
,
নীরা উঠতে গেলে নিলয় উঠতে দেয় না,,,,
,
নিলয়::::: থাকোনা নীর পাখি আমার কষ্ট হচ্ছে না,,,,
,
নীরা কিছু না বলেই নিলয়ের কোমড় জরিয়ে কোলে মাথা রেখে গুটিশুটি মেরে আবার শুয়ে পরলো,,,,
,
নিলয়::::: নীর পাখি,,,,,,
,
নীরা:::: হুম,,,,
,
নিলয়:;;;; একটা কথা বলি?
,
নীরা::: হুম,,,,
,
নিলয়::::: আমি কি এত টাই খারাপ? আমায় কি একটুও ভালোবাসা যায় না,,,,
,
নীরা :::………
,
নিলয়::::; আমি বলছি না তোমার আমাকে ভালো বাসতেই হবে,,, কিন্তুু একটু ভালো কি আমায় বাসা যায় না, এই টুকু যোগ্যতা কি আমার নাই?,,,,,
,
নীরা:…….

পোকা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন =>

 

 

 

 

,
নিলয়:::: আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকার টুকু দিও ,,, এক চুল পরিমান দিও যেটা আকরে ধরে আমি খুসিতে মরতে পারবো,,,, ,
,
নিলয়ের এই মরার কথা শুনে নীরা রেগে যায়,,,, ধুম করে উঠে নিলয়ের থেকে দুরে সরে গিয়ে বসে,,,.
,
নিলয়:::;; নীর পাখি আর একটা কথা বলি????
,
নীরা::::…..
,
নিলয়::::: তুমি এখনও তোমার ওই প্রেমিক কে ভুলতে পারো নি,,,?
,নিলয় জানে নীরার কোনো প্রেমিক নাই নীরা সেদিন ওরে মিথ্যা বলেছিলো,,,, নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যা তা বের করতে নিলয় একথা বলে,,,, নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে,,,
,
নীরা:::::(
এতোদিন আছি তোমার কাছে আছি আমার কোন কাজের জন্য তুমি সত্তি সত্তি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে? সেদিন যা বলছিলাম মিথ্যা বলছিলাম,তোমার থেকে বাচার জন্য,,,, এই ভালোবাসো আমায় তুমি,,, আমাকে চিনতেই পারলে না,,,)
,
নিলয়:::: কি হলো কি ভাবছো???
,
নীরা :::: না ভুলবো কি করে বলেন ৩ বছরের সম্পর্ক, কত সৃতি আমাদের,,, কতো যায়গায় ঘুরেছি সেসব কি ভোলা যায়,,, তার থেকে বড় কথা ওর আর আমার একসাথে কাটানো রাত গুলার সৃতি কখনই ভুলতে পারি না যানেন,, ( খুব শান্ত গলায় নীরা কথা গুলা নিলয়কে বলে)
,
আর নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়,,,, রাগে চোখ দুটো জলজল করে আগুনের মতো,,,,নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়,,,,
,
নিলয়:::; ভাইয়া গাড়িটা আমার বাংলোতে নিয়ে চলেন,,,,
,
নিলয়ের কথা শুনেই নীরা ভয়ে শেষ, কারন ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় আজ কিছু একটা করবেই,,,,
,
গাড়ি বাসার সামনে নামতেই নিলয় নেমে পরে,,, নীরাও নেমে পরে,,,,
,
নিলয় নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার ওপর ধপ করে বসিয়ে দেয়,,,,
,
নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পরে,,,, তারপর খুব শান্ত গলায় বলে,,,,
,
নিলয়:::: তখন কি যেনো বলছিলে নীর পাখি আবার বলো তো,,,
,
নীরা ভয়ে চুপসে গেছে,,,
,
নিলয় এবার চিল্লিয়ে ওঠে,,,,
,
সাহস কি করে হয় তোমার,,, আমার সামনে বসে তুমি বলো অন্য কারো সাথে তুমি রাত কাটিয়েছো…. কি মনে হয় তোমার নিলয় দুদিন চুপ করে আছে জন্য কথা বলা ভুলে গেছে? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিবো,,,, চিনো আমারে?
,
আবার কখনও যদি এসমস্ত কথা আমার সামনে বলো,,,, আমি বলেছিনা তোমাকে একজন কেনো একশজনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই ,,,,একশজন তোমায় রেপ করলেও আমি তোমাকেই ভালোবাসি,,,,

এক কথায় আমার তোমাকেই চাই,,,,I just want to you,,,,

,
নিলয়ের প্রতিটি কথায় নীরা কেপে কেপে উঠছে,,,,
,
নিলয় নীরার মুখের কাছে মুখ নিয়ে বলে,,,,
,তুমি খুব ভালো করেই জানো নিলয় রাগলে ঠিক কি করতে পারে,,,, এতো বড় মিথ্যা কথা বলার সাহস কি করে হয় তোমার?
,
নীরা:::: s,,,,,,,,,,o,,,,,r,,,,,r,,,,,,y
,

নিলয়::;;; my foot your sorry,,,, last worning to you এ ধরনের কথা আর একবার ভুলেও মুখ থেকে বের করছো তো মরেছো,,,,,
,
ধুম করে রুম থেকে বের হয়ে যায়,,,, নীরা তখনই ঠাস করে বিছানায় গা এলিয়ে দেয়,,,,
,
হঠাৎ ই নিলয় এসে নীরার ওপর উঠে নীরার ঠোটে নিজের ঠোট ডুবিয়ে দেয়,,,,, পাগলের মতো কিস করতে থাকে নীরাকে,,, নীরা একহাতে নিলয়ের শার্ট এর কলার চেপে ধরে আর এক হাতে বিছানার চাদর মুঠো করে খামচে ধরে,,,,,,, নিলয়ের কোনো হুস নাই ও নীরাকে আদর করেই যাচ্ছে,,,,, নীরা কোনো বাধা দিচ্ছে না,,,, হঠাৎই নিলয় নীরার ওপর থেকে উঠে পরে,,,,, নীরা নিজেকে ঠিক করে নেয়,,,, নিলয় আচমকাই নীরাকে কোলে তুলে নেয়,,,,তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেয়,,,,, নিলয় নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায়,চলে আসে,,,,, নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার মধ্যে চলে আসে,,,,
,
তিশা::::: কি গো ভাবি কেমন কাটলো আজ?
,
নীরা:::: ভালো,,,
,
তিশা:::: শুধুই ভালো নাকি অন্যকিছু?
,
নীরা;;:;;; মার কয়টা খেলে তোমার চলবে বলো তো,,,
,

তিশা :::; আপাতত একটাও না,,,,,
,
,
,রাতে নিলয় রুমে ঢুকে দেখে নীরা সোফায় গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে,,, নীরাকে সোফায় ঘুমাতে দেখে নিলয়ের খুব রাগ উঠে যায়,,,, হাত ধরে হেচকা টানে নীরার উঠিয়ে বসিয়ে দেয়,,,,,
,
নিলয়’ ::::: এখানে ঘুমাচ্ছো কেনো? বিছানায় কি হইছে???
,
নীরা;::;; কিছুনা এমনিতেই,,,,
,
নিলয় :;:: তারাতারি বিছানায় এসো,,,,
,
নীরা::: না আমি এখানেই ঠিক আছি,,,
,
বলেই নীরা আবার ঘুমিয়ে পরলো,,,, নিলয় এটা দেখে নীরাকে কোলে তুলে নেয়,,,,
,
নীরা::;; আরে,,,আরে করছেন কি?
,
নিলয়;:; চুপ্
,
নিলয় নীরাকে বিছ্নায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টোদিক ঘুরে নীরার আর এক হাত টেনে নিজেকে জরিয়ে নিয়ে ঘুমিয়ে পরে,,,,,
,
নীরা:::( এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার ওপর আর জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছারাই শুয়ে পরবে)
,
নিলয় নীরার আর এক হাত টা বুকের সাথে জরিয়ে ধরে ঘুমিয়ে পরলো,,,,

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন  ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে