The_Villain_Lover
Part_6
#Writer:#Tisha_Islam_Nabila
তিশা শুভ বলে চিৎকার করলো….শুভ আস্তে উঠে বসে….নিজের হাত চেপে ধরলো….কারন গুলিটা শুভ’র বাম হাতে লেগেছে….উঠে বসে তিশা কে জড়িয়ে ধরে বললো..!!
—-বেবী ডোন্ট ওয়ারী আই এম ওকে……
তিশাঃ কোথায় ওকে তুমি??তোমার গুলি লেগেছে চলো….আমরা হসপিটালে যাবো..!!
তিশা শুভ কে ধরে নিয়ে….গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো……
শুভঃ তুমি ড্রাইভ করতে পারো??
তিশাঃ আমার ভাইয়ারা আমাকে সব শিখিয়েছে..!!
শুভঃ কিন্তুু তোমার কি লাইসেন্স আছে??
তিশাঃ তোমার তো আছে……
তিশা আর কথা না বলে….গাড়ি স্টার্ট দিয়ে সোজা হসপিটালে চলে এলো….এরপর শুভ কে নিয়ে ডক্টরের কাছে গেলো..!!
তিশাঃ ডক্টর ওকে দেখুন……
শুভ নিচের দিকে তাকিয়ে আছে..!!
ডক্টরঃ উনি তো…..
তিশা ডক্টর কে থামিয়ে বললো..!!
—-জানি ওকে চেনেন….ও শুভ আহমেদ এবার ট্রিটমেন্ট করুন…..
ডক্টরঃ ইয়াহ সিওর..!!
ডক্টর শুভ কে নিয়ে শুইয়ে দিলো….এরপর গুলি লাগা জায়গার পাশে….একটা ইনজেকশন দিয়ে আস্তে গুলিটা বের করলো….শুভ এক হাত দিয়ে তিশা কে ধরে রেখেছে….আর দাতে দাত চেপে রয়েছে….তিশা বুঝতে পারছে শুভ’র কষ্ট হচ্ছে….তিশা ও শুভ’র হাত ধরলো….ডক্টর গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিলো….সাথে ঔষুধ ও দিয়ে দিলো….ডক্টরের বিল দিয়ে ওরা বেরিয়ে গেলো……
তিশা ড্রাইভ করে শুভ কে নিয়ে….ওর বাড়ির সামনে এলো….শুভ কে নামিয়ে নিজের ড্রাইভার কে ফোন করলো..!!
শুভঃ কাকে ফোন করছো??
তিশাঃ ভাইয়ারা বাড়ি ছিলো না….তাই আমি ড্রাইভার কে নিয়ে আসিনি….তোমার গাড়িতে চলে এলাম গাড়ি আনিনি….ড্রাইভার কে ফোন করে আসতে বললাম….তুমি ভেতরে যাও তুমি সিক আছো……
শুভঃ থাপ্পর চেনো??আমার সাথে ভেতরে চলো..!!
তিশাঃ না অন্যদিন যাবো……
শুভঃ সাট আপ বেবী কাম উইথ মি..!!
তিশাঃ বাট শুভ লিসেন টু মি……
শুভঃ নো মোর দিস টপিক এগেইন..!!
বলে তিশা কে ভেতরে নিয়ে গেলো….তিশা বাড়িটা ঘুরে ঘুরে দেখছে….বিশাল বাড়ি শুভ’দের….বাইরে থেকে যতটা সুন্দর….ভেতর থেকে আরো বেশী সুন্দর….যদিও তিশা’দের বাড়িও বিশাল বড়….তবুও তিশা’র কাছে ভাল লাগছে….এরমাঝে শিরি দিয়ে নিলয় নেমে বললো……
—-আরে ভাবী আপনি??
তিশাঃ জ্বি কেমন আছেন??
নিলয়ঃ আমি আলহামদুলিল্লাহ ভাল আছি….আপনি কেমন আছেন??
তিশাঃ জ্বি আলহামদুলিল্লাহ..!!
শুভঃ নিলয় দাদুভাই কোথায়??
নিলয়ঃ ওইতো দাদু আসছে……
শিরি দিয়ে নামতে দেখে বললো….শুভ’র দাদু আসার পর….তিশা গিয়ে ওনাকে সালাম করলো….উনি অনেক খুশি হলো….তিশা কে দোয়া করলো….শুভ’র হাতে ব্যান্ডেজ দেখে নিলয় বললো..!!
—-এই তোর হাতে কি হয়েছে??
শুভঃ কিছুনা কেটে গিয়েছে……
তিশাঃ কিন্তুু তোমার হাতে তো..!!
শুভ রাগী দৃষ্টিতে তাকালো….তিশা আর কিছু বললো না….তিশা শুভ’র দাদুভাইয়ের সাথে কথা বলছে….এরমাঝে ড্রাইভার এলো….তাই তিশা চলে গেলো….শুভ ও নিজের রুমে চলে এলো……
.
.
.
.
.
.
রাতে শুভ তিশা’র সাথে কথা বললো….তিশা ঘুমানোর পরই সম্রাট এলো….তিশা কে ছেলেদের সাথে মিশতে মানা করলো….এভাবেই কেটে গেলো ১মাস….কখনো সম্রাট তো কখনো অজানা আসে….কিন্তুু তিশা তো শুভ কে ভালবাসে….কলেজে ক্লাস শেষ করে শুভ আর তিশা….প্রতিদিনের মতো ঘুরতে গেলো….তিশা শুভ’র ঘাড়ে মাথা দিয়ে আছে….তিশা’র একটা হাত শুভ’র হাতের মাঝে….এই পথেই অভি যাচ্ছিলো গাড়ি করে….অভি দুর থেকে সব দেখলো….অভি তো রেগে ফায়ার হয়ে গেলো….গাড়ি থেকে নেমে তিশা’র সামনে দাড়ালো….তিশা নিজের ভাইয়া কে দেখে ঢোক গিলছে….অভি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে….তিশা ভয়ে ভয়ে বললো..!!
—-ভা ভাইয়া আ আসলে আ আ আমি……
অভিঃ জাস্ট সাট আপ বোন..!!
তিশা চুপ হয়ে গেলো….অভি একবার শুভ কে দেখে….তিশা’র হাত ধরে নিয়ে গেলো….তিশা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে….অভি তিশা কে নিয়ে বাড়ি এসে….সবাই কে ডেকে বললো……
—-মাম্মা তোমার মেয়ে….কলেজে না গিয়ে ঘুরতে যায়….তাও আবার ছেলেদের সাথে..!!
তিশা মাথা নিচু করে দাড়িয়ে আছে….সবাই অবাক হলো নীল বললো……
—-ভাইয়া এসব কি বলছো??
অভিঃ ঠিকই বলছি আমি নিজে দেখেছি..!!
অভি সবটা বললো সব শুনে….আবির রেগে বলে উঠলো……
—-মিষ্টি এসব কি শুনছি??
নীলঃ মিষ্টি কলিজা এসব সত্যি??
তিশা আমতা আমতা করে বললো..!!
—-ওর নাম শুভ আহমেদ….আমি ওকে ভা ভালবাসি…..
আরশাল চৌধুরীঃ তিশা কি বলছো তুমি??
তিশাঃ হ্যা পাপা ভালবাসি শুভ কে..!!
নীল দাতে দাত চেপে বললো……
—-নিজের রুমে যাও..!!
তিশাঃ ভাইয়া আমার কথা শোনো…….
নীলঃ রুমে যেতে বলেছি..!!
চিৎকার করে বললো….তিশা এক দৌড়ে রুমে চলে এলো….রুমে এসে কান্না করে শুভ কে ফোন দিলো…….
—-বেবী তুমি ঠিক আছো??
শুভ’র গলার আওয়াজ পেয়ে….তিশা কান্না বাড়িয়ে বললো..!!
—-শুভ সবাই জেনে গিয়েছে….এবার কি হবে??
শুভঃ ডোন্ট ওয়ারী কিছু হবেনা……
শুভ তিশা কে বোঝালো….পরেরদিন গিয়ে রাতে অভি, নীল, আবির….তিশা’র রুমে এলো অভি বললো..!!
—-মনে আছে তোমার??সেদিন কি বলেছিলে??
তিশা মনে করতে না পেরে বললো, কি??
নীলঃ তুমি আমাদের কিছু দিতে চেয়েছিলে….আমরা নেইনি বলে রাগ করেছিলে….তখন আমরা বলেছিলাম যখন চাই তখন দিয়ো……
তিশাঃ হ্যা বলো কি চাও??আমি এখনো দেবো..!!
আবিরঃ প্রমিস তো মিষ্টি??
তিশাঃ প্রমিস ভাইয়া……
অভিঃ আমরা তোমার বিয়ে ঠিক করেছি….আমরা চাই তুমি এই বিয়ে করো..!!
তিশা স্তব্ধ হয়ে গিয়েছে….কাঁপা কাঁপা গলায় বললো…..
—-কা কার সাথে??
নীল মুচকি হেসে বললো..!!
—-তোমার শুভ’র সাথে……
তিশা নিজের কান কে বিশ্বাস করতে পারছে না….খুশি হয়েছে অনেক কিন্তুু লাফাতে পারছে না….ওদের জড়িয়ে ধরে বললো..!!
—-তোমরা খুব ভাল….তোমাদের এত্তগুলো থ্যাংস…..
আবিরঃ পাগলী বোন..!!
নীলঃ তোমার খুশিই আমাদের সব……
অভিঃ তুমি আমাদের কলিজা….তোমাকে কি করে কাঁদাবো??
তিশা ওরা যাওয়ার পরই শুভ কে ফোন করলো..!!
#To_Be_Continued….♣♣
[পার্টটা হয়তো অগোছালো হয়েছে….তার জন্য সরি বলে নিচ্ছি….একচুয়েলি গতকাল রাত থেকে আমার জ্বর….এই আইডিও লকড হয়েছিলো সকালে….এটা নিয়ে আরো বেশী অসুস্থ হয়ে গিয়েছিলাম….বাট আলহামদুলিল্লাহ আইডি ঠিক হয়েছে….আসলে এটাই বলার ছিলো….জ্বর সারলে গল্প পাবেন জ্বর নিয়ে লেখতে পারছি না….]