Devil love part-18
#writer_kabbo_Mahmud
,
সকালে,,
,
তানিশা ঘুম ঘুম চোখে অনুভব করে কেউ তার গলাই নরম কিছুর স্পর্শ করছে কিন্ত সেই স্পর্শটা যেন তার খুব চেনা আর খুব ভালো লাগা কাজ করছে,
গলাই থেকে তার থুতনিতে কিস করে ধীরে ধীরে গালে এসে একটা কামড় এর মতো করে কিস করে
আর তারপর তানিশার চোখ মেলে তাকাই,
আর তাকানোর পরই সে বড় ধরনের শক্ খাই,
,
–তানিশা সামনে তাকিয়ে দেখে কাব্য তার দিকে কেমন নেশার ঘোরে তাকিয়ে আছে,আর কাব্যকে এভাবে তার রুমে দেখে সে ভয় পেয়ে যাই, আর তখনই জোরে চিল্লিয়ে কিছু বলতে যাবে কিন্ত বলতে না দিয়ে
,
কাব্য তার মুখ চেপে ধরে তারপর
,
কাব্যঃ হুসস্ চুপ একদম চুপ
,
তানিশাঃ (হাত জোর করে সরিয়ে দিয়ে) আপনি এখানে?? তাও আবার এই সকালে ?কী করছেন? আর আপনাকে আসতে দিল কে??আপনার না আমার সাথে বিয়ে বন্ধ করে দিয়েছে??
,
কাব্যঃ (কাব্য তানিশার কথার কোন উত্তর না দিয়ে) এখন কোন প্রশ্নের উত্তর দেব না””শুধু মন ভরে তোমাই আদর করব,
,
তানিশাঃ দেখুন ভালো হচ্ছে না কিন্ত বলে দিলাম,আর আমি কিন্ত চিল্লিয়ে সবাইকে ডাকব??
,
কাব্যঃ ডাক,সবাই এসে দেখবে তুমি আমার সাথে এসব করছ আর তারপর তোমারই সমস্যা,
,
তানিশাঃ তারমানে আপনি কাউকে কিছু না বলে এখানে এসেছেন????
,
কাব্যঃ হুম,,এবার আমি যা করব চুপচাপ দেখ,
,
–বলেই তানিশার ঠোঁট এর দিকে ধীরেধীরে এগিয়ে আসতে লাগল আর তানিশা চোখ বন্ধ করে কাপঁছে, যখনই কাব্য তানিশার ঠোঁট এর সাথে এক করতে যাবে তখনই
,
তানিশাঃ নায়ায়ায়ায়ায়ায়া এটা সম্ভব নায়ায়ায়া(চিল্লিয়ে জোরে নিস্বাস নিয়ে তানিশা ঘুম থেকে উঠে পড়ল)
,
হ্যা এতক্ষণ তানিশা কাব্যকে সপ্নতে দেখছিল
,
তানিশাঃ এটা কী হতে যাচ্ছিল আমার সাথে? ওই বেটা খচ্চর কোথাকার আমাকে এভাবে?ছিঃ ছিঃ তানিশা?? তারমানে এটা সপ্ন ছিল? কী কপাল আমার(কপালে হাত দিয়ে) এটা জীবনেও সত্য যেন না হয়–
,
তানিশা নিজেকে হালকা করে, তারপর ফ্রেশ হয়ে, সকল চিন্তা-ভাবনা পেছনে ফেলে নিচে আসল
(আজকের সকালটা অন্যরকমই হবে)
নিচে এসে দেখে তার মা রান্নারুমে কাজ করছে,
(যে ছেলে মেয়েই হোক বাসাই কাজের লোক থাকার সত্তেও খাবারটা কিন্ত মার হাতের হওয়া চাই) তানিশা আনন্দ মাখা মুখ নিয়ে তার মার কাছে।যেয়ে
,
তানিশাঃ মানুনিইইইইইগোওওওওও ও মামুনিইইইইই(তানিশা তার মাকে জড়িয়ে ধরে তুলে ফেলেছে, আর ঘুরাচ্ছে)
,
মাঃ আরে আরে হচ্ছেটা কী এভাবে পড়ে যাব তো সকাল সকাল কী হয়েছে যে আমার মেয়ে এতো খুশি আজ(হাসতে হাসতে)
,
তানিশাঃ মানুনিই আজ আমি সব থেকে খুশি গো i am sososo happy উম্মম্মম্মম্মমা(তার মার গালে একটি হামি দিয়ে?)
,
মাঃ বাব্বাহ আজ আমার মেয়েটা এতো খুশী, তা কী হয়েছে যে মেয়েটা আমার এতো সকালে ঘুম থেকে উঠেছে?এতো আনন্দ মাখা মুখ নিয়ে?
,
তানিশাঃ মা জানো কী হয়েছে??
,
মাঃ কী হয়েছে??
,
তানিশাঃ মা আমি কাল রাতে তার সাথে কথা বলেছি ??
,
মাঃ কার সাথে???
,
তানিশাঃ ওইযে তার সাথে!!
,
মাঃ হুম জানিতো তার সাথে কিন্ত নাম কী তার??
,
তানিশাঃ ওইযে বলেছিলাম না??
,
মাঃ কী বলেছিলে??
তানিশাঃ দূর তুমিও দেখছি একটুও বুঝ না!!
,
মাঃ আচ্ছা ঠিক আছে এবার শুধু এটুকু বল যে তার নামটা কী??
,
তানিশাঃ কাব্য(অভিমানী সুরে)
,
মাঃ কীহহহ??
,
তানিশাঃ জ্বী,
,
মাঃ তুই আমাদের জামাই এর সাথে কথা বলেছস??
,
তানিশাঃ তোমাদের জামাই মানে??
,
মাঃ না মানে (থতমত খেয়ে)
,
তানিশাঃ না মানে কী??কী লুকানো হচ্ছে আমার সাথে??
,
মাঃ কী লুকাব আবার আমাদের জামাই মানে আমাদেরই তো জামাই, বারে তোর সাথে কী কথা বলেছিল তো বাবা??
,
তানিশাঃ কী বলেছিল??(না জানার ভঙিতে)
,
মাঃ ভুলে গেলি? বলেছিল যদি তার সাথে কোন কথা হয় বা দেখা হয় তুই তাকে তোর বাবার সামনে নিয়ে এসে দিবি তাহলে তোদের বিয়ে ঠিক করে দেবে,,তাহলে যখন তুই তাকে পেয়েই গিয়েছিস তাহলে সে এখন আমাদের জামাই হচ্ছে না?? (বেচারি হাফ্ ছেড়ে বাচল?)
,
তানিশাঃ ওহ্ তাইতো(আনন্দের হাসি দিয়ে) মামুনিইইই তুমি সব চেয়ে বেস্ট উম্মম্মম্মা মনে করে দেওয়ার জন্য?
জানো আজ কারা আসবে??
,
মাঃ কারা??
,
তানিশাঃ আজ তারা আমাই দেখতে আসবে??
,
মাঃ এই আমি এতসব বুঝছি না, তুই পরিষ্কার করে বল!!
,
তানিশাঃ মা আজ তোমার জামাই এর পরিবার থেকে তার বাবা-মা তারা আসছে??
,
মাঃ কীহহহহহহ্
,
তানিশাঃ হ্যা “””” কেন? তুমি খুশী নও?
,
মাঃ খুশী নই মানে খুব খুশী, কিন্ত এটা আগে বলতে পারলে না? এখন কী করব বলো? তাদের জন্য সব কিছু ব্যাবস্থা করতে হবে না??
,
তানিশাঃ কী করবে এখন??
,
মাঃ আল্লাহ গো আমার এই মেয়ের বোঝার বয়সটা দাও?
,
তানিশাঃ কী বললে আমি বুঝি না??
,
মাঃ হুম আমার মেয়ে তো সব বোঝে কিন্ত এটা বুঝছে না যে তার হবু বর এর বাসাই থেকে লোক আসলে তাদের আপ্যায়ন এর ব্যাবস্থা করতে হবে
,
তানিশাঃ মা???
,
মাঃ হুম
,
তানিশাঃ মাাাা তাড়াতাড়ি করো (চিল্লিয়ে) তোমার মেয়ের আসলেই কোন বুদ্ধি নেই ? কিচ্ছু বোঝে না,,যা করার তুমিই করো (তাড়াহুড়ো করে)
,
মাঃ আরে আরে তুই কী করছিস??এখন এখান থেকে যা,, যা করার আমি আর লাবনি আছে সে করবে (কাজের মেয়েটি) আমরা দুজনেই সব করে নিতে পারব তুই যা রেডি হয়ে নে আর তাদের সাথে খবর নে কখন আসবে?
,
তানিশাঃ আচ্ছা মা যাচ্ছি(তাড়াতাড়ি চলে গেল,,মনে হচ্ছে সকল কিছু তাকেই করতে হবে,?)
,
মাঃ তুমি তো জানো না মানুনিই যে আজ তোমাকে কে দেখতে আসছে আমরা সব জানি তাই সব কিছু রেডি করছি?,(মনে মনে)
,
–তানিশা সোজা রুমে যেয়ে
,
তানিশাঃ হাই হাই এখন কী করব?? বেটা বজ্জাত এর হাড্ডি, উল্লুক এর ফালুদা আমাকে তো এই বিষয় এ কিছু বল্ল না(ঝটপট মোবাইল হাতে নিয়ে অনলাইনে গেল)
,
–তার সাথে শুরু হয়ে গেল হাজারো notification এর সাউন্ড,
,
তানিশাঃ এই অকর্মার দল গুলোর কী কাজ নেই আমার গল্প নিয়ে পড়ে থাকে সারাদিন,,প্রায় দুই মিনিট মোবাইল হাতের উপরে ধরে রেখে সকল দৃশ্য দেখল,এসএমএস আসতে আছে আসতেই আছে?,
যখন আর বেশি কিছু আসতে লাগল না তখন তানিশা দ্রুত কাব্যর ম্যাসেজ অপশনে যেয়ে কাব্যকে একটি এসএমএস পাঠাই,
,
তানিশাঃ hi……
,
তানিশাঃ উফঃ যা বাচা বাচলাম, যদি বেটা ক্যাবলাকান্ত, উলূক পেঁচা, পাগলছাগল, তোকে আমি ঠিক মতো বোঝাব এই তানিশা কী জিনিস একবার বিয়েটা হোক তারপর তোর লাইফে আমি ঝর তুলে দেব যেমনটা আমার সাথে হয়েছে(রেগে গিয়ে) কিন্ত? এ আবার ওই ডেভিল এর মতো হবে না তো?(ভয় পেয়ে) হুর আগে সব হয়ে যাক বিয়ের পর সব ঠিক করে দেব ??
,
তানিশঃ এই বেটা রিপ্লাই দেই না কেন?? কার সাথে এসএমএস করছে
,
–আবার hi. লিখে পাঠাল,
,
–কিছুক্ষন পর কাব্য এসএমএস সিন করে তানিশাকে রিপ্লাই দেই
,
কাব্যঃ good morning tanisha ঘুম কেমন হলো??
(আমি জানি মিসেস হবু তানিশা মাহমুদ তুমি ঠিক কিছু না কিছু জানার জন্য এসএমএস দেবে তাই আমিও অপেক্ষায় ছিলাম?)
,
তানিশাঃ (ওরে উল্লুক এর ভাল্লুক তোকে আমি কাচাঁ চিবিয়ে খাব,,,মনে মনে) না মানে একটু কথা ছিল আর কী?
,
কাব্যঃ কী কথা??
,
তানিশাঃ আরে ভুলে গেলেন?? আজকে না আপনাদের বাসাই থেকে লোক আসবে বলেছিলেন তো কখন আসবে তারা??
,
কাব্যঃ আরে তুমি এটা seriously নিয়ে নিয়েছ??
,
তানিশাঃ মানে???
,
কাব্যঃ আমি তো এটা মজা করে বলেছিলাম?
,
তানিশাঃ এখন মজা শুনার জন্য প্রস্তুত নেই, জলদি বলুন
,
কাব্যঃ আচ্ছা বেশ আমি আমার মা+বাবা কে পাঠিয়ে দিচ্ছি তোমার সাথে আমার engaged তারাই কমপ্লিট করে আসবে?
,
তানিশাঃ তারা মানে?? আপনিই আসবেন না??,
,
কাব্যঃ স্যরি গো আমি এখন বাসার বাইরে আছি বিজনেস এর কাজে,
,
তানিশাঃ ওহ্ আচ্ছা তাহলে আপনিই এসে নাহয় করা যাক এসব??
,
কাব্যঃ না না একদমই না আমি আজই তোমার সাথে engaged complete করতে চাই আমি না থাকলে কী বাবা+মা যেয়ে একবারে বিয়ের দিন সহ কমপ্লিট করে আসবে! কী বলো??
,
তানিশাঃ বাহ্ আমার বর এর মাথাই কী সুন্দর বুদ্ধি??আমি তো এমনিই একটি পাগল কে চেয়েছলাম যে আমার সব কথা বুঝবে আর রাখবে
,
কাব্যঃ কী হলো??
,
তানিশাঃ না কিছু না আচ্ছা আপনিই পাঠিয়ে দিন তাদের
,
কাব্যঃ হুম ঠিম আছে তারা ঠিল দুপুর ১১টাই পৌছে যাবে
,
তানিশাঃ সত্যি??,
,
কাব্যঃ হুম সত্যি (তোমার বিয়ে আমি স্পেশাল ভাবে করাব dear) (মুচকি হাসি দিয়ে)
,
তানিশাঃ আচ্ছা তাহলে এখন আমি আসি??
,
কাব্যঃ আচ্ছা যাও
,
–তানিশা অফলাইনে চলে যেয়ে
সেখান থেকে সোজা নিচে গেল
যেয়ে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছে
আর তার মা রান্নাঘরে,,
,
তানিশাঃ বাবা তুমি জান??(বাবার সামনে এসে)
,
বাবাঃ কী জানব??
,
তানিশাঃ তুমি জান না???মা তুমি বাবাকে কিছু বল নিই??
,
বাবাঃ ওহ হ্যা বলেছে বলেছে, তা কখন আসবে তারা??
,
তানিশাঃ এইতো এখনই রওনা দেবে
,
বাবাঃ হুম আচ্ছা তাহলে তুমি যাও রেডি হয়ে নাও আমরা এদিকে সব কিছু ঠিক করছি
,
তানিশাঃ হুম যাচ্ছি,,, কিন্ত রেডি করিয়ে দেবে কে?
,
বাবাঃ সুমিকে সাথে নাও
,
তানিশাঃ আচ্ছা(বলেই উপরে সুমির রুমে গেল)
,
তানিশাঃ এই সুমি কী করিস আমার লক্ষী বোন????
,
সুমিঃ কে কে??(পেছনে তাকিয়ে) ও মাগোওওওও ভুুুুুুুুুুত,
sorry ভুত্নীইইই (ভয় পেয়ে)
,
তানিশাঃ ওই কী বললি?? আমি কী??
,
সুমিঃ আমিও সেটা বলছি আপনি কে??(পড়ার টেবিলে বসে)
,
তানিশাঃ মজা নিস?? আমি তানিশা তোর বোন?
,
সুমিঃ হুম সেটা বুঝলাম কিন্ত ভূতের মুখে আজ নতুন নাম কারণ কী???
,
তানিশাঃ মানে?? বজ্জাত মেয়ে শাকচুন্নি কোথাকার তারমানে আমি ভূত???( রেগে গিয়ে)
,
সুমিঃ ক্কইই না কিছু না,,,আচ্ছা বলো তো আপু হঠাৎ আমার কথা কেন মনে পড়ল??
,
তানিশাঃ আজ তোর দুলাভাই এর বাসাই থেকে তার বাবা-মা আসবে আমার engaged ও বিয়ের তারিখ ঠিক করতে,,তাই তোকে একটু পরিপাটি করতে হবে?
,
সুমিঃ সত্যি???? দুলাভাই আবার তোকে বিয়ে করবে??,
,
তানিশাঃ হুর, ওই বেটা খচ্চর ডেভিলকে কে বিয়ে করবে! আমি তো আমার বেবি সুইট লেখক কাব্যুলে বিয়ে করব(আনন্দের হেসে)
,
সুমিঃ হুম পরে বুঝবে ঠেলা, কত ধানে কত চাল (বিড়বিড় করে)
,
তানিশাঃ কী বিড়বিড় করছিস???
,
সুমিঃ না কিছু না, আচ্ছা কী করতে হবে বল??
,
তানিশাঃ আমাকে রেডি করিয়ে দে,
,
সুমিঃ আচ্ছা চল!
,
—তারপর সুমি চলে গেল তানিশাকে রেডি করানোর জন্য
চলবে,,,,,
Amar nam o Tanisha.R amio ei golper tanishar moto dustu.kabbo mahmud ami apnar preme pore gechi.ekhn ki korben koren.