তোমার নেশায় আসক্ত ২ পর্ব-১১

0
1643

#তোমার_নেশায়_আসক্ত
#সিজন:2
#পর্ব:11
#Suraiya_Aayat

সানা আজকে কলেজে এসেছে ,,,,,তবে আজ কলেজে এসে আরুকে খুজতেই অনেকটা টাইম পার করে ফেলেছে,,সবজায়গায় খুজেছে তবে পাইনি কোথাও ৷
সানা বাধ্য হয়ে এবার আরুর কাছে ফোন করলো ৷ অন্যদিনের মতো ও আজকে সকালে আর আরুকে ফোন করেনি তার কারণ আরুর উপর কিছুটা হলেও ওর রাগ ছিল আরিশকে নিয়ে মিথ্যা বলার কারনে ৷ সানা জানতো যে আরিশ এরকমটা করতেই পারে না তবুও এক মুহূর্তের জন্য হলেও সন্দেহ হয়েছিল আরিশের উপরে পরে কিন্তু পরে যখন জানতে পারলো যে আরূ যে ছবি গুলো দেখিয়েছে সমস্ত টাই মিথ্যা , তখন আরুর উপর প্রচন্ড রাগ হচ্ছিল ওর ,সেই কারণে আজকে সকালবেলা আর ফোন করেনি….
বাধ্য হয়ে না পেরে বিরক্তি সহকারে ফোনটা হাতে নিয়ে আরূর ফোনে ফোন দিতেই দুইবার থেকে তিনবার রিঙ বাজতেই ফোনটা ধরলো আরূ ৷
আরূ উত্তেজিত হয়ে বলল ,,,,,
__” সামনের দিকে তাকা আমি এখানে ৷”

সানা বুঝতে পারল যে আরূ ম্যাডাম চলে এসেছে আর তাই এখন সেই সংকেত বার্তাই ওকে প্রেরন করছে , আর তার সাথে ওর রিগ্রেটও হচ্ছে এটা ভেবে যে এতখন ধরে রাগ দেখিয়েও শেষে এসে সবটাই বিফলে ৷
বিরক্তি নিয়ে পিছন দিকে ঘুরতেই দেখল আরূ হাত উচিয়ে ওকে ঈশারা করে ডাকছে….

আরারু সাথে একটা মেয়েকেও দেখলো সানা, মেয়েটার হাবভাব , চালচলন দেখে সানার যথেষ্ঠ শান্ত মনে হচ্ছে তবে আরুর সাথে ওর ফ্রেন্ডশিপ কি করে হলো সেটা বুঝতে পারছে না , মানে আরুর সাথে ফ্রেন্ডশিপ হওয়াটা কারো হয়তো কারোর জন্য নেহাতই কাকতালীয়ভাবে ছাড়া আর কখনোই কোনভাবে সম্ভব নয়…..

সানা ওখানেই ঠাই দাঁড়িয়ে রইলো,, আরূর কাছে গিয়ে খোশমেজাজে আলাপচারিতা করার কোন ইচ্ছা ওর নেই, তবে সানা না করলেও আরূ যে করবেই তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ৷

__” এই দেখ এটা আমার নতুন ফ্রেন্ড তিথি ,,,,,৷”

__” হাই , আই এম তিথি ৷”

__” hlw আমি সানা ৷”

__” আরুর থেকে তোমার কথা অনেক শুনেছি, তবে তা শুনে তোমাকে একদমই ওর মতো মনে হয়নি ৷”

__” তোরা কি এখানেই সব গল্প করবি নাকি ক্লাসে গিয়েও কিছু বলবি !”

__” ওকে চল ৷”(তিথি)

__”এই মেয়েটা এত শান্তশিষ্ট আর এ আরূর সাথে যেচে ফ্রেন্ডশিপ করতে গেছে , হোয়াই ? এর মাথায় কি ঘিলু নাই,? তার ছিড়া? এ মেয়ের জীবন ত্্যনাত্্যনা হইয়া যাবে ৷ আল্লাহ তুমি এই মেয়েরে সুবুদ্ধি দিয়ো ৷(সানা মনে মনে )

ওরা ক্লাসে ঢোকার কিছুখন পরই ক্লাস শুরূ হইছে, তাই সানা তিথির সাথে বেশি কথা বলার সুযোগ পাই নাই ৷
টিচার নিজের মতো পড়াচ্ছেন আর সানা তখন সুযোগ পেয়ে ফিসফিস করে তিথিকে বললল,,,,,
__” আচ্ছা তোমার সাথে আরুর ফ্রেন্ডশিপ কিভাবে হলো ৷”

__” ধপ করে ওর পাশে বসে ৷”(তিথি অন্যমনস্ক হয়ে)

__” এটা কেমন কথা !”

__” ওপস সরি, আসলে sirকি পড়াচ্ছিলেন তাই ফলো করছিলাম আরকি , তাই তুমি কি বললা শুনিনাই ৷”

__” ইটস ওকে,,,বাট তোমার সাথে ওই পাগলটার ফ্রেন্ডশিপ হলো কিভাবে ৷”

__” আরে আর বলোনা class এ লেট হয়ে গিয়েছিলাম তাই টিচার আর ক্লাসে এলাও করেননি তাই বাধ্য হয়ে ওর পাশে বসলাম তারপর গল্প শুরূ ৷”

__” তুমি কি যানো ও কেমন ?

__” একদিনের পরিচয়ে এটুকু বুঝেছি যে প্রচুর কথা বলে কিন্ত খুব ভালো মনের মানুষ ৷”

__” ঠিক ই বলেছো বাট মাঝে মাঝে অনেক দুষ্টুমি ও করে ৷ কালকে কি করছে জানো?”

__” কি?”

__” আমার ভাইয়া তার ফ্রেন্ড এর জিএফ র কান্না থামানোর জন্য ওই আপুর কাছে ছিলো আর ও সেই সব পিক নিয়ে আমার আম্মুকে দেখিয়েছে,,,,,আর বলেছে যে ভাইয়ার মতো এত ভালো মানুষ কি করে প্রেম করে? ভাইয়াও অনেক সেয়ানা ব্লা ব্লা,,,,,,,”

__” ওহ আল্লাহ তাহলে কালকের ওই ভাইয়াটা তোমার ভাই?”

__” হমমম,বাট তুমি হঠাৎ এমন বলছো কেন?”

.__” আরে আমি তো দেখলাম যে ও পিকটা তুললো আর আমি আসক করতেই বললল যে দরকারি ৷”

__” এই তোরা দুজন কি এতো বলছিস রে আমাকেও বল ৷”

__” আসলে ও বলছিলো যে আরু খুব ভালো ৷”(তিথি )

__” সত্তি মানে সানা আমারে ভালো বলেছে,ওই হো মে তো খুশিসে নাচুঙগি ৷”

সানা তিথির দিকে বাকা চোখে তাকালো ৷আর তিথিও দাত বার করে করুন সুরে হাসছে🙂৷

কালকে থেকে আরিশের exam তাই সারাদিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা নিয়ে আছে ৷ ওর friend দের কোন হেল্প লাগলে সবাই ওর কাছেই আসে , তবে আজ অব্দি কেউ আরিশের রূমে ঢোকেনি তা একটাই কারন ওরা যানে যে অযিশ কখনো এলাও করবে না ৷ ওদের খুব দেখার ইচ্ছে যে এমন কি আছে আরিশের রূমে যে কারনে ও কাউকে ওর রুযে ঢুকতে দেয় না ৷ তবে এত ইচ্ছা সত্বেও আরিশ চায়না তাই ওরা কখনো আরিশকে জোর করেনি ,তার কারন ওরা যানে যে আরিশ যা কিছু বলে বা করে তা ভেবেচিন্তেই করে ৷

Exam এর শুরূটাই math দিয়ে ৷প্রান্তর একটা math problem সলভ না হওয়াই আরিশে রূমের দরজায় টোকা দিল ৷ সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উওর এলো,,,,
__” ওয়েট,কামিং ৷”

কথাটা শোনামাএই প্রান্তর মুখে একচিলতে হাসি ফুটে উঠলো , আজকে ওর সত্যিই খুব জানতে ইচ্ছা করছে যে আরিশের রুমটায় কি আছে , আর আজকে যদি আরিশের কাছে এটুকু ছোট্ট আবদার করে তাহলে আরিশ কি ওকে ঐই আবদার থেকে বঞচিত করবে ! এসব কল্পনা জল্পনা করতে করতেই আরিশ রূম থেকে বেরিয়ে এলো ৷

__” কিছু বলবি ?”

__” এই math টাই একটু প্রবলেম হচ্ছে ,মিলছে না অনেকখন ধরেই ট্রাই করছি ৷”

__” আরিশ একবার খাতাটাই থাকা প্রশ্নের দিকে চোখ বুলাতেই খাতাটা নিয়ে ফটাফট math টা সলভ করে ফেললল আর খালি মুখে বলছে,,,,এর পর এই হবে তারপর এই আর এরপর এভাবে ব্যাস , ইজি ৷”

__” উই আর নট সেম ব্রো এন্ড দ্য৷টস হোয়াই ইউ আর ক্লাস টপার ৷”

প্রান্তর কথার পরিবর্তে আরিশ কেবল মুচকি হাসলো বরাবরের মতো ৷

__” একটা কথা বলবো আরিশ কিছু মনে করবি না তো ?”
__” কয়টা থাপ্পড় খেলে সোজা হবি বলতো !”

__” হিহি 😁 ৷”

__” দাঁত না বার করে তাড়াতাড়ি বল ৷”

__” তোর রুমটাই আজকে একটু ঢুকতে দিবি মানে কি এমন আছে দেখতাম আরকি 😩😖 ৷”

__” ওকে কাম ৷”

প্রান্তর যেনো আরিশের বলা কথাটা বিশ্বাস হলো না,,,,,অবাক হয়ে বলল ,,,,
__” আর ইউ কিডিং ঊইথ মি ?”

আরিশ রুমের দরজা খুলে দিয়ে বললল,,,,
__” নাউ এন্টার ৷”

সাহেলের যেনো এখনো বিশ্বাস হচ্ছে না তবে কৌতুহলের শেষ নেই রূমটা নিয়ে তাই সুযোগ ও কোনভাবেই ছাড়তে চাইনা ৷ প্রান্ত ধীরপায়ে রূমে ঢুকতেই আরিশ দরজাটা বন্ধ করে দিলো ৷

প্রান্ত রুমের ভিতর ঢুকে চমকে গেলো,,,,,
__” আরিশ এগুলো কি? ”

__” আমার বউ ৷”

__” মানে এই মেয়েটা ! সত্তি নাকি আমি স্বপ্ন দেখছি কোনটা ! আর সারা ঘর জুঁড়ে এতোকিছু , আমি তো কিছুই বুঝতে পারছি না ৷”.

__” ভালোবাসা বুঝিস ! ও হলো তাই ,,,,আমার প্রানভ্রমর, আমার আকাশের জয়ন্ত নক্ষত্র , আমার জোছনা রাতের চাঁদ , যাকে নিজের থেকেও বশি ভালোবাসি আমি ৷ আমার ছোট্ট পাখি ৷”

__” বাট কিভাবে এতকিছু?”

__” রুমে ঢুকতে দিয়েছি এটাই অনেক ,আর বাদবাকিটা পরে বলবো ৷ এগুলো তোর আর আমার সিকরেট ৷ কেউ জানলে তোর খবর আছে ৷”

__” আমি কাউকে বলবো না বাট দোস্ত আমার এখনো বিশ্বাস হচ্ছে না ৷”

__” তুই এখন যা আমার অনেক পড়াশোনা বাকি,,,,,বাট একবার ঢুকতে দিয়েছি বলে বারবার নয় ৷”

__” ওকে 😁 ৷”

প্রান্ত রূম থেকে বেরিয়ে গেল ৷
আরিশ pant এর পকেটে নাত রেখে সামনের ছবিটার দিকে তাকিয়ে বললল ,,,,,,
__” আর বেশিদিন অপেক্ষা করাবোনা নিজেকেও আর তোমাকেও ৷ এই তুমি নামক নেশাটাই তো বারবার পাগল হয়ে যাচ্ছি , আচ্ছা তুমিই বলো এভাবে কি আর থাকা যাই ! #তোমার_নেশায়_যে_আমি_আসক্ত তা কি তুমি জানো না ?”

#চলবে,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে