আচরণ দেখে মেয়েদের চরিত্র নির্বাচন

0
1037

অনেককেই বলে মেয়েদের চরিত্র বোঝা দায়৷ তবে সেগুলো বোঝারও কিছু টেকনিক আছে৷ যা দিয়ে ৯০% চরিত্র বোঝা যায় এমনই কয়েকটি পদ্ধতি শেয়ার করছি৷

> যে মেয়েরা বেশি কথা বলে তারা সাধারণত ফ্রেশ মাইন্ডের হয়৷ এরা সাধারণত নিজের সম্পর্কে কোনকিছু গোপন করে রাখতে পারে না৷ যাকে একটু ভালো লাগে তার সাথে সবকিছু শেয়ার করে ফেলে৷ এদের বিশ্বাস প্রবল৷ এরা ভাবে আমি কাউকে ঠকাবো না তার মানে আমাকেও কেউ ঠকাবে না৷ ঠিক গল্পের কাকের মতো “কাক চোখ বন্ধ করে ভাবে আমি কাউকে দেখছি না তার মানে আমাকে কেউ দেখছে না৷” কিন্তু এদের কাছে যদি আপনি কোন সিক্রেট কিছু বলেন খুন করলেও সে সেকথা কাউকে বলবে না৷ এরা সাধারণত অন্যের উপকার বেশি করে৷ এদের কাছে সাধারণত আপনি ঠকবেন না কিন্তু খুব সহজেই এরা ঠকে যায়৷ তবে জীবন সঙ্গী হিসেবে প্রথম কাতারেই এদের রাখা যায়৷ চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এদের বিয়ে করে সুখী জীবনযাপন করতে পারবেন৷

> রেষ্টুরেন্টে খেতে বসেছেন নিজে অর্ডার না দিয়ে সাথে থাকা সঙ্গীকে অর্ডার করতে বলছে তখন বুঝবেন অন্যের ইচ্ছাকে এরা প্রাধাণ্য দিতে ভালোবাসে৷ অন্যের হাসি মুখ অন্যের ভালোলাগাকে গুরুত্ব দেয়ার মধ্যেই এরা আনন্দ খুঁজে পায়৷ অন্যের সুখে এরা সুখী৷ জীবনসঙ্গী হিসেবে এরাও উত্তম৷

> যেসব মেয়েরা কথায় কথায় অজুহাত দেয় সেসব মেয়েরা সবসময় অন্যের থেকে কিছু লুকিয়ে রাখার তাগিদে থাকে৷ সবসময় যারা ক্রস কোয়েশ্চেন করে তারা সবসময় অন্যকে বিপদে ফেলার তাগিদে থাকে নিজের কোনকিছু কাউকে বলতে চায় না৷ নিজের দোষ ঢাকতে আপনাকে দোষী করতে ওস্তাদ এরা৷ মূলত এসব মেয়েরাই কখন যে কি করবে বোঝা মুশকিল৷

> যেসব মেয়েরা অল্পতেই দোষ না করেও নিজে দোষ স্বীকার করে নেয় ও ক্ষমা চায় বুঝবেন এরা ঝামেলা পছন্দ করে না৷ এদের জীবন সঙ্গী করলে পায়ে পা লাগিয়েও কোনদিন ঝগড়া করতে পারবেন না৷ এদের নীতি একটাই শান্তি শান্তি আর শান্তি৷

> যেসব মেয়েরা কথা কম বলে, মুড নিয়ে থাকে তারা বিপদজনক৷ এদের পেটে বোমা মারলেও কথা বেরুবে না৷ কিন্তু অনেকেই এটাকে ভালো মনে করে এ ধরণের মেয়েদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে৷ আর এসব মেয়েরাই বেশি পরকীয়াতে আসক্ত হয়৷ কারণ এরা কখনোই মন খুলে কিছু বলতে পারে না তাই এদের চাওয়া পাওয়াগুলো অপরপক্ষের অজানাই থেকে যায়৷ সব মেনে নিতে নিতে যখন হাপিয়ে পড়ে তখনই এই দূর্বল পয়েন্টটাকে ধরেই কেউ এদের সাথে সম্পর্ক করে নেয়৷ এসব মেয়েরাও বউ হিসেবে ভালো কিন্তু এদের স্বামীদের উচিত এদের সাথে বেশি কথা বলে মনের ইচ্ছেগুলোকে জেনে তা পূরণ করা তাহলে আর কেউ এটার সুযোগ নিতে পারবে না৷

> কোন মেয়ে যদি কি পড়বে, কি খাবে, কোথায় যাবে সেগুলো প্রিয়জনের কাছে জানতে চায় তবে বুঝবেন প্রিয়জনই তার জীবনের সব৷ এগুলোকে ন্যাকামী ভাববেন না৷ এগুলো প্রিয়জনের প্রতি তার ভরসার বহিঃপ্রকাশ৷ আপনিও তাকে সাধ দিন দেখবেন কত মিষ্টিমধুর সম্পর্ক হবে৷

> যেসব মেয়েরা আপনার টুকটাক সমস্যা, ছোট ছোট পছন্দগুলোকে খেয়াল রাখে, আপনার জম্মদিন কোন মূহুর্ত মনে করিয়ে আপনাকে আনন্দিত করে ভাববেন সে আপনার সব বিষয়ে খেয়াল রাখবে৷ নিজের বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতেই হবে না৷

> যেসব মেয়েরা কথায় কথায় বলে আমার বাবার এই আছে সেই আছে এদের সাথে কখনোই সুখী হবেন না৷ এদের দাম্ভিকতা কখনোই কমবে না৷ এরা কখনোই অল্পতে তুষ্ট হয় না৷ এদের শখ মেটাতে গিয়ে আপনার পথেও বসতে হতে পারে৷ জীবনটাকে ধ্বংস করতে এমন একটা মেয়েই যথেষ্ট৷

> যেসব মেয়েরা অল্পতেই তুষ্ট বা আপনি ছোট কোন উপহার দিলেও সেটাকে কোটিটাকার মনে করে তারমানে এদের চাহিদা কম৷ যেমন চাইবেন তেমন করে চালাতে পারবেন৷

> সবকিছুতে যে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে সে কিংবা দু’জনে মিলে সিদ্ধান্ত নিবে এমন মেয়েকে নিঃসন্দেহে নিজের জীবনসঙ্গী করতে পারেন৷ এরা আপনাকে সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে৷

> যেসব মেয়ে কাজ করার সময় বাসনপত্র খুব জোরে রাখে বেশি শব্দ করে তবে তারা একটু ঝগড়াটে হয়৷ আর যারা নিঃশব্দে কাজ করে তারা নম্র স্বভাবের হয়৷ সংসারে ঝুট ঝামেলা এরা পছন্দ করে না৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে