সত্যি ভালোবাসো পর্ব-১০+১১

0
1173

#সত্যি_ভালোবাসো
#part_10
#writer_Fatema_Khan

তপ্ত দুপুরে বেঘোরে ঘুমিয়ে আছি আমি।হয়তো শরীর দূর্বল তাই এখনো ঘুম থেকে উঠা হয়নি।আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে।তবুও চোখ খুলতে ইচ্ছে করছে না।তার অধরজোড়া আমার কপালে ছোয়ালো।সাথে সাথে আমি চোখ খুলে তার দিকে তাকাই।সে অতি নরম কন্ঠে বললো উঠো ফ্রেশ হয়ে খাবে আসো।আমার খিদে পেয়েছে।আমি কোনো উত্তর দিচ্ছি না তার দিকে তাকিয়ে আছি।ভালোবাসলে যে মানুষ বেহায়া হয়ে যায় তা শুধু বইয়ের পাতায় পড়েছি আজ আমার সাথেও তা হচ্ছে।সে ভ্রু নাচিয়ে বললো-

আরিশঃকি হলো এভাবে তাকিয়ে কি দেখছো?

তাহিয়াঃতোমাকে।

আরিশঃআমি তো তোমারই এভাবে দেখার কি আছে?

তাহিয়াঃজানিনা,কিন্তু তোমাকে শুধু দেখতে ইচ্ছে করে।মনে হয় এটাই হয়তো আমি তোমায় শেষ দেখছি।আমার মনে হয় হারিয়ে ফেলবো তোমায়।

আরিশঃপাগলী একটা যাও এখন তারাতাড়ি করো ঘুরতে যাবে না।আর মাথার কি অবস্থা?

তাহিয়াঃআমি এখনি যাচ্ছি।আর মাথার অবস্থা এখন তো অনেকটাই বেটার।

আরিশঃআচ্ছা যাও এখন আমি ওয়েট করছি।

“আমি ফ্রেশ হতে চলে গেলাম।আরিশ ওয়েট করছে আমার জন্য।প্রায় ৩০মিনিট পর আমি বেরিয়ে আসলাম।তারপর দুইজনে খেয়ে নিলাম।”
_____________________________

“আরিশের দেয়া লাল রঙের শাড়ি পরবো আমি।ব্লাউজ আর পেটিকোট আর উপরে টাওয়েল পরে শাড়ি হাতে নিয়ে দাড়িয়ে আছি।”

তাহিয়াঃআচ্ছা তুমি জানো আমি শাড়ি পরতে পারি না তবে শাড়ি পরতে বললে কেন?এখন কে আমাকে শাড়ি পরিয়ে দিবে?

আরিশঃকেনো আমি পরিয়ে দিবো। আর সুন্দর করে শাড়ি পরিয়ে দিবো দেখে নিও।আচ্ছা এখন টাওয়েলটা সরাও।

তাহিয়াঃতুমি কি পাগল হয়ে গেলে আজ,আমি তোমার সামনে শুধু ব্লাউজ পরে থাকবো।ছিঃ ইম্পসিবল।

“আরিশ নিজেই তাহিয়ার গায়ের থেকে টাওয়েল সরিয়ে নিলো।তাহিয়া তো লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না।আর আরিশ যেনো ঘোর লাগা চোখে তাকিয়ে আছে।আমার হাত থেকে শাড়ি নিয়ে পরানো শুরু করলো।শাড়ি পরানোর সময় তার হাত আমার শরীরে লাগছিলো আর তার ছোয়াতে আমি বারবার কেপে উঠছিলাম।কুচি করার সময় আরিশ নিজের হাতে আমার কুচি গুজে দেয় আমি শরীরে যেনো ছোটখাটো একটা ঘূর্নিঝড় বয়ে গেলো।”

“চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিলাম ব্যাস আমার সাজ কমপ্লিট।”

তাহিয়াঃকেমন লাগছে আমাকে আরিশ?

আরিশঃলাল বাদর লাগছে একদম।এখন চলো।

তাহিয়াঃআমি লাল বাদর,তুমি একাই যাও আমি যাবো না।আমি গেলে সবাই তোমাকে দেখে হাসবে।(ঠোঁট ফুলিয়ে কাদো কাদো ভাব নিয়ে বললাম)

আরিশঃচোখ ফেরানো যাচ্ছে না তোমার থেকে।আমার পবিত্র অন্যায়গুলো করতে ইচ্ছে করছে।

“আমি লজ্জায় লাল নীল হয়ে গেলাম”

তাহিয়াঃহয়েছে হয়েছে এবার চল।

আরিশঃ হুম চলো।

“তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম।সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাত ধরে হাটতে লাগলাম।অন্যরকম অনুভুতি কাজ করছে। মনে হচ্ছে সময়টা থেমে গেলে মন্দ হতো না।দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো।সূর্যাস্ত দেখে আমরা বাইরে থেকে খেয়ে একেবারে হোটেলে আসলাম।”

__________________________❤️

আমি ওয়াশরুমে যাবো চেঞ্জ করতে কিন্তু তার আগেই আরিশ আমার হাত ধরে নিলো।আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলি–

তাহিয়াঃকি হয়েছে?আমি চেঞ্জ করবো তো।

“আরিশ আমার হাত ধরে টান দিতেই আমি তার বুকে গিয়ে পরি, আরিশ আমার কপালে ঠোঁট ছোয়ালে আমি লজ্জায় তার বুকে মাথা লুকাই।আরিশ আমার মাথাটা উঠিয়ে আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে বলে আজ তোমাকে চাই,খুব আপন করে পেতে চাই,জানিনা কি হলো আজ আমার কিন্তু আজ তোমাকে না পেলে যে মরে যাবো সত্যি।”

তাহিয়াঃকি ধরনের কথা আমাকে ছেড়ে কোথাও যাওয়া হচ্ছে না তোমার।

“আরিশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। আমি কাপছি,আমার কম্পমান ঠোঁট জোড়া তাকে আরও টানছে।আমি সরে আসতে চাইলে সে আমার কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো।তার ঠান্ডা হাত আমার উন্মুক্ত কোমরে লাগাতে আরেকদফা কেপে উঠলাম আমি।সে আমার ঠোঁট জোড়া দখল করে নিলো।অনেকক্ষণ পর সে আমার ঠোঁট ছেড়ে দিলো।আমি হাপাতে লাগলাম।তারপর সে গলায় মুখ ডুবালো।ধীরে ধীরে তার ভালোবাসা বাড়তে থাকলো।সে আমাকে কোলে তুলে খাটে নিয়ে গেলো।আমার উপর তার শরীরের ভার ছেড়ে দিলো।রাত যত বাড়লো ভালোবাসাময় অত্যাচার বাড়তে থাকল।”

চলবে,,,,

#সত্যি_ভালোবাসো
#part_11
#writer_Fatema_Khan

আরিশের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে তাহিয়া।আরিশ তার চুলে বিলি কেটে দিচ্ছে আর তাহিয়ার দিকে তাকিয়ে আছে।পরে তার কপালে নিজের ঠোঁট ছুয়ে দেয়।তারপর আরিশও ঘুমিয়ে পরে।

সকালে তাহিয়ার ঘুম ভেঙে যায়,সে তার উপর ভারি কিছু অনুভব করতেই কাল রাতের কথা মনে পড়ে যায়।তাকিয়ে দেখে আরিশ বাচ্চাদের মত মুখটা হালকা খোলা রেখে ঘুমাচ্ছে।তাহিয়া আরিশের মুখটা বন্ধ করে পাশে থাকা আরিশের শার্ট পরে ওয়াশরুমে চলে গেলো।

১ঘন্টা লম্বা শাওয়ার নেয়ার পর তাহিয়া বের হয়ে দেখলো আরিশ এখনো ঘুমিয়ে আছে।তাহিয়া তাকে উঠতে বলে-

তাহিয়াঃআরিশ উঠো, তোমার তো কাজ আছে উঠো।যাবে না?

আরিশ আরমোরা ভেঙে আমার দিকে তাকিয়ে বললো –

আরিশঃআজ যে তোমায় ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না।

তাহিয়াঃআগে কাজ বাকিসব পরে।এবার উঠো।

আরিশঃকই তুমি আমাকে বলবে না যাওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছো।

তাহিয়াঃবুঝতে পারছি এবার তুমি উঠো আর শাওয়ার নিয়ে আসো।

(তাহিয়া জোর করে আরিশকে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিলো)

______________________________

সকাল ৮ঃ০০।

তূর্যঃবাবা তাহিয়া কেমন আছে এখন?ওর সাথে তো কথাও হয় না ভালো করে।

আরমানঃতোমার কাছে সময় আছে নাকি তোমার বোনদের খবর নেয়ার।আমার বিজনেস ছাড়া কি এমন কাজ করো যার জন্য আমাদের কারো সাথে তোমার ভালো করে দেখাও হয় না।

আফসানাঃআহা ছেলেটা খেতে বসেছে তুমি আবার শুরু করে দিলে।

আরমানঃওর একটা পরিবার আছে তাদের জন্যও তার সময় বের করার দরকার।

তূর্যঃআমি চেষ্টা করি নিজেকে ফ্রি রাখার, তা বললে না তাহিয়া এখন কেমন আছে?

আরমানঃভালো আছে।আর ও এখন কক্সবাজারে আছে আরিশের সাথে ঘুরতে গেছে কিছুদিন।

তূর্যঃভালোই হলো কয়েকদিন ঘুরে আসলে ভালো লাগবে।

আরমানঃ হুম।আচ্ছা আমি উঠছি।

তূর্যঃঠিক আছে।

আফসানাঃতুই খা বাবা তোর বাবার কথা শোনে না।উনি তো এমনই।(তূর্যের মাথায় হাত বুলাতে বুলাতে)

__________________________________

রায়হানঃআরিশ কল করেছে?ওদের কি খবর এখন?

নীলিমাঃকরেছিলো,সকালে কল করেছে তাহিয়া ওরা ভালো আছে।

রায়হানঃতোমাকে একটা কথা বলা হয়নি,আমাদের ৭০০ব্যাগ গার্মেন্টস প্রোডাক্ট দুবাই ডেলিভারি হয়েছে তা ওইখানে কাস্টমারদের কাছে খুব পছন্দ হয়েছে।

নীলিমাঃএটা তো খুব ভালো কথা।আরিশ যানে?

রায়হানঃআরিশই আমাকে এই খবরটা দিয়েছিলো।কিন্তু সেদিনই তাহিয়া ছাদ থেকে পরে যাবার ফলে আমার মাথা থেকে বের হয়ে গেছে।

নীলিমাঃতাহিয়া আমাদের আরিশের জন্য খুব লাকি বলো।ও আসার পর থেকেই সব ভালো হচ্ছে।কিন্তু ওকে মারতে কে চায় বলোতো।

রায়হানঃসেটা কিভাবে বলব বলো,কিন্তু খারাপ লাগে এই পিচ্চি মেয়েটারও বুঝি শত্রু আছে।এত সুন্দর একটা মেয়েকে মারতে কারো হাত কাপে না।

নীলিমাঃকি বলবো বল।আচ্ছা তুমি কফি খাবে?

রায়হানঃ হুম মন্দ হয়না।

_________________________________

“আরিশ শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে নিজের চুল হাত দিয়ে ঠিক করছেন।আমি তার দিকে তাকিয়ে আরেকদফা ক্রাশ খেলাম।ওনার শরীরে বিন্দু বিন্দু পানি,চুল থেকে ফোটা ফোটা পানি পরছে।মেয়েরা সদ্য গোসল কিরে আসলে তাদের নাকি রূপবতী লাগে।ছেলেদেরও যে এতটা আকর্ষনীয় লাগতে পারে তা আমার এই মিস্টার অসভ্য নামক বরটাকে না দেখলে যানতেই পারতাম না।

আরিশঃতোমার বর আমি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে,সামনে নিয়ে বসে ভালো করে দেখো।

“আরিশের কথা শুনে লজ্জায় চোখ নিজে থেকেই নিচে নেমে গেলো।ছিঃ কি বেহায়ার মত করছি আমি।নিজের বরের দিকে কেউ এভাবে তাকায়”

আরিশঃকি এত ভাবছো,চল নাস্তা খেয়ে নিবে।

তাহিয়াঃ ঠিক আছে চলো খেয়ে নিই তুমি যাবা কখন যাবে?

আরিশঃএইতো নাস্তা করে বের হয়ে যাবো।

(তারপর দুইজনে নাস্তা করার পর আরিশ তৈরি হয়ে চলে যায়,আর তাহিয়া ফেসবুকে স্ক্রল করতে ব্যাস্ত হয়ে পরে)

_________________________________

১০ঃ৩০ কলেজে,

এই তাহসিন দাড়া।(তাহসিন কিছুটা দূরে ছিলো বলে একটু জোরে ডেকে উঠলো তনিমা)

তাহসিনঃআরে তনিমা,আমি ভাবছিলাম তুই আজ আসবি না।

তনিমাঃআমি তো আসতে চাইনি, কিন্তু আমার হিটলার জামাই জোর করে পাঠিয়ে দিলো।

“তাহসিন এদিক ওদিক চোখ বুলিয়ে তাহিয়াকে খুজে চলছে।”

তনিমাঃকাকে খুজছিস?তাহিয়াকে তাই না।

তাহসিনঃওরে খুজতে যাবো কেনো? ইদানীং তুই একটু বেশি কথা বলিস।আর তাহিয়ার বিয়ে হয়ে গেছে,আমি অনেক খুশি কারণ তাহিয়া সুখে আছে।(বলতে গিয়ে গলা ধরে এলো,চোখের কোণায় পানি জল এসে গেলো তাহসিনের)

তনিমাঃ সত্যি তোর মত কয়জন ভালোবাসতে পারে যে কিনা ভালোবাসার মানুষটিকে খুশি দেখে নিজের কষ্টগুলো ভুলে থাকতে পারে।

তাহসিনঃসেসব বাদ দে,আগে বল তাহিয়া এখন কেমন আছে,ওর শরীর এখন ঠিক আছে তো?

তনিমাঃআগে থেকে বেটার আছে।আর ও আজ দুইদিন হলো কক্সবাজারে আছে।

তাহসিনঃহানিমুনে বুঝি।

তনিমাঃআরে না আরিশের কাজ আছে তাই তাহিয়াকে সাথে নিয়ে গেছে।

তাহসিনঃওহ ভালোই হলো,একটু ঘুরে আসলে ওর মনটাও ফ্রেশ লাগবে।আচ্ছা চল ক্লাসে।

তনিমাঃসেই চল ক্লাসের দেরি হয়ে যাবে।

_________________________________

৫দিন পর,

আজ আমরা ঢাকা চলে আসবো,এই সাতদিন আমরা খুব এনজয় করছি।আজ একটু খারাপ লাগলেও আনন্দও লাগছে।কতদিন পর আবার সবার সাথে দেখা হবে।

আমরা বাসায় এসে পৌছাই রাত ৯ঃ০০ টার দিকে।তারপর আমরা দুইজনে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পরি।খুব ক্লান্ত ছিলাম তাই তারাতাড়ি ঘুম চলে এলো

_______________________________

সকালে ঘুম থেকে উঠে দেখি আরিশ আমার পাশে নেই।ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি আরিশ সেখানেও নেই।তাহলে মনে হয় নিচে গেছে।আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাড়িয়ে নিজের চুল ঠিক করছি।ঠিক সেই সময় নিচে থেকে অনেক শব্দ আমার কানে আসতে লাগলো।কৌতুহল থেকে নিচে নেমে আসি।নেমে আমি যা দেখলাম আমি তা কল্পনাও করি নাই।

চলবে,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে