মেয়ে: আমার ব্রেকআপ লাগবে❓

0
4087

মেয়ে: আমার ব্রেকআপ লাগবে❓
ছেলে: নিয়ে নাও,,,,!!!
মেয়ে: আর কখনও আমাকে ডিসটার্ব করবানা…
ছেলে: আচ্ছা.;;;;;;;
মেয়ে: কখনও মেসেজ দিবানা,,ব্লক করে দিবে।
ছেলে: আচ্ছা….
মেয়ে: ফোনও দিবেনা,,,নাম্বার ব্লাকলিস্টে ফেলে দিবে।।
ছেলে: আচ্ছা.,,,,,,
মেয়ে: বাড়ির সামনে এসে ঘুরঘুর করবেনা।।
ছেলে: আচ্ছা। এবার আমি বলি,,এতটুকুতে ব্রেকআপ হয়না। আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি।
এখন থেকে ২৪ ঘন্টা আর তোমার কথা ভাববোনা।
মেসেন্জারে এসে আর তোমার মেসেজের ওয়েট করবনা।
তুমি রিপ্লে দিতে দেরি করলেও আর কষ্ট পাবোনা।
আজকেই অন্যান্য মেয়েদের রিকুয়েস্ট এসসেপ্ট করে নিবো।
সকালে আর তোমাকে গুড মর্নিং বলবনা।
ওই হাসি মুখটা দেখার জন্য আর ব্যাকুল হবোনা।
শত ব্যাস্ততার মাঝেও তোমার সাথে সময় করে কথা বলবোনা।
হৃদয়ের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতাম,,,,এখন আর বাসবোনা।
এবার খুশিতো??❓
মেয়ে: হুমমম খুশি। পারবেতো এসব করতে??❓
ছেলে: হুমম খুব পারবো.,,,,
মেয়ে: যা যা বলেছো সব পালন করতে পারবেতো??❓
ছেলে: হুমম কোনো টেনশন নিওনা ফাস্ট ক্লাস পারবো.,,,,,,,,,,,,
মেয়ে: কানের গোড়ায় একটা এমন জোরে দেবো কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরবে।।

ছেলে: ওমা কেনো??❓
মেয়ে: তোমার সাহস কি করে হয় আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করার??❓
ছেলে: তুমিই তো বললে,,,,, ,,,
মেয়ে: আমি বললেই শুনতে হবে নাকি??❓
ওও বুঝতে পারছি,, আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাইনা??❓
নতুন নতুন মেয়েদের রিকুয়েস্ট একসেপ্ট করবা তাইনা??❓
তুমি একটুও ভালোবাসোনা আমাকে..,,,( বলেই কান্না শুরু করে দিলো)
ছেলে: কি হলো লাগবেনা ব্রেকআপ??❓
#এরপর মেয়েটা ছেলেটার বুকে কয়েকটা বৃথা আঘাত করে।
ছেলেটা হাসতে হাসতে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয়। আর বলে,,” পাগলি একটা,,আসছিলো ব্রেকআপ করতে”।
#প্রকৃত ভালোবাসা গুলো এমনই হয়।
একটু রাগ,,একটু অভিমান,,একটু দুষ্টুমি করা এগুলোই যেন অন্যরকম একটা সুখ এনে দেয় ভালোবাসার মধ্যে।
#তাছাড়া ছোটো ছোটো চাওয়া-পাওয়া তো থাকেই ভালোবাসার মানুষটার কাছে।?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে