অসৎ স্বামী পর্ব/ ০১

0
5884

অসৎ স্বামী পর্ব/ ০১
লেখক/ ছোট ছেলে

????????

বাঁসর ঘরে নীলাকে আদর করে
১০০০টাকার একটা নোট দিয়ে বললাম

আমি/ জীবনে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি
অনেক মেয়ের সাথে বিছানা থেকেছি

তবে তোমার মত মজা আর কারও কাছে পাইনি
আর কেউ দিতেও পারেনি

সত্যি তুমি অনেক ……….

এই নাও ১০০০টাকা খুশি হয়ে দিলাম তোমায়

নীলা চোখ দুটো আমার দিকে বড় বড় করে তাকিয়ে বললো

নীলা/ আপনি আমাকে এই ঘরে কি করে তুলেছেন

বউ নাকি পতিতা

আপনার কি মনে হয় টাকার বিনিময়ে আমি দেহ বিক্রি করি

লজ্জা নেই আপনার বাঁসর ঘরে বউকে আদর করে তার দাম দিতে ছিঃ আপনি স্বামী নামে কলঙ্ক

ভাবতে আমার প্রতি আমার ঘৃণা হচ্ছে এই আমি সারাজীবন আপনার সাথে সংসার করবো কি করে

আমি/ শোন একদম জ্ঞান দিবেনা

আমার কাছে নারী মানে সুখ নারী মানে টাইমপাস

টাকা দিবো মজা নিবো

আর সংসার এসব আমাকে দিয়ে হবেনা

তুমি থাকলে থাকো ভালো না লাগলে চলে যাও

তাতে আমার কিছুই যায় আসেনা

নীলা/ আপনার কি মনে হয় চলে যেতে এসেছি আমি

আপনি এখন-ই এ ঘর থেকে বেরিয়ে আপনাকে আমার একদম সহ্য হচ্ছেনা

আমি/ শোন এত দেমাগ ভালো নয়

তোমার থেকে যা পাওয়ার তা আমি পেয়ে গেছি

আর দরকার নেই তোমাকে আমার

একটা সিগারেট ধরিয়ে বেলকুনিতে গিয়ে বসে রইলাম

নীলা ঘরে বসে বসে কাঁদছে

ওর কান্নার শব্দ শুনেও না শোনার মত-ই রইলাম

উফফফফ….. অনেক ঘুম পাচ্ছে

একটু ঘুমিয়ে নেই

আমি শুতে নীলার উঠে গেলো

আমি/ এই শোন কাঁদতে হলে বাহিরে গিয়ে কাঁদো এখানে নয়

অনেক ঘুম পাচ্ছে শান্তিতে একটু ঘুমাতে দাও

চোখটা লেগে এলো বুঝতে পারিনি

নীলা ঘুমালো নাকি এখনও বসে বসে কাঁদছে

সকালে ঘুম ভাঙ্গতে দেখি

নীলা খাটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে

কিন্তু আমিতো রাতে কম্বল নেইনি

এটা কে দিলো আমায়

আমি/ এই মেয়ে এই
তোমার সাহস কি করে হয় এতক্ষণ ঘুমানোর

নীলার ঘুম ভাঙ্গলো

দিনের শুরুতে চোখ মেলতে দেখে তার অসৎ স্বামীর মুখ

আমি/ এই মেয়ে চা কোথায় আমার যাও চা নিয়ে আসো

আমাকে তাড়াতাড়ি বের হতে হবে

নীলা/ নামাজ পড়ে খাটের সাথে হেলান দিতে চোখটা লেগে এলো বুঝতে পারিনি

আমি এখন-ই আপনাকে চা করে দিচ্ছি
একটু বসুন

নামাজের কথা শুনে আর কিছু বললামনা

মনে মনে বলছি

অসৎ স্বামীর সৎ বউ এটাই কি পৃথিবীর নিয়ম

নীলা/ এই নিন আপনার চা

আমি/ আরে তুমিতো এই মাত্র গেলে

এত তাড়াতাড়ি চা কি করে বানালে

নীলা/ নামাজের পড়ে চা বানিয়ে রেখেছি

আমি/ ওহহহহহ ভালো…

নীলা/ এই নিন

আমি/ কি এটা

নীলা/ টাকা
যা আপনি আমাকে দিয়েছেন রাতে আদর করে

আমি/ রেখে দাও কাজে লাগবে

নীলা/ আমার জীবন থাকতে নয়
কারন… এই টাকা গুলো আমি নিলে আমিও পতিতার দলের হয়ে যাবো

কেননা…. এই টাকা গুলো আপনি একটা পতিতাকে দিয়েছেন

কাউকে ভালোবেসে নয়

বুঝতে আর বাকি নেই বউটা আমার বড় ধার্মিক

আমি/ বললামনা রেখে দিতে

নীলা/ রাখবনা বলছি রাখবনা

আপনার কাছে রেখেদিন

কারন… টাকাটা আপনার প্রয়োজন হতে পারে

কোন পতিতার কাছে গেলে

নীলার কাছ থেকে টাকাটা নিয়ে চুল ধরে বললাম

আমি/ নিজেকে খুব সত্বী ভাবিস তাইনা

এমন সত্বী বউ আমার ঘরে দরকার নেই
হুহহহহহহ…..

নীলাকে ফেলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম

পথের মাঝে এক বন্ধুর সাথে দেখা

বন্ধু/ কিরে দোস্ত বিয়ে করে আমাদের ভুলে গেলি

আমি/ আরে না কি বলিস তোদের কে কি ভুলতে পারি

বন্ধু/ দোস্ত তোর বউটাকে তো এখনও দেখালিনা

আমরা কি দেখতে পারিনা তোর বউকে

আমি/ কেন নয় অবশ্যই দেখতে পারিস

কালরাতে আসিস

ভাবছি ছোট একটা পার্টি দিবো

বন্ধু/ শুধু কি আমি একাই আসবো

আমি/ আরে না

তা কি করে হয়

সবাইকে বলবো

বন্ধু/ আচ্ছা

চলবে…???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে