আমার বুড়ো part : 4

0
2985

আমার বুড়ো part : 4

লেখিকা সুরিয়া মিম

!
হুহহহহ, আমি যেন কানে কিছু শুনিনি বুড়ি আমাকে বলে কিনা বুড়ো,
হা হা হা,
….
অবশ্য না বলে পারলাম না বুড়ি টা অনেক সুইট,

আঙ্কল?
….
হ্যা বাবা,
….
আপনি আন্টি কে নিয়ে ভেতরে বসে আছেন কেন?
চলুন বাহিরে চলুন বাহিরে আপনাদের ভালো লাগবে আঙ্কল,
প্লিজ আন্টি চলুন,
……
হ্যা বাবা চলো,
চৌধুরি সাহেব আপনি চলেন,
..
হ্যা আপনি এগোন আমি আসছি,
আমার একটা আর্জেন্ট কল করতে হবে,
..
ওকে ফাইন,
বাবা তুমি আমাকে নিয়ে চলো,
….
হ্যা আন্টি চলেন,

ইসসস এই বুড়ো টার আবার হলো টাকি?
যে আর্জেন্ট কল করতে গেছে?

কি জানি কি হবে হয় তো কোনো ইম্পরট্যান্ট কল?
….
ম্যাম?
……
ইয়েস?
….
ম্যাম ওই স্যর এই টিসু পেপার টা আপনাকে দিতে বলেছে,
..
কেই স্যর?

ওই?
….
কোই? ওখানে তো কেউ নেই?
পাশ ফিরে দেখি ওয়েটার টাও নেই,
..
কিন্তু,
কি আছে এই টিসু পেপারের মধ্যে?
খুলে দেখতে হচ্ছে তো,
.. …
টিসু পেপার খুলে দেখি,
সেখানে লেখা “I’m feeling so crushed on you”
….
হায় আল্লাহ কে আবার এই বুড়ির ওপরে ক্রাশ খেলো হুমমম?
হা হা হা,
…..
আচ্ছা এটা কি ওই বুড়ো টার কাজ?
না না বুড়ো টা না বুড়ো আবার এই বয়সে কি দেখে ক্রাশ খাবে হুমমম?
….
জানিনা কোন উল্লুকের কাজ?
যে যাই হোক অনুষ্ঠান টা শেষ হলে বাঁচি,
….
মা তুমি এখানে দাঁড়িয়ে কি করছ?
অনুষ্ঠান তো ওদিকে,
….
ও আচ্ছা,

দেখ বাবা ও তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে,
….
মা আমি যাই তুমি বাবার সাথে আসো,
বাবা তুমি মা কে নিয়ে আসো,
..
হ্যা মা তুমি যাও আমরা আসছি,
….
ওকে তাড়াতাড়ি আসো,
….
চলুন,
..
হ্যা চলেন,

একটা কথা বলি?
..
হ্যা বলুন,
..
রুহানি আমার নিজের মেয়ে না একচুয়ালি আমি বিয়ে করিনি,
রুহানি আমার…….
……
আপনার বোনের মেয়ে তাই তো?

হ্যা আপনি জানলেন কি করে?
……
রুহানির কাছে শুনেছি,
আপনি ওকে অনেক ভালোবাসেন তাই না?
….
হুমমম ওকে ঘিরে আমার দুনিয়া,
আর এখন সেখানে আপনি এসে গেছেন,
…..
অনেস্টলি আপনি এসে আমার অনেক উপকার করেছেন,
নাহলে মেয়ে তো আমার মুখি দেখত না,
সারাদিন চুপ করে বসে থাকতো,

মা এনে দাও মা এনে দাও বলে পাগল করে ছাড়ত,
….
তাহলে মেয়ে কে মা এনে দেননি কেন?
….
আসলে এতকালে ও নিজের মনের মতো কাও কে খুজে পাইনি তাই?
…..
ওওওও,
বাহহহ বুড়ো টার এলেম আছে বলতে হয়,
….
আর আমার বুড়ো টাকে দেখ?
….
বিয়ে চল্লিশ বছর পরে ও আমি তাকে চিনতে পারিনি যে সে এতো জঘন্য,

কি হলো চুপ করে গেলেন কেন?
….
কিছুনা এমনি,
আপনি ফেসবুকিং করেন?
….
হ্যা ওই মাঝেমধ্যে আর কি?
….
আপনার ফেসবুক আইডি তে আমি একটু সার্চ দিয়ে দেখতে পারি প্লিজ?
…….
কেননা অবশ্যই,
এই নিন সার্চ দিন,
….
বাবাগো বাবা বুড়ির ও ফেসবুক আইডি আছে?
আগে তো বলেনি?
….
ইসসসস,
এই লোক টা এতো জঘন্য?
…..
চল্লিশ বছরের সংসারে লোক টা আমাকে বাড়ির চৌকাঠ ও মারাতে দেয়নি,
ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা,
…..
আর সেই উনি ওনার নতুন বৌ কে নিয়ে থাইল্যান্ড গেছে হানিমুনে?
…..
যে কিনা আমাকে পায়ের গোড়ালি দেখলে বকা দিতো,
সেই এখন তার বৌয়ের নতুন বৌয়ের পরে থাকা ছোটো ছোটো ড্রেসে বিউটিফুল কমেন্টস করছে?
….
ওপরে আল্লাহ আছে সে সবি দেখছেন,
একদিন ঠিকি তোমার এই মেকি মিথ্যের বিচার হবে,
তখন তুমি পাবে অন্যায় করার ফল,
….
আশ্চর্য বুড়ি টার চোখ দুটো ছলছল করছে কেন?
..
উনি কি ওনার স্বামীর আইডি সার্চ করে দেখেছেন?
…..
এই বুড়ি টা এতো সাহস কোথা থেকে পায় আল্লাহ জানেন?
..
এই আপনি কি হাড়িয়ে গেলেন?
….
কোই নাতো?
বুড়ো বাসায় যাবো কখন?
…..
কিহহহ?
….
কিছুনা চৌধুরি সাহেব আমরা বাসায় যাবো কখন?
….
অনুষ্ঠান হয়ে গেছে এখনি যাবো মা চলো,

হ্যা চলো,
….
তারপর আমি গিয়ে বাবা মেয়ের মাঝে গিয়ে বসি,

বসার সাথে সাথে মেয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়,
….
আজ সারাদিন আমার মেয়েটার ওপর থেকে অনেক ধকল গেছে,
….
তাই সে খট করে এসে পট করে ঘুমিয়ে পরেছে,

কিন্তু আমার ওতো ঘুম পাচ্ছে এখন?
তাই আমি মেয়ে কে জড়িয়ে ঘুমিয়ে পরি,
…..
বাসার কাছে এসে গেট খোলার শব্দ পেয়ে ঘুমঘুম চোখে চেয়ে দেখি,
….
..
আমি বুড়োর শার্ট খামচে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছি,
এবং মেয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে,
….
আর বুড়ো খুবি যত্ন সহকারে আমাদের সামলে ধরে আছে,
এবং তার হাত টা আমার কোমরে আছে,
….
আমি অনুভব করছি বুড়োর মাঝে কোনো নোংরামো নেই,
….
বুড়ো টা ভদ্র সভ্য ভালো একজন মানুষ,
!
!
!
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে