আমার বুড়ো part : 3

0
3359

আমার বুড়ো part : 3

লেখিকা সুরিয়া মিম

!
আমি কি মিশুর সাথে অন্যায় করে ফেললাম?
…..
বাড়ি টা তুমি যাওয়ার পরে খালিখালি হয়ে গেছে,
….
আমার উচিত হয়নি তোমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া,

কোথায় আছো তুমি?
….
মা মা মা?
….
হ্যা মা বল?
. ..
আজকে তুমি আমার সাথে ইউনিভারসিটি তে যাবে?
…..
বলি কি জান গিয়ে ঘুরে আসুন ভালো লাগবে,
……
দেখো মা বাবা ও বলে দিয়েছে,
চলো না চলো না চলো না মা,
..
তুমি জানো আমার ফ্রেন্ডসরা ও ওদের মা কে নিয়ে আসবে,
..
আচ্ছা বাবা আমি যাবো,
আমি কি বলেছি আমি যাবনা?
…..
ওওওও আই লাভ ইউ মা,
……
সোনা মা,
…….
মা শোনো মা তুমি এই খয়েরি কালের সাড়ি টা পরে সুন্দর করে সাজবে কেমন?
….
সাজুগুজু করে যেতে হবে?
…..
হ্যা অবশ্যই আমার মা তুমি সাজুগুজু করে যাবে না?
সেটা কি হয় নাকি হুমম?
প্রয়োজনে আমি তোমাকে সাজিয়ে দিবো,

না মা আমি পারবো,
…..
তাতো পারবেই আমার মা বলে কথা,
….
আর এই যে বাবা?
…..
জ্বি মা?

তুমি ও তোমার ব্লাক কালারের কমপ্লিট সুট উইথ খয়েরি কালারের শার্ট টা পরে যাবে কেমন?

মা তোরা যাচ্ছিস যা এই বুড়ো টাকে নিয়ে টানাটানি করছিস কেন?
……
তুমি বুড়ো আমার মা তো বুড়ি না তোমাকে যেতেই হবে,
নাহলে তোমার খবর আছে,

আচ্ছা মা,
….
তাহলে যাও গিয়ে রেডি হয়ে আসো,
মা চলো আজকে তুমি আমাকে সাজিয়ে দিবে আর আমি তোমাকে সাজিয়ে দিবো,
….
ঠিক আছে মা চলো,

তারপর আমি গিয়ে আমার মেয়েকে সাজিয়ে দেই,
….
মেয়ে সেজে আমাকে তার পছন্দের খয়েরি কালারের সাড়ি পরিয়ে, লিপস্টিক লাগিয়ে সুন্দর করে খোপা করে,
কানে কানপাশা ও আংটি পরিয়ে দিয়ে বলে,
….
মা তোমাকে তো অল্প তেই এতো সুন্দর লাগছে আর একটু সাজলে না জানি কত সুন্দর লাগবে,
থাক বাবা আর সাজার দরকার নেই,
যদি চোর আমার মা কে চুরি করে নিয়ে যায়,
….
পাগলি মেয়ে আমার,

হা হা হা,
..
মা তোমার লিপস্টিক টা হালকা হয়ে গেছে একটু গারো করে দিয়ে দেই?
…..
আবার গারো কেন?
….
তোমার ঠোঁটের নিচের তিল টা হাই লাইট করার জন্যে,
….
ফাজিল মেয়ে মায়ের সাথে মশকরা করো?
….
শুধু যে মশকরা তা না আমি তো পারলে তোমাকে আবার বিয়ে দিয়ে দিবো,

দুষ্টু,
…..
আমি জানি আমি দুষ্টু তুমি বাবার কাছে যাও আমি একটা আর্জেন্ট কল করে আসছি,

আচ্ছা মা যাচ্ছি,
দোতলা দিয়ে সিরি বেয়ে নিচে নামার সময়ে খেয়াল করে দেখি,

চৌধুরি সাহেব আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে,
…..
বুড়ো টা এভাবে তাকিয়ে আছে কেন?
আমি ও বুড়ি উনি ও বুড়ো তো এভাবে কি দেখছেন উনি,
.
বাবা?
….
হুমম?

কি হুমম?
মা কে আগে দেখনি নাকি?

কোই কিছুনা তো দেরি হয়ে যাবে চলো,
..
হ্যা চলো,
শোনা মা তুমি পেছনে বাবার পাশে বসবে আমি ড্রাইভারের পাশে বসবো,

আচ্ছা বাবা ঠিক আছে,
…..
কিন্তু মা আমরা ইউনিভারসিটি যাচ্ছি কেন?

ওহহহ মা বলতে ভুলে গেছি?
….
আজকে আমার ডিপার্টমেন্টে অনুষ্ঠান তাই ,

ও আচ্ছা
..
তারপর আমরা ইউনিভারসিটির উদ্দেশ্যে রওনা হই,
……
ইউনিভারসিটি পৌঁছতেই রুহানির ফ্রেন্ডসরা এসে আমাদের ভেতরে নিয়ে যায়,
……
তারপর ওই বুড়ো টার পাশে আমাকে বসিয়ে দেয়,
খেয়াল করে দেখি বুড়ো টা তখনো আমাকে দেখে মৃদু মৃদু হাসছে,
….
মা বাবা স্মাইল প্লিজ সাথে সাথে আমি ও চৌধুরি সাহেব হেসে দেই,
তখন বাচ্চা গুলো এসে খচখচ করে সেলফি তোলা শুরু করে দেয়,
….
ওদের সেলফি শেষে মেয়ে এসে বলে,
…..
মা আজকের অনুষ্ঠান আমার ডিপার্টমেন্টের হলে ও আজকের আকর্ষ তুমি,
….
আসলে তোমাকে তো ওরা দেখেনি তাই এভাবে ক্ষণেক্ষণে এসে সেলফি তুলে যাচ্ছে,
আর আমাকে গিয়ে কি বলছে জানো?
….
কি বলেছে মা?
…..
বলেছে তোর আম্মু টা অনেক সুইট আমাদের দিয়ে দিবি প্লিজ,
….
আমি বলেছি আমার প্রাণ নিয়ে গেলে ও মা কে দেওয়া যাবে না,
….
হা হা হা তাই নাকি মা?
…..
হ্যা বাবা,
…..
বাবা শোনো হ্যা মা বলো?
……
এই বেলিফুলের মালা টা মায়ের খোপায় পরিয়ে দাও না প্লিজ,
…..
কি হলো এভাবে কি দেখছ পরিয়ে দাও না দাও না প্লিজ,
….
মেয়ের কথা কানে গেছে তাহলে পরিয়ে দিন,
ব্যাটা বুড়ো যেন কোথাকার?
……
কিছু কি বললেন?
….
কোই নাতো পরিয়ে দিন,
…….
হ্যা দিচ্ছি,

হুহহহহহ আমি যেন কানে কিছু শুনিনি বুড়ি আমাকে বলে কিনা বুড়ো,
হা হা হা,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে