#ভালোবাসার_রং (❣️You are my Lifeline ❣️)
#Part_16
#Ishita_Rahman_Sanjida_(Simran)
আকিব বুঝতে পারল না যে আনহা এভাবে দৌড়ে কোথায় যাচ্ছে,,,,,,আকিব আনহার যাওয়ার দিকে তাকিয়ে আছে,,,,,আনহা সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেল,,,,,,,
আকিব: আনহা এসময় ছাদে গেল কেন??
হুম গিয়ে দেখতে হচ্ছে,,,,,
আকিব ছাদে গিয়ে দেখে আনহা বৃষ্টিতে ভিজছে আর লাফালাফি করতেছে,,,, বৃষ্টির পানি আনহার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে
আনহার পড়া সুতি শাড়ি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে,,,,,ভেজা শরীরের প্রিতিটি ভাজ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে,,,,, খোলা চুলগুলো ভিজে পিঠ ও গলার সাথে লেপ্টে আছে,,,,,,
আনহা তো ভিজেই যাচ্ছে আর আকিব ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহাকে দেখতেছে,,,, এতে যে আকিব নিজেও ভিজে গেছে সেদিকে ওর খেয়াল নেই,,,,ও আনহাকে
দেখতে ব্যস্ত,,,,,,, বৃষ্টির প্রতিটি ফোটা আনহার মুখ ঠোঁট চোখ ভিজিয়ে দিচ্ছে,,,,,আকিবের এখন এই বৃষ্টির পানিকে হিংসা করছে যাকে এতো দিন ও ছুঁতে পারেনি তাকে এই বৃষ্টি অনায়েসেই ছুঁয়ে দিচ্ছে,,,,,,আকিব নেশাকাতুর চোখে আনহার দিকে তাকিয়ে আছে,,,,,আকিব যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহাকে দেখতেছে সেটা আনহা খেয়াল করেনি,,,,, হঠাৎ পিছনে ঘুরতেই আকিব কে দেখে ওর কাছে যায়,,,,,,,,
আনহা: আরে আকিব তুমি এখানে,,,,,কখন এলে আর বৃষ্টিতে ভিজছো কেন একটু আগেই তো গোসল করলে,,,,,,,,ব্লা ব্লা ব্লা,,,,
আনহা বকবক করতেছে আকিব ওর কথায় কান দিল না,,,,আনহার দিকে তাকিয়ে আছে বৃষ্টির পানি আনহার কপাল থেকে বেয়ে ঠোঁটের উপর দিয়ে গড়িয়ে গলা দিয়ে যাচ্ছে সেটাই পর্যবেক্ষণ করছে আকিব,,,,আনহা ওর সামনে হাত দিয়ে তুড়ি বাজাতেই আকিব ওর হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল আনহা তো পুরাই হ্যাং,,,,আকিব একহাতে আনহার কোমড় চেপে ধরে আরেক হাত আনহার মাথার পিছনের চুল ধরে টেনে কাছে এনে আনহার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল,,,,আনহা নিজের চোখ বন্ধ করে ফেলল,,,,আকিব আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে,,,,,
আকিবের এরকম কাজের জন্য আনহা মোটেও প্রস্তুত ছিল না,,,,,, কিছুক্ষণ পর আকিবের হুস আসে এতক্ষণ ধরে ও কি করছিল ও নিজেই জানে না,,,,এখন নিজের কাজের জন্য লজ্জা বোধ করছে আকিব আনহাকে ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই আনহা আকিবের হাত টেনে ধরে,,,,,এক টানে নিজের কাছে আনলো,,,,আকিবের দুপায়ের উপর আনহা নিজের পা রেখে আকিবের শার্টের কলার ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল,,,,,,,আনহার এহেম কান্ডে আকিব রোবট
তাকিয়ে দেখে আনহা নিজের চোখ দুটো বন্ধ করে আছে,,,, বৃষ্টির পানি আনহার চোখের পাপড়ি বেয়ে পড়ছে,,,,,,আকিব ও নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে,,,,,
একটু বাদেই আনহা আকিবকে আস্তে করে ছেড়ে দিল,,,,, ঠোঁটের কোনায় একটা মশৃন হাসি দিয়ে বলল,,,,,
আনহা: তুমি তো খুব ভালো করেই জানো আমি কারো ঋণ রাখি না,,,,
আকিব মাথা নিচু করে চলে আসতে নিলে ওর সামনে আনহা বাঁধ সাধে,,,,ওর কলার টেনে ধরে
আনহা: আর কতদিন এভাবে চুপ করে থাকবে আকিব,,,,হুম,,,,, একবার ও নিজের মনের কথা বলতে পারলে না,,,,, নিজের ভালোবাসার কথাটা বলতে এত সময় নিচ্ছো
আমাকে দেখে তুমি কি কখনোই বুঝতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালবাসি
বলো আকিব,,,,(বলো কলার ধরে ঝাঁকিয়ে)
আকিব কোন কথা বলছে না আনহার দিকে তাকিয়ে আছে,,,,,,
আনহা: Why are you silent,,,,,,আকিব,,,,
আজকে তোমাকে বলতে হবে,,,,যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি চলে যাব,,,,,, তোমাকে ছেড়ে,,,, তোমার লাইফ ছেড়ে,,,,,,
এবার আকিব মুখ খুলল,,,,,,,
আকিব: ওহ আচ্ছা,,,, (পকেটে দুই হাত দিয়ে দাঁড়িয়ে) আমাকে ছেড়ে চলে যাবে,,,,, কিন্তু থাকতে পারবে তো,,,,,, আর এই আরিয়ান আদনান আকিব তোমাকে যেতে দিবে এটা ভাবলে কি করে,,,,,,, এরপরও তুমি যদি ভাবো যে তুমি চলে যাবে তাহলে চেষ্টা করে দেখতে পার,,,যাওয়ার কোন পথ খুঁজে পাও কিনা,,,,,,
আনহা আকিবের কথায় ভ্যাবাচেকা খেয়ে গেল,,,,,এসব আকিব কি বলছে,,,,
আনহা: তুমি কি আমাকে ভালোবাসার কথা বলছ নাকি থ্রেড দিচ্ছ কোনটা হুম,,,,
আকিব: তুমি যেটা মনে কর,,,,,,,
আনহা: আর ইউ সিরিয়াস আকিব,,,, আমার চোখে কি কখনোই তুমি ভালোবাস দেখতে পাওনি,,,,,,
আকিব: না,,,,,
আনহা: আ,,,কি,,,,ব,,,,
আকিব আনহার কোমড়ে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়,,,,,
আকিব: আমি লেটারের দেখেছিলাম,,, তোমার চোখে না,,, (বাঁকা হেসে)
আনহা: মানে,,,,
আকিব: ওইদিন তুমি বারান্দায় দাঁড়িয়ে পড়ছিলে,,,,,
আনহা: মানে তুমি পুরো লেখাটা পড়েছিলে
আকিব: হুম,,,, তুমি কি ভেবেছিলে,,,,, আমি পড়াতে মোটেই স্লো না ওকে,,,,
আনহা এবার রেগে যায়,,,,আকিবকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়,,,,,
আনহা: স্টুপিড,,,, বদমাইশ সয়তান,,,, বদের হাড্ডি,,,,, তাহলে এতো দিন আমাকে ঘুরালে কেন,,,,
আকিব: লেটারে আমার পোষাবে না,,,, বলতে হবে,,,,
আনহা: হুম বলতে হবে,,,,তাই না,,বলব না আর,,,,আই হেট ইউ,,, হেট ইউ,,,,,বদমাশের ঘরদুয়ার,,,,
বলতে বলতে আনহা চলে যেতে নিল,,,
আকিব: মিস আহিয়া আদনান আনহা,,,এই আরিয়ান আদনান আকিবের #ভালোবাসার_রং দিয়ে নিজেকে রাঙাতে চেয়েছিলেন না,,,,আর সেই #ভালোবাসার_রং
না নিয়েই চলে যাচ্ছেন,,,,
আকিবের কথায় আনহা পিছনে ঘুরে তাকালো,,,আকিবের ঠোঁটের কোণে মায়াবী হাসি,,,,,আনহা আকিবের দিকে তাকিয়ে আস্তে আস্তে আকিবের দিকে এগিয়ে আসছে আকিব পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে
আনহা এসেই আকিবকে জড়িয়ে ধরল,,,,
আকিব ও পকেট থেকে হাত বের করে আনহাকে দুহাতে আগলে রাখে,,,, বৃষ্টিটা এখনো থামেনি,,, হয়তো ওদের সীমাহীন ভালোবাসার সাক্ষী হতে চায়,,,,তাই অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে,,,,,,
আনহা: আই হেট ইউ,,(জড়িয়ে ধরা অবস্থায়)
আকিব: হেট ইউ টু,,,,(আনহাকে নিজের থেকে ছাড়িয়ে)
কিঞ্চিত হাসি দিল আকিব,,,,আনহাও মুচকি হাসি দেয়,,,,,,
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আনহা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথা মুছতেছে,,,,, আজকে বেশি ভিজে ফেলেছে
না জানি আবার ঠান্ডা লেগে যায়,,,,আকিব কোথা থেকে এসে আনহার হাতে হেয়ারড্রায়ার ধরিয়ে দিল,,,,
আকিব: নাও এবার তাড়াতাড়ি চুল শুকিয়ে ফেল,,,,,
আনহা: ইচ্ছে করে আমাকে বৃষ্টিতে ভিজিয়ে এখন এসেছে হেল্প করতে,,,,,
আকিব: আমি কি করলাম তুমিই তো ভিজলে আমি তো পরে গেলাম,,,,,
আনহা: ওহ আচ্ছা,,,,, তোমার সাথে বকবক করতে করতে যে আমি কতটা ভিজে গেছি
এখন যদি ঠান্ডা লাগে,,,,,
আকিব: ওহ এখন সব দোষ আমার,,, তোমার জন্য তো আমি দুবার গোসল করলাম এখন যদি ঠান্ডা লাগে,,,,
আনহা: তোমার সাথে কথায় পারা যাবে না
যতসব,,,,
হেয়ার ড্রায়ার ঠাস করে ড্রেসিং টেবিলের উপর রেখে চলে যেতে নিলে আকিব আনহাকে টেনে ধরে,,,,আয়নার সামনে দাড় করিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আনহার চুলগুলো শুকিয়ে দিল,,,,,
আনহা আয়নায় তাকিয়ে আছে আর আকিবের কাজ দেখতেছে,,,,চুল শুকানো শেষে,,,,,
আকিব: নাও এবার আর ঠান্ডা লাগবে না হ্যাপি,,,, এবার গিয়ে কফি নিয়ে আসো দুকাপ
বারান্দায় বসে বৃষ্টি দেখা আর কফি খাওয়ার মজাই আলাদা,,,,,
আনহা: ওকে,,,,
আনহা গিয়ে দুকাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় যায়,,,, গিয়ে দেখে আকিব একটা সিঙেল কম্বল গায়ে জড়িয়ে বসে আছে,,,,
আনহা: একি,,,, এভাবে বসে আছো কেন,,,
আকিব: প্রচুর শীত করতেছে,,,,
আনহা: ওহ,,,,এই নাও চা,,,,
আকিব: আমি তো কফি আনতে বললাম
আনহা: খেয়ে দেখ ভাল লাগবে,,,চা খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা,,,,
আনহা পাশের টেবিলে চায়ের ট্রে রাখলো আকিব আনহার হাত ধরে নিজের সামনে বসিয়ে কম্বল দিয়ে জড়িয়ে ধরে,,,,
আনহা: এটা কি হলো,,,,
আকিব: এই কম্বলে শীত মানছে না,,, তবে এখন গরম হয়ে গেছি,,,,,,
আকিবের কথায় আনহা একটু না অনেকটাই লজ্জা পায়,,,, লজ্জায় মাথা নিচু করে ফেলল
আকিব: এই যে লজ্জাবতী লতা,,চা দিন ঠাণ্ডা হয়ে যাচ্ছে তো,,,,,
আনহা: ওহ হ্যা,,,,এই নাও,,,,,
আকিব: কিন্তু খাবো কিভাবে,,,,,হাত বের করতে পারব না,,,, তবে কেউ যদি খাইয়ে দেয় তবে খেতে পারি,,,,
আনহা: ওহ আচ্ছা,,,কেউ খাইয়ে দেবে,,,, ওকে তাহলে রিধিকে একটা কল করি ও এসে তোমাকে খাইয়ে দেবে,,,,,
আকিব: ওকে নো প্রবলেম,,,,
আনহা: কি বললে তুমি ???
আকিব: তুমি যদি ডাকতে পারো তাহলে আমি ও খেতে পারব ওর হাতে,,,,
আনহা: খাওয়াচ্ছি তোমাকে রিধির হাতে চা
বলেই আনহা আকিবের গাল চেপে ধরে চায়ের কাপে চুমুক দেওয়ায়,,,,,জোর করে পুরো চা খাইয়ে দেয়,,,,
আকিব: উফফফ,,,দিলে তো আমার মুখ পুরিয়ে,,,,
আনহা: বেশ হয়েছে এখন আর রিধির নাম মুখে আনতে পারবে না,,,,
আনহা উঠে যেতে নিলে আকিব একটানে আবার নিজের কাছে নিয়ে এলো,,,, শক্ত করে আনহাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো,,,,
আকিবের পরশে আনহা কেঁপে উঠল,,,,
আকিব আনহার কানের কাছে ফিসফিস করে বলল,,,,,
আকিব: আমার কাছে থেকে তুমি কখনো দূরে যেতে চাইলে ও পারবে না,,,, কারণ একটা অদৃশ্য বিনি সুতায় আমরা দুজনে বাঁধা শত চেষ্টা করলেও সেটা ছেঁড়া যাবে না,,,,,
আনহা কিছু বললো না শুধু আকিবের পরশ গুলো অনুভব করতে লাগলো,,,,
দুজনে একসাথে বসে বৃষ্টি দেখতেছে এভাবেই সারাজীবন একসাথে থাকতে চায় দুজনে জীবনে আর কোন ঝড় দেখতে চায় না,,,,,
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
রাতে হঠাৎ করেই কারেন্ট চলে যায়,,,,আনহা তখন রুমে একা ছিল,,,,আনহা জোরে জোরে আকিব কে ডাকতে লাগল,,,আকিব রুমে চলে আসে,,,,, ফোনের ফ্লাস অন করে,,,,
আনহা: কোথায় ছিলে,,,, তুমি জানো আমার খুব ভয় লাগছিল,,,,, এখন কি করব
আকিব: ওয়েট আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি,,,,
আকিব আলমারির ড্রয়ার থেকে অনেকগুলো রং বেরঙের ক্যান্ডেল বের করলো,,,,,, রুমের একেক জায়গায় একেক টা রেখে জ্বালিয়ে দিলো,,,,
আনহা: ওয়াও খুব সুন্দর তো ক্যান্ডেল গুলো কিন্তু এতো দিন তো দেখিনি,,, তুমি বুঝি লুকিয়ে রেখেছিলে কিন্তু কেন,,,,,
আকিব: হুম,,,,(হাত দিয়ে মাথা চুলকে) তুমি হয়তো ভুলে গেছ এই ক্যান্ডেল গুলো আমাদের বাসর ঘরে জ্বালানো ছিল আর আমি সেগুলো নিভিয়ে দিয়েছিলাম,,,,
আনহা: হুম,,,,,(ছোট ছোট চোখে তাকিয়ে)
আকিব: কিন্তু দেখ সেই ক্যান্ডেল গুলো আমি আবার জ্বালালাম,,,,(আনহার কাছে এসে)
কি অদ্ভুত না,,,, সেদিনের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলগুলোর মধ্যে অনেক তফাৎ,,,,
আনহা: কি রকম,,,
আকিব: সেদিন ক্যান্ডেল গুলো ভালোবাসার কোন আলো জ্বালাতে পারেনি আর আজকে ভালোবাসার আলো জ্বালিয়েছে,,,,
মোমবাতির আলোয় দুজন দুজনকে দেখতেছেদুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে এক অদম্য ইচ্ছা ভালোবাসা দুজনের চোখে ফুটে উঠেছে,,,,, হঠাৎ আকিব আনহাকে জড়িয় ধরে,,,,, হঠাৎ জড়িয়ে ধরাতে আনহা একটু অবাক হয়,,,,,,তারপর ও নিজেও আকিবকে জড়িয়ে ধরে,,,,,,
আকিব: প্লিজ আনহা আমাকে ছেড়ে কখনো চলে যেও না,,,,, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া,,,,আই লাভ ইউ সো মাচ,,,,
প্লিজ,,,,,
আনহা: এভাবে বলছো কেন,,,, আর আমি ই বা কোথায় যাব,,,,এটা কেমন প্রশ্ন,,,
(আকিবকে নিজের থেকে ছাড়িয়ে)
আকিব: আমি জানি না,,,,,, তবে আমার কেমন যেন ভয় হচ্ছে,,, তোমাকে হারিয়ে ফেলার ভয়,,,,
আনহা: মেয়েদের মতো এতো ভয় পাচ্ছ কেন আমাকে দেখনা,,, আমি কি ভয় পাচ্ছি,,,, তুমি যতটা ভয় পাচ্ছ একটা মেয়েও ততটা ভয় পায় না,,,,,
আকিব: কি বললে আমি মেয়েদের মতো ভয় পাই,,,,
আনহা: হুম পাও তো,,,, শুধু ভয় না মেয়েদের মতো লজ্জা ও পাও,,,,,
আকিব: তাই বুঝি,,,,, তাহলে দেখা যাক আজকে কে লজ্জা পায়,,,,,
আনহা: হুম,,, কিভাবে,,,আ,,,,আনহা কিছু বলার আগেই আকিব আনহাকে কোলে তুলে নিল,,,,,,
আনহা: আকিব কি করছো ছাড়ো,,,পরে যাব পড়ে গেলে আমার কোমড়ের সব হাড় গুড়ো গুড়ো হয়ে যাবে,,,,
আকিব: ভয় পাচ্ছ কেন আমি তো আছি একদম জায়গামতো গিয়ে নামাব,,,, (হেসে)
আনহার আর কিছু বুঝতে বাকি রইলো না লজ্জায় ও লাল নীল সবুজ হয়ে গেছে,,,,,
আকিব আনহাকে বিছানায় নিয়ে বসিয়ে দিল আনহার মুখটা দেখার মতো ছিল,,,,আকিব তা দেখে হেসে বলল,,,,,,
আকিব: হুম ভিতু আর লজ্জাবতী কে এখনই প্রমাণ হয়ে গেল,,,,
আনহা: দেখ আকি,,,,,
আকিব আনহার ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নিল,,,,,আনহা দুহাতে আকিবের শার্ট খামচে ধরে,,,,আস্তে আস্তে গভীর ভাবে,,,, গভীর ভালোবাসায় দুজনে ডুব দিলো,,,,,,
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
রাত দুটো বাজে,,,,আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে
মেঘের গর্জন শোনা যাচ্ছে,,,, বৃষ্টি ও হচ্ছে খুব
আকিব ঘুমিয়ে আছে,,,,,, আর আনহা আকিবের পাশেই শুয়ে আছে,,,,, কিন্তু ওর ঘুম আসছে না,,,,আকিবের দিকে চেয়ে আছে
আকিব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে,,,,
চলবে,,,,,,,,,,,,