Devil love part-17

0
4348

Devil love part-17
#writer_kabbo_Mahmud

–কাব্য তানিশার massage option এর দিকে তাকিয়ে দেখতেই দেখে তানিশা অনলাইনে চলে এসেছে
,
–আর ওইদিকে তানিশা অনলাইনে আসতেই চারিদিকের massage এর sound or fb notification আসতে আসতেই ২মিনিট,,, আসলে মেয়ের আইডি পেলে যা হয় আর কী,,তার উপরে আবার তানিশা কাব্যর মতো কাব্যকে নিয়ে গল্প লিখে যেটা সবাই পছন্দ করে,
,
–তানিশা জানে যে কাব্য তাকে এসএমএস দেবে না কিন্ত সে কাব্যর এসএমএস অপশনে যেয়ে চোখ পুরো কপালে
,
তানিশাঃ?????????????????????????????dddeviiiiiilll আমাক্কেএএ এসএমএস দিয়েচ্চচ্ছে(অবাক হয়ে)
,
–কাব্য ফোন নিয়ে তানিশার কাছে একটি এসএমএস দেই
,
কাব্যঃ hello miss tanisha islam tuli,are you busy now???
,
তানিশা কী বলবে ভেবে পাচ্ছে না, সে তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, যাকে সারাদিন-রাত এসএমএস দিলেও রিপ্লাই দিতো না সে আজ তাকে এসএমএস দিয়েছে??
,
–তানিশার তো হাত কাঁপছে সে মোবাইল হাতে ধরতেও পারছে না,
,
তানিশাঃ না ব্যাস্ত না, কিছু বলবেন???(কাঁপা কাঁপা হাতে)
,
কাব্যঃ(কাব্য তো তানিশার উত্তর দেওয়া দেখে খুশিতে একটি মুচকি হাসি দিল?,,কিন্ত তানিশার উত্তর দেখে রেগে গেল))) এটা কী হলো,এই মেয়েকে এখন কী বলব,নিজেই তো সারাদিন এসএমএস দিতো,আর এখন আমি দিয়েছি আর বলে কী না কিছু বলবেন? ভাব আছে তো,,,,,
,
কাব্যঃ না কিছু না,আসলে আপনার এই পাগলামি দেখে খুব ভালো লাগছে?
,
তানিশাঃ কোন পাগলামি????? (আনন্দে তো বেচারি শেষ,,, ঝটপট করে উত্তর দিল)
,
কাব্যঃ এইযে এতো এসএমএস দিয়েছেন,এমন এসএমএস আমাকে আজ পর্যন্ত কেউ করেনি,
,
তানিশাঃ (ইইহ্ ঢং কত, এমন লেখক এর জন্য তো মনে হয় সারাদিন আমার মতো হাজারো পাঠিকা এসএমএস লিস্টে পড়ে আছে,,মনে মনে) কেন??আমি কী বেশি ডিস্টার্ব করে ফেলেছি??আচ্ছা আর দেব না?
,
কাব্যঃ আমি কী বলেছি নাকি,যে আমি ডিস্টার্ব হচ্ছি??আপনার সকল এসএমএস দেখে ভালই লাগত কিন্ত কিছুদিন ধরে দেখছি তোমার কোন এসএমএস আসেনি,,কোন সমস্যা ছিল??
,
তানিশাঃ (যাক তাহলে বেটার মায়া আছে?) না মানে,,একটু ছিল,,,আচ্ছা আমার এসএমএস দেখে আপনার ভালো লাগত কেন?
,
কাব্যঃ কেন? ভালো লাগতে পারে না বুঝি???
,
তানিশাঃ হুম পারে,,আচ্ছা আপনি আমার এসএমএস দেখেও রিপ্লাই দেন নাই কেন?
,
কাব্যঃ আসলে আমি সেভাবে কারোর সাথে এসএমএস করি না
,
তানিশাঃ তাই,তা আজ কী মনে করে দিয়েছেন??(হাসি দিয়ে)
,
কাব্যঃ বারে, আমার পাঠকের কী হয়েছে খবর নেব না, তার এসএমএস গুলো যে ভালো লাগত?(পাম দিয়ে)
,
তানিশাঃ (বেচারি তো নাগিনীর মতো ডান্স দিতে বাকী) তা শুধুই কী ভালো লাগত??
,
কাব্যঃ কেন? আরও কিছু লাগার বাকী আছে নাকি??
,
তানিশাঃ না সেটা না,, অবশ্য লাগতেও পারে?
,
কাব্যঃ হুম এভাবে চলতে থাকলেই হয়ে যাবে,
,
তানিশাঃ কি হবে???
,
কাব্যঃ যেটা বললে সেটা হবে।
,
তানিশাঃ কী বলুননা!””
,
কাব্যঃ ওইযে ভালো লাগা,,এভাবে যদি কথা বলা যাই তাহলে একসময় হয় যাবে।
,
তানিশাঃ কিন্ত আমার তো অনেক আগেই হয়ে গিয়েছে
,
কাব্যঃ তাই,,তারমানে এবার আমারটা বাকী আছে??
,
তানিশাঃ (এ তুনে কিয়া বলদিয়া তানিশা–মনে মনে) হুম আপনারটা বাকী আছে(দেখাযাক বেটা খচ্চর কী করে)
,
কাব্যঃ আমারটাও তো হয়ে গিয়েছে(মিস তানিশা আমি তোমাকে আজই আমার হাতের মুঠোয় করব,মনে মনে)
,
তানিশাঃ কী হয়েছে??
,
কাব্যঃ ওইযে ভাললাগা,
,
তানিশাঃ শুধু কী ওইটাই আমার তো আরও কিছু হয়েছে
,
কাব্যঃ কী হয়েছে??
,
তানিশাঃ না সেটা বলা যাবে না
,
কাব্যঃ আমি কিন্ত জানি??
,
তানিশাঃ এই বেটা তো মনে হচ্ছে পাকা লুচু এভাবে আমার কথা বুঝতাছে কেমন করে????,(মনে মনে)
কী জানেন??
,
কাব্যঃ জানো, তোমার এই এসএমএস আমি প্রথমে দেখতাম,,প্রতিদিন শুভ সকাল বলা,, খেয়েছেন কীনা খবর নেওয়া, কী করেন সবসময়, বেশি অনলাইনে থাকবে না,প্রেমটেম করবেন না,মেয়েদের সাথে বেশি এসএমএস করা বা কথা বলবেন না, রাতে গুড নাইট বলে ঘুমানো, আর প্রতিটি গল্পে মন ভালো করার মতো কমেন্ট, যেগুলো দেখে আমার খুব ভালো লাগত আর আমার ও এখন তোমার মতো অবস্থা হয়ে গিয়েছে তোমার এই এসএমএস না দেওয়াটা খুব মিস করছি,
,
–কাব্য তানিশার সকল এসএমএস পড়ত ঠিকিই কিন্ত সেগুলো পড়ে আরও বিরক্তিবোধ হতো, কিন্ত আজ সেই কথা গুলো কাজে লাগাচ্ছে,
,
তানিশাঃ কেমন মিস করছেন??
,
কাব্যঃ জানিনা,তবে তোমার এসএমএস গুলো এই কইদিন খুব মিস করেছি
,
তানিশাঃ সেটাই তো বলছি, কেন? মিস করেছেন??
,
কাব্যঃ বুঝেন না নাকি??
,
তানিশাঃ না বুঝি না বুঝিয়ে দেন??
,
কাব্যঃ ভালবাসি(কাব্য ডেভিলের মতো হাসি দিয়ে,,মিস তানিশা এবার দেখি আপনার উত্তরটা কী হয়,মনে মনে)
,
তানিশাঃ কাকে???(আহারে আহারে আহারে এখন যদি রাত না হতো আমি তো………..)

–তানিশা আনন্দে বিছানায় উরাধুরা ডান্স দিতে লেগে গেছে–
,
তানিশাঃ (কিছুক্ষণ পর)না আর না,এতো আনন্দ করলে বেটা অফলাইনে চলে যেতে পারে(তানিশা আর কিছু না করে মোবাইল হাতে নিল)
,
কাব্যঃ বুঝেন না নাকি?কি বলছি??
,
তানিশাঃ না বুঝি না বুঝিয়ে বলেন?
,
কাব্যঃ আমি তোমার এই এসএমএস এর মাইয়াই পড়ে গিয়েছি, i love you তানিশা,
,
–তানিশা বেচারি তো লজ্জাই লাল,এটা যে আজকে হবে তার জানা ছিল না,কী করতে কী করে ফেল্ল সে নিজেও বুঝে উঠতে পারছে না,
,
-আর এদিকে কাব্য তো হেসে এদিকসেদিক হাটাচলা করছে,কারণ এভাবে সে কোন মেয়ের সাথে কোনদিন এসএমএস করে নি, আজ তানিশার সাথে এমন আচরণে এসএমএস করে যেনো তার খুব হাসি পাচ্ছে আর ভাল লাগা কাজ করছে।
,
–কিছুক্ষন নিরবতার পর
,
কাব্যঃ কী হলো কিছু বলবে না???
,
তানিশাঃ এটা কীভাবে হলো আপনার???
,
কাব্যঃ কেন???তোমার ওই devil teacher,devil queen,এসব গল্পে আমাকে যেভাবে টরচার করেছ আর আমাকে নিয়ে যে রোমান্টিকতা করেছ এসব দেখেই বুঝে গিয়েছিলাম তুমি আমাকে ভালবাসে ফেলেছ,তারপর আমিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি,,
,
–হ্যা কাব্য তানিশার এই এসএমএস দেখে বিরক্তি হয়ে যাই তাই সে তাকে ব্লক করার জন্য প্রোফাইলে যাই আর প্রোফাইল চেক করেই কাব্য থমকে যাই,
কাব্য দেখে তানিশা তাকে নিয়ে অনেক গল্প লিখেছে যেগুলোতে কাব্যকে সে অনেক ভালো করে ফুটিয়ে তুলেছে আর সে একটি বজ্জাত মেয়ের অভিনয় ফুটিয়ে তুলেছে,এসব কাব্য দেখে আরও হেসে উঠে তারপর আর কিছু বলে না,,
,
তানিশাঃ আপনি আমার গল্প পড়েছেন??
,
কাব্যঃ হুম,(ডাহা মিথ্যা কথা, শুধু মাত্র গল্প দেখেছে পড়েনি)
,
তানিশাঃ জানেন আমি আপনার গল্প পড়তে পড়তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়ি আর আপনাকে ভালবেসেও ফেলি,,কিন্ত হঠাৎ করেই এক বজ্জাত ডেভিল নাইজেরিয়ার এন্যাকন্ডার সাথে আমার বাবা বিয়ে ঠিক করে ফেলে, আমি অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি, শুধু মাত্র আপনার জন্য,আর জানেন যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল ওই বেটা আমার উপর অনেকভাবে অত্যাচার করেছে,আর আমি চুপচাপ থেকেছি,কিন্ত আপনার কথা ভুলতে না পেরে আমি উনাকে সব কিছু বলে দি তারপর আমার বাবার পায়ে ধরে কান্নাকাটি করার পর তিনি এই বিয়ে বন্ধ করে??
,
–কাব্য রেগে গিয়ে তানিশাকে কী বলবে ভেবে পাচ্ছে না, সে এখন কিছু বলতেও পারছে না,,
,
কাব্যঃ whatever অত্যাচার তো আমি তোমার উপর করবই মিসেস হবু তানিশা মাহমুদ,, তুমি যখন মিথ্যা বলেছ তাহলে সেটা আমি সত্য করব,,(দাঁতে দাঁত চেপে)
,
তানিশাঃ কী হলো?? আমি আপনাকে এতো কথা বললাম আর আপনি কোন উত্তর দিচ্ছেন না কেন???
,
কাব্যঃ (নিজেকে কন্ট্রোল করে) থাকনা ওসব অতীত, যা হয়েছে সব ভুলে যাও
,
তানিশাঃ হুম,ভুলে গেলাম?
,
কাব্যঃ আচ্ছা তুমি এখন কী কর???
,
–কাব্য সব কিছু জানার পরেও জিজ্ঞেস করল তানিশাকে,
–তানিশা তার পরিবার তার দুষ্টুমি, পড়াশোনা, ইত্যাদি সকল বিষয়ে বল্ল,
,
আর কাব্য একটাও পড়ল না,কারণ সে জানে তানিশা তাকে কী বলবে,,সব তো জানেই,,
,
কাব্যঃ বাহ্ খুব সুন্দর তো,
,
তানিশাঃ হুম,আমাদের family একটি happy family
,
,
কাব্যঃ হুম বুঝলাম, কিন্ত এবার কী করব??
,
তানিশাঃ কী??
,
কাব্যঃ বোঝ না?আমরা যখন একে উপরকে ভালবাসি তাহলে তো আমাদের বিয়ে করতে হবে,,
,
তানিশাঃ বাহ্ একে তো তারছেড়া ভেবেছিলাম, কিন্ত এ বেটাও তো চালু আছে,(মনে মনে)
,
কাব্যঃ কী হলো??
,
তানিশাঃ না মানে আমরা আগে দেখা শোনা, পরিবার সম্পর্কে সব কিছু মতামত নিয়েই নাহয় সিদ্ধান্ত নিই??
,
কাব্যঃ আমার পরিবার রাজী আর তোমার??
,
তানিশাঃ আমারও তো হ্যা বলেছে,, তাহলে এখন কী করব?
,
কাব্যঃ আমি আগামীকাল তোমাকে আমার বাবা-মা নিয়ে দেখতে আসব -রাজী??
,
–তানিশা তো আনন্দে আত্নহারা, সব জেনো তার কাছে সপ্নের মতো লাগছে?
,
তানিশাঃ আচ্ছা এটা আমার সাথে সপ্ন হচ্ছে না তো??? চিমটি কেঁটে দেখি তো,,,, আউউউউউচ্চচ্চচ (চিমটি কেটে). তারমানে এটা ????,,
,
কাব্যঃ কী হলো বলো??আমি আগামীকাল আসছি তোমাকে দেখতে
,
তানিশাঃ আমি কিছু জানিনা,,
,
কাব্যঃ ইস্ লজ্জা পেয়েছে? আচ্ছা তোমার বাসা কোথাই??(জেনেও জিজ্ঞেস করছে)
,
তানিশাঃ আমার বাসা তো মেহেরপুর বড় বাজারের কাছে যে মসজিদ আছে সেই মসজিদ এর বাম পাশে যেই বাসা সেটা আমাদের?,
,
কাব্যঃ মেহেরপুর মানে মুজিবনগর???
,
তানিশাঃ হুম,,,,
,
কাব্যঃ আচ্ছা dear good night আমরা তাহলে আগামীকাল দেখা করছি একেবারে engaged complete, করব
,
তানিশাঃ আপনিই সত্যিই আসছেন??
,
কাব্যঃ কেন? কোন সন্দেহ??
,
তানিশাঃ না
,
কাব্যঃ হুম good night,, ঘুমাও
,
তানিশাঃ ok good night
,
-দুজনেই অফলাইন হলো, আর দুজনেই হাসিমুখে আজ আনন্দের ঘুম ঘুমালো,,
,

>আমি আর এই গল্পটা বেশি বড় করতে চাইছি না,, তাড়াতাড়িই শেষ করে দেব,,,
,
নতুন লিখছি তো তাই সেভাবে গুছিয়ে নিতে পারছি না সব কিছু,,,,
কিন্ত হ্যা আমার এই গল্প কোন নাটক বা মুভির সাথে মিল নেই

এটা আমার সম্পন্ন মেধা দিয়ে বের করে লিখছি
,
নাটক বা মুভির সাথে মিল থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত<

চলবে,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে