মেঘের ভেলায় চড়ে পর্ব-১২

0
875

#মেঘের_ভেলায়_চড়ে
#Part_12
#Ariyana_Nur

গাড়ির সাথে হেলান দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেট টান দিয়ে নাক মুখ দিয়ে ধূয়া উড়িয়ে চলেছে ফাহাদ।।মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হওয়াতে সে চরম রেগে আছে।তার থেকে বেশি রেগে আছে একটু আগে কল এ থাকা মেয়েটার উপর।মেয়েটাকে সামনে থাকলে হয়তো এতোক্ষনে ফাহাদ মেয়েটার গালে কয়েকটা চড়-থাপ্পড় লাগিয়ে বসত।

ফ্লাসব‍্যাকঃ

মাঝরাস্তায় গাড়ি নষ্ট হওয়াতে ফাহাদ গাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছে।ফাহাদ গাড়িতে বসেই চোখ বুলিয়ে আশেপাশের পরিবেশটা দেখে নিল।মানুষজন তেমন না থাকায় গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাড়ালো।জনবানহীন রাস্তায় রাতের আধারে শরীরে মৃদু বাসাত লাগাতে হিংস মনটা কিছুটা ফুরফুরে হয়ে উঠল।আশেপাশে চোখ বুলাতেই এক জায়গায় চোখ স্থির হয়ে গেলো।বোরকা পরা দু’জন মহিলা জনমানবহীন রাস্তায় দাড়িয়ে রয়েছে।একজনের মাক্স দিয়ে মুখ ঢাকা।আরেকজন নিকাব দিয়ে মুখ ঢেকে রেখেছে।ল‍্যাম্প পোষ্টের হলদেটে আলোতে দূর থেকে ফাহাদ নিকাব পরা মহিটাটির দিকে তীক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো।কেন যেন তার অবাধ‍্য মন বলছে এটাই তার পাখি।মস্তিষ্ক বলছে,কিছুতেই না।একে দেখতেই মনে হচ্ছে সে চাচি, খালাম্মা দের মত বয়ষ্ক কেউ হবে।এ তোর পাখি কিছুতেই হতে পারে না।মন আর মস্তিষ্কের কথায় দোটানায় পরে গেলো ফাহাদ।শেষে মন,মস্তিষ্কের সাথে সাথে যুদ্ধ করতে করতে ফাহাদ আনমনে তাদের দিকে পা বাড়ালো।কয়েক কদম ফেলতেই তার ফোনটা বেজে উঠল।ফাহাদ ফোন বের করে সামনে দিকে কদম বাড়াতে বাড়াতে কল রিসিভ করে হ‍্যালো বলতেই অপর পাশ থেকে একটা মিস্টি সুরে ভেসে এল,

—কেমন আছো মাই হিরো?

মেয়েটির কথা শুনে ফাহাদ এর পা থেমে গেলো।কপালে ভাজ ফেলে গম্ভীর কন্ঠে বলল,

—সরি?

মেয়েটি অপর পাশ থেকে খুশি খুশি কন্ঠে বলল,

—ওহ্ মাই আল্লাহ!আমার হিরো আমায় সরি বলছে।কি কিউট আমার হিরোটা।তোমার সরি বলতে হবে না জানু।আমি তোমার উপর একটুও রেগে নেই।আমি তো তোমায় অনেক অনেক লাভ করি।আমি কি তোমার উপর রেগে থাকতে পারি বল?

মেয়েটির কথা শুনে ফট করেই ফাহাদ এর মাথা গরম হয়ে গেলো।ফাহাদ তেজি গলায় বলল,

—এই মেয়ে কে তুমি?পাগলের মত উল্টাপাল্টা কি সব বলে চলেছো?

মেয়েটা কিছুটা ন‍্যাকা কন্ঠে বলল,

—বেবী তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন?তুমি কি আমার উপর রেগে আছো?আচ্ছা বাবু আই এম সরি।আর কখনো তোমায় রাগাবো না।সরি সরি সরি।আ…..।

মেয়েটির আর কিছু বলার আগেই ফাহাদ মেয়েটাকে ইচ্ছেমত ঝেড়ে কল কেটে দিলো।ফাহাদ ফোস ফোস করে নিশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো।কিন্তু তার আগেই তার ফোনটা পূনরায় চেচিয়ে উঠল।ফাহাদ আননোন নাম্বার দেখে ফোন রিসিভ করেই চেচিয়ে কিছু বলার আগেই অপর পাশ থেকে পূনরায় মিস্টি সুরে ভেসে এল,

—সরি সরি সরি ভাইয়া।আসলে আমরা বন্ধুরা মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিলাম।উল্টাপাল্টা একটা নাম্বার কল দিতেই আপনার নাম্বারে লেগে যায়।সরি ফর এগেইন।আমাদের মজার জন‍্য আপনার হয়তো সমস‍্যা হতে পারে।আপনার স্ত্রী অথবা গার্লফ্রেন্ড সাথে থাকলে সন্দেহ করতে পারে।তাই পূনরায় ফোন করে সত‍্যিটা বলে দিলাম।সরি।

মেয়েটা গরগর করে একা একাই সব বলে ফাহাদকে কিছু বলতে না দিয়ে লাইন কেটে দেয়।মেয়েটির কথায় ফাহাদ এর হুস হলো।সে কোন উদ্দেশ্যে এদিকে পা বাড়িয়েছিলো।প্রথবার মেয়েটির গা জ্বলানো কথায় তার মাথাই যেন এলোমেলো হয়ে গিয়েছিলো।ফাহাদ আশেপাশে চোখ বুলিয়ে বোরকা পরা মহিলাদের খুজে নিল।কিন্তু কোথাও তাদের দেখতে পেল না।নিজের লোকদের জিগ‍্যেস করতেই তারা বলল,তারা তাদের দেখেনি।সব শুনে ফাহাদ নিজের রাগ কন্টল করতে না পেরে ফোনের মেয়েটাকে আরো কিছু কথা শুনানোর জন‍্য ঐ নাম্বারে কল করলো।কিন্তু কল ঢুকলো না নাম্বার বন্ধ।তাতেই যেন ফাহাদ এর রাগ আরো বেড়ে গেলো।

বর্তমানঃ

ফাহাদ সিগারেট এর ধূয়া উপরের দিকে উড়িয়ে দিয়ে বিরবির করে বলল,

—কতদিন আর পালিয়ে বেড়াবে পাখি?একদিন না একদিন তো এই ফাহাদের নিড়ে ফিরতে তোমার হবেই।হোক সেটা জীবিত অথবা মৃত।

________

ফাইজা ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে।গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।বাসায় এসে ঢকঢক করে কয়েক গ্লাস পানি পান করেও যেন তার গলা ভিজেনি।তখন ফাহাদকে ওদের দিকে পা বাড়াতে দেখেই দুজনের প্রান পাখিটা ছুটাছুটি করা শুরু করে দিয়েছিলো।সেখান থেকে যে পালাবে তারও কোন উপায় ছিলো না।ভাগ‍্য সহায় ছিলো বলে ঠিক টাইমেই একটা খালি সি এন জি পাওয়াতে তাতে উঠে পরেছিলো।

—তোমার কি কান্ডজ্ঞান বলতে কিছু নেই ফাইজা?কোন জ্ঞানে তুমি ভাবিকে সাথে নিয়ে গিয়েছিলে?আল্লাহ না করুক আজ যদি কিছু হয়ে যেত তখন কি হত?

তিহান এর রাগি গলার কথা শুনে ফাইজা কাদো কাদো ফেস করে তিহান এর দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল,

—বুঝতে পারিনি তিহান এতো দেড়ি হয়ে যাবে।ভেবেছি গাড়ি করে যাবো আর আসবো।মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়েই যতো ঝামেলা হল।

কথাগুলো বলতে বলতে ফাইজা ফুপিয়ে কেদে উঠল।তিহান ফাইজার ভীতু কন্দনরত মুখের দিকে তাকাতেই তার সব রাগ চলে গেলো।তিহান বাসায় ফিরে ফাইজার মুখে সব শুনতেই সে নিজের রাগ কন্টল করতে না পেরে ফাইজাকে বকাঝকা করে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে।তিহান বড় করে কয়েকটা নিশ্বাস ফেলে ফাইজার সামনে বসে ফাইজাক এক হাতে আগলে অপর হাতে ফাইজার চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল,

—বেশি ভয় পেয়েছিলে?

তিহানের নরম গলার কথা শুনে ফাইজা তিহানকে জড়িয়ে ধরে ঢুকরে কেদে উঠল।কান্নারত গলায় বলল,

—অনেক ভয় পেয়ে গিয়েছিলাম।নিজের জন‍্য না রাইজুর জন‍্য।আমার বোকামির জন‍্য আজ যদি রাইজুর কিছু হয়ে যেত তাহলে কি হত তিহান?কি করে নিজেকে ক্ষমা করতাম আমি?

তিহান ফাইজার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল,

—যা হয়েছে তো হয়েছে।এই নিয়ে আর ভেবে না।সামনে কোন কিছু করার আগে একটু ভেবে চিন্তে কাজ করবে।তাহলেই হবে।

_________

বেডের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে রাই।ভয়ে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে রয়েছে তার।আজ যদি কোন ক্রমে সে ফাহাদ এর হাতে পরতো তাহলে ফাহাদ তার কি অবস্থা করত?ফাহাদ কি তাকে কোন ভাবে চিনতে পেরেছে?যদি চিন্তে না পরে তাহলে তাদের দিকে তাকিয়ে তাদের দিকে পা কেন বাড়াচ্ছিলো?আর যদি চিনতেই পারে তাহলে এতো শান্ত কি করে ছিলো?রাই এর নানান চিন্তা ভাব নার মাঝেই শব্দ করে দরজা লাগানোর শব্দে রাই চমকে উঠল।সামনে তাকাতেই দেখে তীব্র দাড়িয়ে আছে।তীব্রকে দেখে রাই তড়িঘড়ি বেড থেকে নামলো।কিছু বোঝার আগেই ঝড়ের গতিতে তার সামনে এসে তার বাহু চেপে ধরল। রক্ত চক্ষু করে তার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল,

—ইডিয়েট,স্টুপিট মেয়ে!কাকে বলে বাসার বাহিরে পা দিয়েছিলে?

তীব্রর ধমকে রাই কেপে উঠল।তীব্রর রক্ত চক্ষুর দিকে তাকাতেই তার শরীর মৃদু কাপতে লাগলো।কাপাকাপা গলায় কিছু বলার আগেই তীব্র পূনরায় ঝাঝালো গলায় বলে উঠল,

—নেক্সট টাইম যদি শুনি আমায় না জানিয়ে বাসার বাহিরে পা রেখেছো, তাহলে সারাজীবনের জন‍্য পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো।কথাটা মনে কথা।

কথাগুলো বলে তীব্র রাইকে ছেড়ে দিয়ে উল্টোদিকে ঘুড়ে দাড়িয়ে বড় করে নিশ্বাস ফেলে নিজেকে কন্টল করতে লাগলো। তীব্রর বকাশুনে রাই মাথা নিচু করে নিরবে চোখের জল ফেলতে লাগলো।একে এমনি ভয় পেয়ে রয়েছে তার উপরে তীব্রর এমন ব‍্যবহারে ভয়টা আরো বেড়ে গেছে।হুট করেই তীব্র ঘুড়ে রাইকে জড়িয়ে ধরল।তীব্রর কাজে রাই স্টেচু হয়ে গেলো।আপনা আপনি কান্না বন্ধ হয়ে গেলো।তীব্র রাইকে জড়িয়ে ধরে বিরবির করে বলতে লাগলো,

—আজ যদি তোমার কোন ক্ষতি হয়ে যেত তখন কি হত?কি করে নিজেকে সামলাত আমি?

#চলবে,

(বানান ভূলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন‍্যবাদ)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে