প্রেমোদক – লেখাঃ আবির

0
538

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

প্রেমোদক
লেখাঃ আবির
(Abir Chowdhory)

আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার
কখনো দমে যাইনি, হয়ে একাকার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি, আকাশ ভরা জোসনা তারার।
আমি প্রেমে পড়েছি, সাথী,অনু, অনামিকার।
কখনো হেরে যাইনি, শিখেছি বার বার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি, হাস্যজ্বল মায়াবি কিশোরীর।
আমি প্রেমে পড়েছি, নীল চুড়ি আর কালো শাড়ীর।
কখনো বিভোর হয়েছি প্রেমে, ঐ কৃষ্ণচূড়ার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি,
হলদে শাড়ী গায়ে জড়ানো বাঙ্গালি বধুয়ার।
আমি প্রেমে পড়েছি,
নব নীলে ছায়া, ঐ নীলিমার।

আমি প্রেমে পড়েছি, মেঘো মন্ডলের মায়ার।
আমি প্রেমে পড়েছি, স্নিগ্ধ শীতল ধোঁয়াশার।
কখনো ভয় করিনি, দেখে অমানিশা-অন্ধকার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি, দক্ষিণামলয় তোমার।
আমি প্রেমে পড়েছি, সুপ্ত নিস্ক্রিয় অমাবস্যার।
কখনো রূপ বদলে বিমোহিত হয়েছি বার বার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি,
অন্ধকার অনাবৃত ঘন কুয়াশার।
আমি প্রেমে পড়েছি,
শিশির ভেজা ঐ স্নিগ্ধ ঘাসের ছোঁয়ায়।
কখনো ছুঁয়ে দেখা হয়নি, হয়ে দুর্বার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি,
অজপাড়া গাঁ বেয়ে চলা মেঠোপথের।
আমি প্রেমে পড়েছি,
আশ্বিনের নবান্ন ঊৎসবের।
কখনো প্রেমে পড়েছি, নিষ্ক্রিয় অববাহিকার।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

আমি প্রেমে পড়েছি, পদ্মা, মেঘনা, যমুনার।
আমি প্রেমে পড়েছি, তীর ভাঙ্গা বেষ্টনী তোমার।
কখনো হারিয়ে যাইনি, অতল গহ্বর।
আমি প্রেমে পড়েছি, বহুজনে বহুবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে