যায় না বুঝা – লেখনীতে: ফারহানা তাবাসসুম

0
473

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: যায় না বুঝা
লেখনীতে: ফারহানা তাবাসসুম

কেউবা রাজা কেউবা প্রজা
যায় না বুঝা লীলা,
কোথাও ঝরে অগ্নি বৃষ্টি
কোথাও বরফ শিলা।

কেউ পেয়েছে দু-হাত ভরে
কেউ পেয়েছে হেলা,
মনের মাঝে অবিরত
কিসের চলে খেলা?

রঙে ডুবে কারো জীবন
কারো সাদামাটা,
সুখের খোঁজে কারো আবার
আজন্ম কাল কাটা।

কারো বসত অট্টালিকায়
কারো খড়ের চালা,
উপচানো সুখ কারো ঘরে
কারো সুখে তালা।

খাবার থেকেও পায় না ক্ষুধা
কেউবা ক্ষুধায় মরে,
কারো মাথায় আকাশের ছাদ
বৃষ্টি হয়ে ঝরে।

সৃষ্টি সকল সূক্ষ্ম অতি
নাইতো সাধ্য কারো,
তোমার ইচ্ছেয় ভুবন চলে
কারো ধার না ধারো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে