স্বাধীনতার সংগ্রাম (তায়্যিফা আক্তার শিফা)

0
503

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতাঃ
স্বাধীনতার সংগ্রাম
(তায়্যিফা আক্তার শিফা)

পাকবাহিনীর শোষন-অত্যাচারে,
লোকজন ভয়ে ঘরবাড়ি ছাড়ে।
নির্বিচারে মারে মানুষ কত!
পুড়ায় গ্রাম যে শত শত।
স্বাধীনতার ডাক দেন মুজিব,
যুদ্ধের সাজ এলো বুঝি।
আজ করব যুদ্ধ গড়ব দেশ,
শোষন-শাসন হবে শেষ।
করল যুদ্ধ লড়লো তাঁরা,
দেশের সাথে শহিদ যাঁরা।
তাঁদের রক্তে গড়লো বেশ,
আমাদের এই স্বাধীন বাংলাদেশ।????????

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে