সুখের সাথী ইংলিশ – লেখা- মুহাম্মদ উসমান

0
542

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- সুখের সাথী ইংলিশ
লেখা- মুহাম্মদ উসমান

দুঃখের সাথী অন্ধ আমার
সুখের সাথী ইংলিশ,
সারাদিন পড়তে পড়তে
ধরায় মাথায় বিষ।
সুযোগ পেলে কাঁদায় আমায়
এই তার দৃশ্য,
খারাপ করেছো কিসে তুমি
বলতে হবে নাকো।

ইংলিশ অনেক খারাপ বটে
ছাড়তে চায় না পিছু,
পড়তে গেলেই টেবিলেতে
আমার মাথা নিচু।
মা বলে মোর খোকা সোনা
পড়ায় ব্যস্ত রয়,
পরীক্ষা হলে আমার বুকে,
তড়াস করা ভয়।
মাঝে মাঝে সময় খুঁজে
স্যারের পিছু ঘুরি,
বিনিময়ে স্যারের কাছে
ইংলিশ প্রাইভেট পড়ি।

এত পড়ছি ইংলিশ আমি
খেয়ে আদাজল,
পাচ্ছি না যে ভালো কিছু,
শুধু খারাপ ফল।
ইংলিশেতে করছি খারাপ
শুনছে বাবা রোজ,
আমায় নিয়ে ভাবেন না যে,
রাখেন না এর খোঁজ।

ইংলিশ আমায় চেক দিয়েছে,
ইংলিশ যেন বীর
আগষ্ট মাসে গ্রেড-সি পেয়ে
রেজাল্ট আমার স্থির।
শুনছে না কেই আমার কথা
বলছে ইংলিশ পড়ো,
ইংলিশ দিয়েই নিজের জীবন
সুন্দর করে গড়ো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে