শবদাহ ,কবি: সাজিদুর রহমান সাজিদ

0
500

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
কবিতা: শবদাহ
কবি: সাজিদুর রহমান সাজিদ

অরুনীমা’র প্রস্হানটা ছিল কাল বৈশাখী ঝড় কিংবা জলোচ্ছ্বাস সুনামির চেয়েও বেশি কিছু –
সাত সাগর তেরো নদী পাড়ি দিলেও সেই রাবীন্দ্রিক প্রেম আর কোনদিন হবে না।
রং তুলি নিয়ে জয়নুল হবার সাধ জন্মেই ঘুচে গেছে,জীবনানন্দময় স্বপ্ন এখন আর তাড়া করে না।

এক জীবন ফেলে এসে দেখি আমি অনেকটা বদলে গেছি-
লিখতে গেলে এখন আর কাব্য আসে না,রগচটা মেজাজে চলমান প্রবাহিত ধারা।
এখন আমার আয়না,আমার প্রতিচ্ছবি আমাকেই চমকে দেয়।
নক্ষাত্রিক চোখে আকাশে তাকিয়ে দেখি ঘন কালো কুচকুচে অন্ধকারাচ্ছন্ন মেঘের ভীড়ে তোমার শব পোড়া।

আমি জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি –
বেঁচে থেকেও সেই মরণোন্মুখ পথ খুঁজে যাচ্ছি,
অবিরত মুক্তির পথ খুঁজে যাচ্ছি,
সেই কবে থেকে-
এক অবিস্তীর্ণ বিন্দুর মতো হে জগদ্বাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে