রোমান্টিক বুড়ো বর ৪র্থ পর্ব

0
1490

#রোমান্টিক বুড়ো ? বর
#৪ পর্ব
#Mitu Jahan Mitu
,
,
দুপুর হয়ে এলো তাই আমি নিচে এসে দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে , সাথে আব্বু ও।
(আমি গিয়ে টেবিলে বসে আম্মু কে বললাম)
,
আমি: আম্মু খেতে দাও তো খুব জোরে খিদে লেগেছে।
,
আম্মু:জামাই কোথায়,
জামাইকে নিয়ে আসতে পারলি না মা।
,
আমি: আমি জানি না তোমাদের জামাই কোথায়,
আর আমি পারবো না আনতে ডেকে ,
তোমাদের জামাই তোমরাই আনো গিয়ে।
,
আব্বু:কি হচ্ছে কি এসব ?তুলি,
দিনে দিনে বড় হচ্ছো আর বেয়াদব হচ্ছো ।
যাও এখনি পারভেজ কে ডেকে নিয়ে এসো।
এ নিয়ে আর একটাও কথা আমি শুনতে চাই না।
,
আমি: আব্বুর কথা শুনে আমার কান্না? চলে আসলো ,
কোনো রকমে টেবিল থেকে উঠে চলে আসলাম,
হাদারামটাকে ডাকতে।
,
আম্মু:এই কি দরকার ছিলো মেয়েটাকে এমন করে বকার ।
এমনিতেই তো আমার মেয়েটার মন খারাপ,
তার উপরে তুমি এমন করতে পারলে।
,
আব্বু:দেখো তুলির মা আমি যা করেছি মেয়ের ভালোর জন্যই করছি।
আর আমার যতোটুকু মনে হয় এখনোও তোমার মেয়ে পারভেজ কে মেনে নেই নি।
তাই আমি চাই আমার মেয়ে বুঝুক পারভেজ এর কাছেই ওর আসল ঠিকানা।
,
আম্মু:এর কারনে তো ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ,
,
আব্বু: তুমি চিন্তা করো না, যখন তুলি পারভেজ কে মেনে নেবে তখন আপনা আপনিই ও বুঝবে আমি ওর ভালো ছাড়া খারাপ চাইনি।
,
আম্মু:তাই জেনো হয় গো , আল্লাহ আমার মেয়েটাকে বুঝ দিক ।
,
,
ঘরে ঢুকার আগে আমি চোখের পানি মুছে ফেললাম যাতে বুড়ো টা না দেখতে পায় আমি কাঁদছি,
নয়তো আবার লজ্জা দেবে বাচ্চা বলে,
ঘরে ঢুকে দেখি আমার বুড়ো বরটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত।
,
আমি:এই যে শুনছেন—
,
পারভেজ: হুম বলো ,
,
আমি: আম্মু নিচে ডাকছে আপনাকে ,খাবেন চলুন।
,
পারভেজ:ওহ আচ্ছা তুমি যাও আমি আসছি
,
আমি: আমি যাবো মানে , আব্বু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে বুঝলেন।
,
পারভেজ: আব্বু বলেছে তাই এসোছো ,
আমি তো মনে করেছি আমাকে ভালোবেসে নিতে এসেছো।?
,
আমি:ইসসস কি শখ আমি উনাকে ভালোবেসে নিতে আসবো ?,
আমার তো বয়েই গেলো আপনার মতো বুড়োকে ভালোবাসতে ?
,
পারভেজ: একদিন ঠিকই ভালোবাসবে এই বুড়োকে মনে রেখো।
,
আমি:সেগুরে বালি , আপনার এই শখ কখনোই পূরণ হবে না বুঝলেন।
,
পারভেজ:সময় সব বলে দেবে?
,
আমি: ওকে ,এখন চলুন নিচে সবাই অপেক্ষা করছে।
,
পারভেজ:হে চলো ☺️
,
(টেবিলে বসে আমি খাচ্ছি আর আমার বুড়ো বরটা আর আব্বু আম্মু বকবক করছে আর আমি দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছি)
,
আব্বু:তা বাবা পারভেজ , তোমার চাকরির খবর কি?
,
পারভেজ: এইতো আব্বু ভালোই ,
,
আম্মু:তা তোমার বোনেরা কেমন আছে বাবা?
,
পারভেজ:জি আলহামদুলিল্লাহ ভালো আছে।
,
আব্বু:তা বাবা কয়েক দিন থাকতে হবে কিন্তু।
,
পারভেজ: না আব্বু কালকেই চলে যেতে হবে , কালকেই ছুটি শেষ।
,
আম্মু:কি বলো কি বাবা মাএ আজ এলে,
আর কালকেই চলে যাবে তা কেমন করে হয়।
আর মেয়েটাও মাএ এলো
,
,
পারভেজ: না মানে আম্মু,ছুটি তো শেষ তাই আর কি।
কিন্তু তুলি যদি কয়দিন থাকতে চায় ও থাকুক পরে এসে না হয় আমি নিয়ে যাবো।
,
আমি:(আমি হঠাৎ বলে উঠলাম — না আমি ও চলে যাবো আপনার সাথে )
,
আম্মু:কেনোরে মা ?
,
আমি: এমনিতেই থাকবো না ।
,
আব্বু: আচ্ছা সে যাবা যাবে না হয় এখন কথা না বলে জামাইকে খেতে দাও তুলির মা
,
(আমি মনে করেছিলাম আব্বু একটাবার হলেও বলবে তুলি মা কয়েক দিন থেকে যা ,
কিন্তু আব্বু একটি বার ও বললো না)
,
খাবার শেষ করে আমি চলে গেলাম রুমে সাথে আমার বুড়ো বরটাও।
আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর উনি ঘরে এসে শার্ট প্যান্ট পড়ছে।
,
আমি: কোথায় যাচ্ছেন ,এই ভরদুপুরে আপনি?
,
পারভেজ: তেমন কোথাও না , আমার এক কলিগ এর সাথে দেখা করতে।
,
আমি: ছেলে না মেয়ে ? কলিগ।
,
পারভেজ: মেয়ে কলিগ, খুব ভালো মেয়েটা ☺️
,
আমি: (? খুব ভালো তাই না) তা বিবাহিত নিশ্চয়।
,
পারভেজ:আরেহ না,এখনোও বিয়ে করে নি।
,
আমি:কেনো বিয়ে করে নি ?
,
পারভেজ: আজব কেনো বিয়ে করে নি তা আমি কি জানি।আর ও দেখতে ও অনেক সুন্দর?
,
আমি:(অনেক সুন্দর তাই না ??বুড়ো লুচু , দাঁড়া তোকে দেখাব মজা (মনে মনে) )
আচ্ছা কেমন সুন্দর মেয়েটা
,
পারভেজ: দাঁড়াও বলছি (এই বলে পারভেজ আমার কাছে আসতে লাগলো)
,
আমি:এই কি হচ্ছে কি, আপনি আমার কাছে ???আসছেন কেনো——-
,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে