রূপের তরী পর্ব-১০

0
1890

#পর্ব_১০
গল্পঃ #রূপের_তরী??
writer: #Ashura_Akter_Anu
……
একনাগাড়ে ফোনের রিং বেজেই চলেছে। রাত্রি এগারোটার সময় সাধারনত আদ্রিয়ান ডিনার করে। এমন সময় কারও ফোন আশা করেনা সে। করলেও যদি কোন পেশেন্ট থাকে,তাদের ফোন ধরে। বিরক্তির সাথে ফোনটা ধরার পর ওপাশে যখন আরশের বলার আওয়াজ পেল, রাগে আদ্রিয়ানের চোখমুখ লাল হয়ে গেল।

ধমকের সুরে আরশকে বলে সে,

–রাত এগারোটার সময় পড়াশুনা ফেলে রেখে ফোন দেওয়া হচ্ছে? তোমার সমস্যাটা কি আরশ?তুমি কি একজন ভালো ডক্টর হতে চাওনা?

–সরি স্যার, আসলে ভাবলাম আপনি তো অনেক রেগে আছেন। যদি আরও বেশি রাগ করে ফেলেন আমার ওপর?এমনিতেও কাল আপনি দেখা করতে বলেছিলেন করিও নি,

–আরশ!(হালকা মুচকি হেসে)

–জ্বি আদ্রিয়ান বলুন।

–সরি আজকে ক্লাসরুমে তোমায় বকলাম। তবে একটা জিনস কি যানো?তুমি আসলেই পড়াশুনা ঠিকমতো করছোনা।এ জন্যই তোমার ওপর অনোকটা রাগও আছে আমার।

–সরি, বাট আজকে আপনি যে স্টোরিটা শোনালেন, তার পর, শুধু ওখানেই মন পড়ে থাকে। রূপ ও তরীর তারপর কি হল তা না জেনে থাকতে পারছিনা। আমায় কি বলবেন?

–ওকে, ডু ওয়ান থিং। তুমি টার্মে ভালো রেজাল্ট করো, দেন তোমায় একটা সারপ্রাইজ দিব আমি।

–সারপ্রাইজ টারপ্রাইজ আমার লাগবে না। আপনি আমায় ওদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি বলুন।

–আরশ!(গম্ভীরমুখে)

–ওকে ওকে,তাহলে কবে দেবেন সারপ্রাইজটা?

–সারপ্রাইজটা তখনই পাবে যখন তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে। সো বি প্রেপেয়ার্ড ফর ইয়োর টার্ম।

–ওকে। তাহলে রাখি।।

আদ্রিয়ান ও আরশ দুজনে এখানে লাভ বার্ডস এর মতন। ওরা দুজনই দুজনকে পছন্দ করে। ওদের প্ল্যান আছে, আরশের মেডিকেল লাইফ শেষ হওয়ার পরই দুজনে বিয়ে করবে।

আজ সকালে যখন আদ্রিয়ান ক্লাসে ঢুকল সব স্টুডেন্টদের আগে থেকেই প্লান ছিল, আজ ক্লাস করবেনা। তাই আদ্রিয়ানকে সবাই জেকে ধরে বসে কোন একটা গল্প শুনবে। সেই থেকে আদ্রিয়ান #রূপ ও তরীর এই গল্পটি ওদের মাঝে তুলে ধরে। যদিও এটা গল্প নয়। এটি গল্প হলেও সত্যি।
…..
দু মাসের মাথায় গিয়ে টার্ম শুরু হয়। এ দু মাসে আরশ প্রচন্ড মন দিয়ে পড়াশুনা করে। এমনিতেও সবকিছুই ওর পড়াই ছিল, শুধু রিভুশন দিয়ে পড়াগুলো আবারও ক্লিয়ার করে নিল সে।
অনেক ভালোভাবে আরশের টার্মটা শেষ হলো। এবার নিশ্চিত সে টপ করবে।

রেজাল্টের দিন আরশ টেনশনে ছিল প্রচুর। এ কারনে নয় যে কি রেজাল্ট হবে, এ কারনে যে সারপ্রাইজটা কি হতে চলেছে। রেজাল্ট আসলো।
হ্যাঁ সত্যিই আরশ টপ করেছে। সব ফ্রেন্ডরা ওকে নিয়ে মাতামাতি করছে, তবে আরশ অন্য চিন্তায় বিভোর। তানিয়া ওকে ধাক্কা দিয়ে বলে,

–কিরে কি চিন্তা করছিস?নে এবার তো টপ করলি। আদ্রিয়ান স্যার তো আর কিছুই বলবেনা তোকে।
আরশ মনে মনে ভাবছে,
“তোকে কি করে বলি, আজ যে একটা সারপ্রাইজ পাওয়ার কথা, তবে সেটা যে কী হবপ তা ভেবেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।।”
এর মাঝে আরশের ফোনে টুং করে শব্দ হয়ে একটা মেসেজ আসলো। মেসেজটা আদ্রিয়ানের। এবং তাতে লেখা আছে “পাঁচ মিনিটের মধ্যে পার্কিং স্পেসে দেখা করো”।
তানিয়াকে হোস্টেলে যেতে বলে, দৌড়ে চলে যায় গাড়ি পার্কিংয়ের স্পেসের দিকে। সেখানে গিয়ে দেখে আদ্রিয়ান হাসিমুখে হাতে হাত গুজে দাড়িয়ে আছে।

আদ্রিয়ানের বর্ননা দেই একটু,
৫’৯” লম্বা ও ধবধবে ফর্সা গায়ের রং। গালে হালকা খোচা খোচা দাড়ি। চুলগুলো স্পাইক করা। চোখের পাপড়ি অনেকটা ঘন এবং চোখের মনি একটু বাদামী রংয়ের।

অন্যদিকে আরশ,বলা চলে একটা চলতে ফিরতে পরী। যেমনটা সুন্দরী ঠিক ততটাই চঞ্চল। সাথে প্রচন্ড মেধাবী।

আরশ সেকেন্ড ইয়ারের প্রথমদিকে থাকাকালীন আদ্রিয়ান ওকে প্রোপোজ করে।যেহেতু স্যার তাি মুখের ওপরেই হ্যা বলতে পেরেছিল না আরশ। কিছুদিন সময় নিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় সে।
..
হাফাতে হাফাতে আরশ যখন আদ্রিয়ানের সামনে গিয়ে দাড়ায়, আদ্রিয়ান খানিক হেসে দিয়ে বলে,
–দৌড়ে আসার কি দরকার ছিল?হেটে আসলেই তো পারতে।

–না মানে,আপনি বলেছিলনেন পাঁচ মিনিটের মাঝে আসার কথা। তাই ভাবলাম যদি..

–যদি আমি আবারও বকা দেই?

–না না, সেটা নয়,।

–সেটা কি অন্যটা তা নাহয় পরে বুঝবো, এখন গাড়িতে ওঠো।কোথায় যাচ্ছ কি না যাচ্ছ এমন কোন প্রশ্ন করতে পারবেনা ওকে?

–কিন্তু বলবেন তো,কো..(ওহ সরি,জিহ্বায় কামড় দিয়ে)

–চুপচাপ গাড়িতে বসো।

আরশ আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে, আরশের চুপ হয়ে যাওয়া দেখে আদ্রিয়ান লুকিয়ে হেসে দেয়। এরপর সেও গাড়িতে উঠে। গাড়ি স্টার্ট করে চলতে থাকে আদ্রিয়ানের উদ্দেশ্যের দিকে।

আদ্রিয়ান গাড়িটি এয়ারপোর্টের সামনে এসে দাড় করায়।
–এয়ারপোর্টে কেন এলাম আমরা?বিদেশে বেড়াতে যাচ্ছি নাকি?

–বলেছিনা চুপচাপ থাকো।

–ওকে(মুখ ভার করে)

–এভবে সারাদিন গাড়িতেই বসে থাকবে নাকি বেরও হবে?

–ওহ হচ্ছি তো.।

গাড়ি থেকে বের হয়ে আদ্রিয়ান আরশের হাত ধরে হাটা শুরু করে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে আরশকে একজায়গায় বসিয়ে দিয়ে আদ্রিয়ান রো এরিয়ার দিকে চলে যায়। একটি ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর আরশের পাশে এসে বসে।
আরশ এখনও চুপচাপ বসে আছে। আরশকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলে,

–চুপ করে আছো যে?

–আপনিই তো কথা বলতে বারন করলেন।(মুখ গোমড়া করে)

–ওওওহ সো সরি, কিন্তু এখন তো কথা বলো।

–আপনি কি সারপ্রাইজ দিতে চান একটু বলুনতো?আমার মাথায় তো কিছুই আসছেনা। আমরা এয়ারপোর্টেই বা কেন এলাম?

–সব প্রশ্নের জবাব পাবে, যাস্ট ওয়েট এ্যান্ড ওয়াচ।

–আর কতক্ষণ?

–অনলি টেন মিনিটস

–ঠিক আছে।

দশমিনিট পর ইউকে থেকে আসা এয়ারক্রাফট বাংলাদেশে ল্যান্ড করে।আদ্রিয়ানের চোখ সামনের দিকে। কখন ওনারা আসবেন। যাদের ছাড়া আদ্রিয়ান অসম্পূর্ণ।

হঠাৎ আদ্রিয়ানের দৃষ্টি সামনেই থেমে গেল। আরশ ওর চোখের দিকে অনুসরন করে সামনের দিকে তাকালে দেখতে পায় এক মধ্যবয়সী কাপল ওদের দিকেই হাসিমুখে তাকিয়ে এগিয়ে আসছে।

আদ্রিয়ান দৌড়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরে।আরশ শুধু দূর থেকে দেখে যাচ্ছে আদ্রিয়ান এতটা হাসিমুখে আছে যেন সব সুখ ও পেয়েছে।

মহিলাটি একবার আরশের দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকায়। এরপরই আদ্রিয়ানের পিঠে আলতো করে ঘুষি দেয়।

এরপর তিনজন মিলে আরশের দিকে এগিয়ে আসতে থাকে।

আরশ ওনাদের এগিয়ে আসতে দেখে উঠে দাড়ায়। মহিলাটি আরশকে কাছ থেকে দেখে আদ্রিয়ানকে বলে,

–হুমম,যতটা বলেছিলি তার চেয়েও বেশি সুন্দর ও মিষ্টি মেয়ে দেখছি।

আদ্রিয়ান মাথা চুলকে আরশের দিকে তাকিয়ে বলে,

–ওহ বলাই হলোনা, ইনি হলেন আমার মা, এবং আমার বাবা (ওনাদের দেখিয়ে)

আরশ তো এ কথাটি শুনে লজ্জায় লাল হয়ে গেছে। এরপর ওনাদের দুজনকে সালাম করে বলে,

–সরি,আংকেল আন্টি,আসলে উনি বলেছিলেন না তো।

–আরে না মা,এতে কোন সমস্যা নেই। আর এমনিতেও ওকে আমরাই বারন করেছিলাম বলতে। (আদ্রিয়ানের বাবা বলে ওঠেন)

এরপর আদ্রিয়ানের বাবা ওর(আদ্রিয়ানের) মাকে উদ্দেশ্য করে বলে,

–তরী!তুমি আরশকে নিয়ে এগোতে থাকো, আমি ও আদ্রিয়ান আসছি।

“তরী!?” নামটি শুনে আরশ চমকে উঠলো। পাচে থাকা আদ্রিয়ানের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলল,
–তরী??
–আমিই তো তরী। কেন মা কি হয়েছে?
আরশ আরেকদফা চমকালো। ওর ধারনাটা আসলেই সত্য কিনা তা যাচাই করতে আবারও প্রশ্ন করলো,
–আন্টি আংকেলের নাম..
–ওহ তোমার আংকেলের নাম,রূপক চৌধুরী রূপ ।
……….??
.
.
#চলবে___

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে