Monday, October 6, 2025







বাড়ি"ধারাবাহিক গল্প"রাত যখন গভীররাত যখন গভীর ২ পর্ব-১৭+১৮+১৯

রাত যখন গভীর ২ পর্ব-১৭+১৮+১৯

#রাত_যখন_গভীর
#জান্নাতুল_মাওয়া_মহুয়া
#(jannatul_mawa_moho)
Season:02
Part :১৭
************
তখনই,

প্রিন্স বলেঃ রিনি আজকের যে শিক্ষা টা দিবো তা আজীবন মনে থাকবে তোমার।আমার কথার তো কোন দাম নাই,,?তাইনা?
এখন বুঝতে পারবে,বাচা কত ধানে কত চাল।।।

রিনির বড্ড ভয় লাগছিল। একেতো সুইমিংপুলের মাঝখানে নিয়ে গেল। তার উপর প্রিন্স এর রাগী মুখ খানা।তার উপর ঝুম বৃষ্টি। মাঝে মাঝে বিজলী চমকে উঠছে।সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ এর সৃষ্টি হয়েছে। তাই,
রিনি বেকুব এর মতো তাকিয়ে আছে প্রিন্স এর দিকে।

প্রিন্স রিনির কোমর থেকে হাতটা ছেড়ে দেয়। ফলে রিনি টাস করে পড়ে যায় পানি গভীরে।রিনি ডুবে যাচ্ছে সুইমিংপুলের ভিতর। প্রিন্স আবার কোমরে হাত দিয়ে এক ঝটকায় তুলে নেই পানির ভিতর থেকে ।

আবার, একটু পর টাস করে ফেলে দেয়।সুইমিংপুলের ভিতর।যার ফলে, রিনি আবার সুইমিংপুলের ভিতর ডুবে যায়। প্রিন্স আবার হাতটা ধরে টান দেয়। রিনির কোমরটা ঝাপটে ধরে শক্ত করে।

রিনি নিশ্বাস নিচ্ছে।জোরে জোরে। আরেকটু হইলে রিনির দম বন্ধ হয়ে যেতো।ভাগ্যিস প্রিন্স তুলে নিয়েছে।
রিনির জন্মের মতো শিক্ষা হয়ে গেছে।

রিনি বলেঃ প্লিজ আমাকে আর ছেড়ে দিয়েন না।আমি আর কখনো এমন অবাধ্য তা করবো না।শক্ত করে ধরেন।সুইমিংপুল থেকে উঠিয়ে নেন।আ আ আ…..আম্মু…….

প্রিন্স(ইনতিয়াজ) বলেঃ মনে থাকবে তো?নাকি আরেক বার নাকানি চুবানি খাওয়া বো?আমাকে কি তোমার আম্মুর মতো লাগছে নাকি?আর এতো ভে ভে কান্না করো কেন?
চোখের মধ্যে মনে হয় জল বেশি আছে????

রিনি বলেঃ প্লিজ আর না।আমার ধম বন্ধ হয়ে যাই। আমি তো সাতার ও জানি না😥
আমার পানিকে ভয় লাগে। সো কান্না না করে কি হা হা করে হাসবো নাকি?
আমার চোখে অশ্রু বেশি। আপনার কোন কি সমস্যা আছে নাকি! আজব।।।

প্রিন্স আলতো করে বুকের সাথে শক্ত করে রিনি ধরে।আস্তে আস্তে সাঁতার কেটে সুইমিংপুলের সিঁড়ির কাছে চলে আসে। রিনি কে ধরে বসিয়ে দেয় সিড়িতে।

প্রিন্স ও রিনির পাশে বসে।দুজনের পা জোড়া ডুবিয়ে রাখে পানিতে।

বেশ কিছুক্ষণ নিরবতা ছিল। এমন সময় প্রিন্স নিরবতা ভেঙ্গে কিছু একটা বলার চেষ্টা করে।।

প্রিন্স বলেঃ আচ্ছা। রিনি, তোমার মতে আমি কেমন ব্যাক্তিত্বের?

আমি কি তোমার সারাজীবনের সঙ্গী হবার যোগ্য তা রাখি?

আমি যা করিছি তার জন্য সত্যি অনুতপ্ত। তবে আমি তোমাকে কতটা ভালবাসি তা বুঝতে পারবো না।কারণ, সত্যি জানি না। কেমনে যে বহিঃপ্রকাশ করবো?

রিনি বলেঃ আমার কিছু সময় দরকার। আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই।
তাছাড়া,
আমাকে সবাই হাতের পুতুল বানিয়েছে।যার যখন মন চেয়েছে সেটাই করেছে?
আমার মন কি চাই?
আমার অনুভূতি কি?তা তো কেউ জানতে চাইনি?

প্রিন্স বলেঃ রিনি তোমাকে আমি জোর করবো না।তোমার সিদ্ধান্ত আমি মাথা পেতে নিবো।তবে একটা কথা মনে রাখবে।তোমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা আমার কমবে না।আমি চাই, আমার ভালোবাসার সাতটি রং ধনুর রঙে তোমাকে রাঙিয়ে দিতে। রিনি,তোমাকে মনে প্রাণে চাইতাম,
এখনো চাই,
সামনে ও চাইবো।

রিনি বলেঃ আমি সময় চাই।আমার মন বলছে এক কথা, মস্তিষ্ক বলছে অন্য কথা।

প্রিন্স বলেঃসময় নাও।তবে,আরেক টা কথা,

রিনি তুমি যদি অন্য কাউকে চাও তাহলে আমি হাসি মুখে তার হাতে তুলে দিবো তোমাকে।

তখন নিজেকে এই বলে বুঝাবো সব ভালোবাসা পূর্ণতা পাই না।কিছু ভালোবাসার জন্ম হয় শুধু দাহনের জন্য।

নিজেকে তখন আমার সামলাতে হবেই।
কারণ তোমার সাজানো জীবন আমি নষ্ট করে দিছি।তবে, আমার জীবনে আর দ্বিতীয় কেউ আসবে না।কারণ,আমার জীবনে তুমিই প্রথম ও শেষ প্রিয়তমা।রিনি

” এইবেলা ভালবাসা নাও প্রিয়,
পরে সুযোগ নাও পেতে পারো,
এই বেলা অবহেলা করে নিও,
পরের বেলা আমি নাও থাকতে পারি…..😣

রিনির,এই প্রিন্স কে বড্ড অচেনা লাগেছে। একটু আগে রাগান্বিত প্রিন্স টার সাথে এই শান্তশিষ্ট প্রিন্স এর কোন মিল নেই। রিনি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি প্রিন্স কে।

আরো কিছু সময় পর,
প্রিন্স বলেঃ চল।রাত অনেক হয়েছে। তাছাড়া ভেজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে। নাকি এখন ও কাপড় চেঞ্জ না করে বাহানা করবে?

রিনি বলেঃ একদম ই বাহানা করবো না।আবার সুইমিংপুলের গভীরে যেতে চাইনা।সুইমিংপুলের সেই স্বাদ হীন পানি পান করতে চাই না।

এই বলে তাড়াতাড়ি ছাদের থেকে নামতে লাগে রিনি।পিছু পিছু প্রিন্স ও নামতে লাগলো।

দুজনে রুমে প্রবেশ করে। রিনি কাপড় চেঞ্জ করে নেই। প্রিন্স বলেঃ চল।রাতের খাবার টা খেয়ে নি।

রাতের খাবার শেষ করে।

প্রিন্স বলেঃ রিনি যাও ঘুমিয়ে পড়ো।

রিনি বাধ্য মেয়ের মতো
ঘুমোতে গেল।কারণ প্রিন্স যে থেরাপি দিছে আজকে ।এরপর প্রিন্স এর কথা অমান্য করা রিনি স্বপ্নে ও ভাবতে পারে না।কিন্তু প্রিন্স ঘুমাতে যাই নি।প্রিন্স,
বারান্দায় বসে আছে।

প্রিন্স এর বড্ড মন খারাপ। জীবনের একটা ভুল শেষ করে দিচ্ছে তার জীবন।আসলে, পাপ তার বাপকে ও ছাড়েনা।
হয়তো, প্রিন্স এর পাপের প্রায়শ্চিত্ত করতে রিনিকে হারিয়ে ফেলবে প্রিন্স।

প্রিন্স আজ ভালবাসার মানুষ টার কাছে ও অপরাধী।

প্রিন্স এর মনে অশান্ত স্রোত অতিবাহিত হচ্ছে। তাই,
প্রিন্স নিজের রুম থেকে গিটার টা নিয়ে আসে।রাত অনেক হয়ছে। রিনির রুমে উঁকি দিয়ে দেখেছে প্রিন্স। রিনি বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে আছে। তাছাড়া, চাদর টা গায়ে জড়িয়ে ঘুমিয়েছে।

প্রিন্স আবার চলে আসে বারান্দায়।
প্রিন্স তাকিয়ে আছে আঁধার কালো আকাশের দিকে।বৃষ্টি নেই। তবে,ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। প্রিন্স অনুভব করছে,
চারপাশ থেকে একটা খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছে। আসলে, বৃষ্টি হলে, মাটির থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ বের হয়।

হঠাৎ করে প্রিন্সের চোখ দিয়ে দু ফোটা অশ্রু বেরিয়ে আসে। এই নিরব পরিবেশ মনের অশান্ত স্রোত কে চোখের জল বানিয়ে বের করে দিচ্ছে!!!

প্রিন্স বলেঃ আচ্ছা রিনি কি জানে একটা পুরুষের চোখের জল কখন আসে? ও হয়তো জানবে না।
হুহ,একটা পুরুষের চোখের জল তখনি আসে যখন আপন কেউ আঘাত দেয়। তবে, রিনি আঘাত দেয় নি কিন্তু আজ ওর বলা কথা গুলো তীরের মতো আক্রমণ করেছে, হৃদয়ে।হৃদয় টা ক্ষত বিক্ষত হয়ে গেছে আজ।

প্রিন্স আর কিছু চিন্তা করতে পারছে না।তাই, প্রকৃতির রূপে নিজেকে হারিয়ে ফেলতে চেষ্টা করছে।

প্রিন্স চোখ জোড়া বন্ধ করে। লম্বা একটা শ্বাস নেই।যখন কেউ কোন কিছু নিয়ে চিন্তার মধ্যে থাকে তখন একটা লম্বা করে নিশ্বাস নিলে অনেকটা প্রশান্তি আসে। শরীর ও মন উভয়ের মধ্যে।

এরপর প্রিন্স,
গিটার টা বাজাচ্ছে। আজ অনেক দিন পর গিটার হাতে প্রিন্স এর । প্রিন্স এর খুব পছন্দের একটা গানের সুর তুলে।আর, আপন মনে গান গাইছে,

Mene ki e mohabbat,
Tone ki bebhofa e,
Taqdeer a hamari,
Kis moud peh le aa e,
Tothe hain is tara dil
Awaz thak na aaye,
Ham jece ji rehain koi e,
Jike toh bataia..

প্রিন্স গান গাইছে, সঙ্গী হয়েছে রাতের কালো আঁধার, সাথে মন ভালো করে দেওয়া মৃত্তিকার ঘ্রাণ।

কি হবে এই অবুঝ রিনি ও প্রিন্স এর?

💮

💮

💮

সুমি অনেক্ক্ষণ ধরে বসে আছে। এখনো বিয়ের আসরে।সবাই বউয়ের মুখ দেখতে চাইছিল।

রাহমান প্রিন্স বলেঃ সবাই কাল দেখবে।আজ আমার রিনি কে শুধু আমি দেখবো।
আর সবার প্রথমে দেখবো।

সবাই আজ জোরাজোরি করেনি।শয়তান রহমান জিন এর কথা মেনে নেই। আর যে যার মতো চলে যেতে প্রস্তুতি নিচ্ছে।

রহমান জিন,মহিলাকে অনেক খুঁজে ও পাইনি।তাসনিয়া কে ও পাচ্ছে না।

এমন সময় একটা দাসী কে দেখতে পেল রহমান।রহমান বলেঃ নতুন বউকে রুমে দিয়ে আস।

দাসী বলেঃ আচ্ছা ঠিক আছে রহমান প্রিন্স।

সুমি কে বসিয়ে রাখা হয়েছে একটা ফুল দিয়ে সাজানো বিছানা তে।তার মুখ এখনো কেউ দেখেনি।লম্বা ঘোমটা পড়ে আছে। তাসনিয়া এসে, এক গ্লাস দুধ রেখে গেছে।

তাসনিয়া অনেক চেষ্টা করছে কিন্তু কোন খবর পাইনি প্রিন্স এর।রহমান অবশ্য, জিজ্ঞেস করে ছিলঃ কই ছিল? দেখেনি কেনো?
তাসনীয়া বলেছে, বন্ধু দের সাথে মজা করছিল। রহমান অবশ্য বিশ্বাস করেছে।

অন্য দিকে,
সুমির মন খুব আনচান করছে।তার মনে হচ্ছে, সে কিছু একটা ভুলে গেছে। ভুলে গেছে জীবন এর খুব গুরুত্বপূর্ণ একটা পাতা।কিন্তু সেটা কি সে মনে করতে পারছে না!

সুমি মাথা নিচু করে অনেক্ক্ষণ ধরে বসে আছে। তবে ততটা খারাপ লাগছে না।কারণ, চারপাশে হরেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। যার ফলে অসাধারণ সুগন্ধি ছড়িয়ে পড়ে সম্পূর্ণ রুমে।

কিছু সময় পর, সুমি বুঝতে পারে তার রুমে কেউ একজন প্রবেশ করেছে। সুমির বুকে দুপদুপ শব্দ করছে। হার্টবিট বেড়ে গেছে।

কেউ একজন বলে উঠেঃ অবশেষে আমার করে পেলাম তোমাকে রিনি।রিনি আমাকে সালাম কর।বিয়ের প্রথম রাতে, জামাই রুমে প্রবেশ করতেই পায়ে ধরে সালাম করতে হয়।

সুমি বিছানা থেকে নেমে সালাম করে।আবার যথা স্থানে বসে যাই।

রহমান জিন সুমির পাশে বসে। তারপর আস্তে আস্তে ঘোমটা টা তুলছে।

ঘোমটা খুলে সুমির চোখ পড়ে রহমানের চোখে। রহমানের চোখ, মুখ লাল হয়ে গেছে।

সুমির মনে হচ্ছে, সামনের মানুষ টা রেগে গেছে। কিন্তু কেন?????মুখ টা পছন্ড ভয়ংকর দেখাচ্ছে।

তখনই, রীতিমতো চিৎকার এর স্বরে,
রহমান জিন বলেঃ কে তুই?
আমার রিনি কই?
তুই কেন বউ সাজে?
তোর সাহস কেমনে হলো এই রুমে আসার? এই বিছানার মধ্যে এইভাবে বসে থাকার?
তুই জানিস আমি জিন? তোকে এক আচারে মেরে ফেলতে পারবো?
কে তুই তাড়াতাড়ি বল??

চলবে…….

#রাত_যখন_গভীর
#জান্নাতুল_মাওয়া_মহুয়া
#(jannatul_mawa_moho)
Season:02
Part :১৮
************
তুই কেন বউ সাজে?
তোর সাহস কেমনে হলো এই রুমে আসার? এই বিছানার মধ্যে এইভাবে বসে থাকার?
তুই জানিস আমি জিন? তোকে এক আচারে মেরে ফেলতে পারবো?
কে তুই তাড়াতাড়ি বল??

সুমি বলেঃ আমি রিনি,আপনার বউ।একটু আগে কবুল বলে,আমি আপনার বউ এবং আপনি আমার স্বামী হয়েছেন।মনে নেই নাকি?

শয়তান জিন রহমান বলেঃশাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না।আমি জানি তুই রিনি নই?

কে তুই বল? অন্যথায় আমি কি করে বসবো নিজে ও জানি না।

সুমি বলেঃ আমি রিনি। আপনার বউ।এ-র বেশি কিছু জানি না আমি নিজে ও।

রহমান প্রিন্স( শয়তান জিন) হঠাৎ করে সুমি মুখের থুতনি টা শক্ত করে ধরে। আর অন্য হাত দিয়ে সুমির হাত দুটো শক্ত করে ধরে।

সুমি ছটফট করছে।রহমান জিন সুমির কাছাকাছি আসছে।সুমি পিছিয়ে যায়। দেয়ালে পিঠ ঠেকে গেল।সুমির বারবার বলছে,সে রিনি।কিন্তু রহমান সুমির মুখ দেখে বুঝতে পারে, এটা রিনি নই।সুমির উপর মায়া জাদু করলে ও তা রহমান জিন এর চোখের উপর কোন মায়ার সৃষ্টি করতে পারে নি। রহমান জিন ও এক্টা কিছু শক্তি ছিল।

রহমান জিন রাগে কটকট করছে।হঠাৎ করে সুমি কে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। বার্থটাবে পানি দিয়ে পরিপূর্ণ করছে।

এমন সময়,
সুমি বলেঃ কি করছেন এসব? পানি দিয়ে কি করবেন? প্লিজ আমাকে ছেড়ে দেন।আমার ব্যথা লাগছে।

রহমান টাস করে একটা টপ্পর দেয়। সুমির মাথা গিয়ে লাগে দেয়ালে।রক্ত বের হচ্ছে। সুমির মাথা ঝিমঝিম করছে।

সুমি চোখ জোড়া অশ্রুতে টলটল করছে। মাথার রক্ত চোখের জল মিশে যাচ্ছে। চোখের কাজল লেপ্টে গেছে।

এমন সময়, সুমি প্রশ্ন ছোড়ে দেয় রহমান জিন এর সামনে।
সুমি বলেঃ কে আপনি? আমি এখানে কেমনে? বউয়ের পোশাক কেন?তাছাড়া, রক্ত কিসের আমার মাথা তে?

রহমান বলেঃ এবার তাহলে তুর মায়া কাটছে। তুই কে আমাকে কেন বিয়ে করচস বল?

সুমি বলেঃ আমি কেন বিয়ে করতে যাবো।আমি তো রেস্তোরাঁ থেকে বাসায় যাচ্ছি লাম। কেমনে কি?

রহমানের মেজাজ খারাপ হয়ে গেছে আবার কারণ, সুমি ঠিকঠাক উত্তর দিচ্ছে না।বাথটাবে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে।

রহমান সুমির হাতটা ধরে এক ঝটকায় টান দেয়। যার ফলে সুমি বেলেন্স করতে না পেরে আবার পড়ে যায়। পায়ে ব্যথা পেল।মাথা দিয়ে রক্ত পড়ছে।ওয়াশরুম সম্পূর্ণ লাল হয়ে গেছে। রহমান জিন সুমি কে কোলে তুলে নেই। বাথটবে ফেলে দেয়। ঝর্ণাটা ও ছেড়ে দেয়।

রহমান জিন বলেঃ এই বল?
কেন আমার সাথে এমন করলি?
আমার রিনির সাথে অনেক বাঁধা পেরিয়ে আজ এক হতে পারতাম।রিনি আমার বউ হতো।কিন্তু তুই একটা তৃতীয় পক্ষ কোথা থেকে বেরিয়ে আসচস?
আমার সাজানো স্বপ্ন ভেঙ্গে কেন দিলি?

সুমি বলেঃ আমি সত্যি কিছু জানি না বিশ্বাস করেন। আমি সুমি।তাছাড়া রিনি আমার বন্ধুর মেয়ে। আমি ও রিনিকে খুঁজে যাচ্ছি। কিন্তু ও রীতিমতো নিখুজ।

রহমান জিন বলেঃ এতদিন ও আমার কাছে ছিল।আজ বিয়ের দিন কেমনে উদাও হল?
কই গেছে সে?
রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া এত সহজ না।

সুমি বলেঃ আমি এসব কিছু জানি না।আমার ex এর সাথে শেষ বার দেখা করে আসছিলাম।মনের মধ্যে তিব্র কষ্ট ছিল। তাই নিরিবিলি জায়গায় যেতে চেয়েছিলাম।মনটা কে ভালো করতে।তাই,জঙ্গলের রাস্তা ধরে হাঁটবো চিন্তা করি।যখন,।জঙ্গলের কাছাকাছি আসি,তখন কি হয়ছে জানি না।সত্যি।।।।।

রহমান জিন বলেঃ রাখ তো তুর ফাউ কথা। তুরে নিয়ে চিন্তা করার সময় নেই। আমার রিনি কে আমার খুজতে হবে।যদি না পাই,তুর নাম জানি কি সুমি না টুমি তরে শেষ করমো!

রহমান জিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা লক করে রাখে।

এক মুহূর্ত দেরি না করে
রহমান পৃথিবীতে আসে।প্রথমে রিনির বাসায় প্রবেশ করে। একদম নিস্তেজ বাসা।রহমান বুঝতে পারে কেউ নেই বাসায়।

এরপর, অর্ক দের বাসায় আসে। তবে ঘরে প্রবেশ করতে পারছেনা।রহমান জিন এর ধারণা বিশেষ কোন পদ্ধতি প্রয়োগ করছে তাই প্রবেশ করতেই পারচে না।না হয় রহমান জিন এর জন্য প্রবেশ করা কোন ব্যাপার।রহমান জিন এর extra power’s এর জন্য সেদিন রিনি কে গায়েব করতে পেরে ছিল। তবে আজ মনে হচ্ছে, কঠোর ভাবে। মারাত্মক কোন পদ্ধতি প্রয়োগ করছে।

রহমান জিন চিন্তা করে কেমনে বাসায় প্রবেশ করবে।

এমন সময় জান্নাত ঘর থেকে বেরিয়ে পড়ে। জান্নাত আসলে বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত। তাছাড়া, সে কিছুক্ষণ একা থাকতে চাই।জান্নাত, সুমি কে মিস করছে।

হঠাৎ,
জান্নাত লক্ষ্য করে একটা ঠান্ডা স্রোত তাকে স্পর্শ করে। জান্নাত এর শরীর অজানা আশংকায় কেঁপে ওঠে।

রহমান জিন একটা মুচকি হাসি দেয়। কারণ বসার মধ্যে প্রবেশ করার মাধ্যম পেয়ে গেছে।

রহমান জিন জান্নাত এর শরীরে প্রবেশ করে। জান্নাত ঘরের ভিতরে যায়। সারা ঘর দেখে কিন্তু কোথাও রিনি নেই।
জান্নাত আবার বেরিয়ে আসে। জান্নাত এখন পুরোটা রহমান জিন এর আওতায়।

রহমান, জান্নাত এর শরীর ছেড়ে দেয়।রিনি হন্য হয়ে খুজেছে।কিন্তু ফলাফল শূন্য। এসব করতে করতে একদিন পুরো নষ্ট হয়ে গেছে রহমান জিন এর।

রহমান নিজের রুমে প্রবেশ করে। রহমান বলেঃ আজ বিয়ে হলো দুদিন হয়ে গেছে। কিন্তু রিনি সাথে বিয়ে হলে আমার সব স্বপ্ন পুরোন হতো।বিয়ের দ্বিতীয় দিনে রিনির জন্য সারপ্রাইজ রেখে ছিলাম।হুহ। সব এখন মাটি হয়ে গেছে।

এমন সময় রহমান জিন এর একটা কথা মনে পড়ে,

রহমান জিন বলেঃ আচ্ছা। ওই মেয়ে টা কই?
ও কি চলে গেছে?
কি জানি নাম টুমি,না না মনে হচ্ছে সুমি।নাম ওর।

রহমান জিন খুজতে লাগে সুমি কে।সারা রুমে খুঁজে কিন্তু পেল না।।হঠাৎ, রহমান জিন ওয়াশরুমের সামনে এসে থমকে দাঁড়ালো।

রহমান জিন বলেঃ হায় আল্লাহ। দরজা বন্ধ!
তার মানে মেয়ে টা প্রায় দেড় দিন মতো ওয়াশরুমের মধ্যে।
জিন রা থাকতে পার ওয়াশরুমের মধ্যে।জিনের একটা প্রিয় জায়গা অবশ্য । কিন্তু ও তো মানুষ?
বেঁচে আছে তো?

রহমান জিন আস্তে করে লক খোলে।দরজা খুলে দেখে……

💮

💮

💮

সকালের আলোতে রিনির চোখ জোড়া খুলে।এখন ও আবছা আবছা আলো ফুটে উঠেছে। রিনি রুমে তাকিয়ে দেখে প্রিন্স (ইনতিয়াজ) নেই।
রিনি, প্রিন্স কে প্রিন্স এর রুমে খুজতে লাগে কিন্তু পেল না।অবশেষে সারা ঘর খুজতে লাগলো। হঠাৎ রিনি লক্ষ্য করে বারান্দায় কে যেন আছে।

রিনি বারান্দায় গিয়ে দেখে। প্রিন্স ঘুমিয়ে আছে। পাশে গিটার রাখা।চোখের জায়গায় কিছু টা ফোলা হয়ে গেছে।

রিনি আজ এই ঘুমন্ত প্রিন্স কে দেখছে।রিনির কাছে শ্রেষ্ঠ সুন্দর একজন মনে হচ্ছে প্রিন্স কে। রিনি লক্ষ্য করে, প্রিন্স এর মুখে মায়া আছে।

রিনি বলেঃ প্রিন্স,
আসলে খারাপ নাকি ভালো?
জানি না বুঝতে পারছি না। তবে মনের মধ্যে মায়া সৃষ্টি হয়ে গেছে তার জন্য ।

রিনি বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিল। তারপর প্রিন্স কে বালিশ দেয়। একটা চাদর জড়িয়ে দেয়। রিনি চাদর জড়িয়ে দেয়ার সময় একটু কাছাকাছি হয়ে গেছিলো প্রিন্স এর শরীর এর সাথে। রিনি তখন অনুভব করল, প্রিন্স এর শরীরে একটা খুব সুন্দর ঘ্রাণ আছে।

রিনি বলেঃ আচ্ছা এটা কি পারফিউম এর ঘ্রাণ নাকি বাস্তবে তার শরীর থেকে আসছে?

প্রিন্স নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়লো। রিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। কারণ, সে চাই না প্রিন্স জানোক।সে যে চুপিচুপি আজ প্রিন্স কে দেখেছে।

রিনি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। একটা সাদা ড্রেস পরে আছে। বেশ কিছুক্ষণ পর,প্রিন্স আসে।

প্রিন্স বলেঃ আসো বেলকনিতে বসি।আজকে সূর্য টা অনেক মৃদু আলো ছড়াচ্ছে। কালকের বৃষ্টির পর প্রকৃতি অসাধারণ লাগছে।চল।

রিনি বলেঃ আচ্ছা চলেন।

প্রিন্স ও রিনি দাড়িয়ে আছে। প্রিন্স রোদ দেখছে।আর আড়চোখে দেখছে রিনি কে।কারণ, এই রৌদ্রময় সকাল টা তে। রৌদ্র এসে পড়েছে রিনির মুখের উপর। সাথে রিনি আজ সাদা কাপড় পড়েছে।রিনি কে আজ রৌদ্রময়ী রূপসী লাগছে।

প্রিন্স কয়েক টা হার্টবিট মিস করলো।বুকের বা পাশে নাড়া দিচ্ছে রিনি এই রূপের জাদু।প্রিন্স বুকে হাত দিয়ে তাকিয়ে আছে রিনির দিকে।

প্রিন্স বলে উঠেঃ আসলেই,
” ভালবাসা জিনিস টা
কখনো একা কারো,
জীবনে আসে না।
নিয়ে আসে অনেক,
স্বপ্ন, আবেগ।
অনুভূতি আর
অভিমান।।।

রিনি কে দেখার পর, অনুভুতি নামক যে কিছু আছে। তার অস্তিত্ব টের পেয়ে ছিল প্রিন্স।

হঠাৎ করে, প্রিন্স এর ছোট ছোট স্বরের আওয়াজ শুনতে পেয়ে। রিনি প্রিন্স এর দিকে তাকালো।

এর পর রিনির চোখ পড়ে প্রিন্স এর উপর এবার প্রিন্স বলেঃ you are the love,
That came without warning.
You had my heart before i could say no.

রিনি এক পলকে তাকিয়ে আছে প্রিন্সের দিকে। এবার প্রিন্স বলেঃ রিনি আজকের দিনটা কি আমার কথা মতো অতিবাহিত করা যাবে?
কারণ, কাল কে পৃথিবীতে যাবো।না জানি তোমাকে এভাবে আর পাবো নাকি? শুধু আজ কের দিনটা আমার নামে নাম করণ করে দাও।কি পারবে না?
খুব বেশি কি চাইছি?
আজকের জন্য কি ভুলে যাওয়া যায় না আমার করা অপরাধ টার কথা?

রিনি কিছুক্ষণ চিন্তা করে। তারপর রিনি বলেঃ

চলবে…….

#রাত_যখন_গভীর
#জান্নাতুল_মাওয়া_মহুয়া
#(jannatul_mawa_moho)
Season:02
Part :১৯
************
রিনি কিছুক্ষণ চিন্তা করে। তারপর রিনি বলেঃ একটু পর করে উত্তর টা দিচ্ছি।

এই বলে রিনি রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ হলো।প্রিন্স রিনি উত্তর এর অপেক্ষাই বসে আছে।

এমন সময় প্রিন্স আপন মনে বলে উঠে,
” তুমি আসবে না?
অপেক্ষার প্রহর কি
শেষ হবে না?
নাকি আজ দিন ও নিশি পোহাবে।
তুম বিন!!!!!

প্রিন্স তাকিয়ে আছে আকাশে দিকে।বেশ কিছুক্ষণ পর রিনি বেলকনিতে আসে আবার।

রিনি বলেঃ অপেক্ষা করা কষ্টের জানি।তাই দুঃখীত এতক্ষণ অপেক্ষা করানোর জন্য।

প্রিন্স বলেঃ এই কষ্টের মধ্যে ও সুখ আছে। তাছাড়া কষ্টের পর অবশ্যই সুখ আসে।

রিনি বলেঃআমি রাজি। দিলাম আপনাকে আমার জীবন থেকে আজকের একটা দিন।আজকের দিনে সব আপনার কথা মতো হবে।তবে একটা পারমিশন ছাড়া কাজ করে ফেলছি।আপনার পারমিশন না নিয়ে আপনার গিটার টা নিয়েছি। তাই সরি।

প্রিন্স বলেঃওহে রিনি, no need any permission,
Always any side,
Anything of mine no need permission for YOU….

রিনি বলেঃ তো এখন কি করবো? কি ভাবে শুরু করতে চাচ্ছেন আজকের দিনটা?

প্রিন্স বলেঃ চল।আগে ফ্রেশ হয়ে নাও।একটা ড্রেস রাখসি ওইটা পরবে।আমি ১ ঘন্টা সময় দিলাম।তোমাকে রেডি হতে। আমি ঠিক ১ ঘন্টা পর নিতে আসবো তোমাকে।

রিনি বলেঃ আচ্ছা ঠিক আছে।

রিনি রুমে চলে গেল। রুমে প্রবেশ করে গোসল করে নেই।তারপর, বিছানায় রাখা কাপড় গুলো দেখছে।রিনি দেখে, বিছানাতে একটা সাদা টপস এবং জিন্স রাখা আছে।

রিনি টপস এবং জিন্স পড়ে নেই। চুল গুলো হালকা করে খোপা করে।হালকা একটু মেকাপ এবং ঠোঁটের মধ্যে গোলাপি রঙের লিপস্টিক।
রিনির সাজা শেষ। এমন সময় দরজাতে উঁকি দেয় প্রিন্স।

প্রিন্স বলেঃ তোমার কি শেষ হলো?

রিনি আয়নার দিকে নিজেকে পারফেক্ট করে রেডি হয়েছে নাকি দেখতে দেখতে বলেঃ হুম শেষ।

রিনি এবার পিছনে ফিরে দেখে।প্রিন্স( ইনতিয়াজ) একটা হলুদ গেঞ্জি গায়ে সাথে জিন্স প্যান্ট। পায়ে সো- জুতো হাতে একটা ঘড়ি।

রিনি মনে মনে বলেঃ বাহ বেশ মানিয়েছে।তবে মুখে প্রকাশ করমো না!

মেয়ে রা এমনি অন্তরে অন্তরে পছন্দ করবে।ক্রাশ খাবে তাও সহজে প্রকাশ করতে চাই না।

রিনি লক্ষ্য করে প্রিন্স হা করে তাকিয়ে আছে তার দিকে।
রিনি বলেঃ এই যে মিস্টার।
এই শুনছেন????

রিনি একটা চুটকী বাজালো। তারপর প্রিন্স নড়ে চড়ে উঠে।
রিনি বলেঃ কই হারিয়ে গেছেন? আর ওভাবে হা করে কেন তাকিয়ে ছিলেন???মুখে যদি মশা বা মাছি ঢুকে যেতো তখন কি হতো?
তাছাড়া আমাকে এই ভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা লাগে।

প্রিন্স বলেঃ
” শুধু তুমি আছো তাই
আমি কথা খুঁজে পাই।
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই।
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদর মিষ্টি আলো পাই”
ওরে আমার লজ্জাবতী।।

রিনি বলেঃ এটা নাকি আমার প্রশ্নের উত্তর?
এতো কাব্যিক কথা বাপু আমি বুঝতে পারছিনা।কোন কথা বুঝতে না পারলে আমার রাগ উঠে। যার ফলাফল আমি চুপচাপ হয়ে যাবো।আপনার সাথে একটা কথা ও বলব না।তখন মনের সুখে একা একা কাটাবেন আজকের পুরো টা সময়। হুহ।

প্রিন্স আবার বলেঃ ওই শোনো,রাগ হলে, অনেকটা ঝগড়া করে নিবে,দরকার হলে মারপিট ও করে নিবে।কিন্তু চুপচাপ হয়ে থাকিও না।তাতে দূরত্ব বাড়ে প্রিয়।

রিনি বলেঃ এসব কথা না বলি।এখন রেডি তো হলাম কই যাবো?এই বিষয়ে কিছু তো বলেন?

প্রিন্স বলেঃ আগে দুপুরের খাবার টা খেয়ে নি।তারপর বলবো।কই যাচ্ছি।

দুজনের খাবার শেষ করে।

প্রিন্স বলেঃ রিনি, দুঃখীত কিন্তু আমরা একটা জায়গায় যবো।তাই তোমার থেকে আমাকে সেদিন এর মতো জড়িয়ে ধরতে হবে। কি করব বলো এটা ছাড়া অন্য কোন উপায় নেই।

তবে,মুহূর্তে চলে যেতে পারবো আমি।কিন্তু তোমাকে নিতে হলে এটা একমাত্র উপায়।

রিনি কোন কথা না বাড়িয়ে সোজা এসে প্রিন্স কে শক্ত করে জড়িয়ে ধরে। রিনি স্পষ্ট অনুভব করছে প্রিন্স এর হার্টবিট।রিনি যেন অনুভব করছে প্রতিটি হার্টবিট রিনি, রিনি বলছে।

রিনি মনে মনে বলেঃ এটা আবার হয় নাকি?
এটা আমার নিছক মনের ভুল।

তবে,
রিনির এমন কিছু না বলে, বিনা বাক্যে রাজি হয়ে যাওয়া তে প্রিন্স অনেক টা খুশি হলো।তাছাড়া আজ প্রিন্স বড্ড আকৃষ্ট হচ্ছে রিনি প্রতি। কারণ, রিনির চোখ, রিনির ড্রেস আপ বড্ড কাছে টানছিল প্রিন্স কে।

প্রিন্স রিনির চুলের ঘ্রাণ পাচ্ছে। প্রিন্স এর মনে উতালপাতাল ভালো লাগা কাজ করছে। সেই চুলের ঘ্রাণের সৌরভের জন্য।

প্রিন্স মৃদু স্বরে বলেঃ
” i love your eyes
I love your smile
I cherish your ways
And i adore your
Style. You are 24/7
On my mind,even
When i sleep! Good
Night and sleep light.

রিনি সব শুনতে পারছে।কারণ রিনির মাথা টা প্রিন্সের বুকের সাথে আষ্টেপৃষ্টে মিশে গেছে।

ফলে প্রিন্স এর মৃদু স্বরে বলা কথা স্পষ্ট শুনতে পেল রিনি।

প্রিন্স বলেঃ রিনি আমরা চলে এসেছি। তবে তোমার চোখ জোড়া বন্ধ করো।আমি যখন বলবো তখন খুলবে।

প্রিন্স রিনির চোখ জোড়া বন্ধ করে রেখেছে।

প্রিন্স বলেঃ রিনি চোখ জোড়া খুলে দেখো।

রিনি চোখ জোড়া খুলে দেখে। চারপাশে ঘনসবুজ অরণ্য। পাশে দুটা চেয়ার রাখা সাথে একটা টেবিল। সেই জায়গা তে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তার থেকে আরেক টু দূরে আগুন জালানোর জন্য কাঠ সংগ্রহ করে রাখা আছে।আর আছে একটা ছোট তাবু।

প্রিন্স বলেঃ একটু পর রাত ঘনিয়ে আসবে।চল কিছু রান্না করে নি।

দুজনে মিলে রান্না করছে তাবু তে ।ওদের এই অবস্থাই যে কেউ দেখলে বলবে, তারা একটা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। কিন্তু সত্যি টা যে বড্ড থেঁতো।

প্রিন্স বলেঃ রিনি তুমি সব ঠিক আছে নাকি দেখো আমি একটু বাইরে যাচ্ছি।তাবু থেকে ।

প্রিন্স গেছে অনেক্ক্ষণ হলো। কিন্তু এখন ও ফিরে আসে নি।তাই রিনি তাবু থেকে বেরিয়ে আসে। কিন্তু একি এইরকম বিদঘুটে অন্ধকার কেন?
রিনির অন্ধকার কে ভয় লাগে।

রিনি বলেঃ কই আপনি?
আমার কিন্তু ভয় লাগছে?

প্রিন্স একটা হাত তালি দেয়। সাথে সাথে কিছু মোমবাতি জ্বলে উঠে আরেকটা হাত তালি দিতেই পুরো জায়গার মধ্যে মোমবাতি জ্বলে উঠে।
মোমবাতির আলো তে আলোকিত হয়ে গেছে সম্পূর্ণ জায়গা টা।

রিনি মুগ্ধ নয়নে দেখছে সব।রিনি রীতিমতো সারপ্রাইজ পেয়ে খুশি হয়ে গেছে।

সারপ্রাইজ পেতে সবার ভালো লাগে। রিনির ও ব্যাতিক্রম হলো না।তার ও পছন্ড ভালো লেগেছে।

প্রিন্স বলেঃ মেম আপনি চেয়ারে বসেন।আমি খবার পরিবেশন করে দিচ্ছি।

রিনি বসে আছে। প্রিন্স খুব সুন্দর করে সব পরিবেশন করেছে।নিস্তব্ধ রাত,খোলা আকাশের নিচে, চারপাশে মোমবাতির আলোতে দুজন মানবি বসে রাতের খাবার খাচ্ছে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ফুটে উঠেছে।

দুজনের খাবার শেষ করে। প্রিন্স আরেকটা হাত তালি দেয়। মোমবাতি নিভে গেছে। আরেক বার হাত তালি দিতেই সংগ্রহ করে রাখা কাঠের মধ্যে আগুন জ্বলে উঠে।

প্রিন্স বলেঃ চল রিনি।ওইখানে বসি।
দু’জনে বসে আছে খোলা আকাশ নিচে।সামনে জ্বলছে আগুন। প্রিন্স আড়চোখে রিনিকে দেখছে।আগুনের লাল শিখাতে রিনি মুখখানা আরো সুন্দর লাগছে। রক্তিম একটা আভা ফুটে উঠেছে।

রিনি বলেঃ আমি জানি আপনি গান গাইতে পারেন।একটু দাড়াঁন আসছি বলে তাঁবু তে গেল রিনি।

রিনি গিটার টা নিয়ে আসে।প্রিন্স বলেঃতুমি কেমনে জানলে? গিটার আনছি?

রিনি বলেঃইটস গালর্স অবজারভেশন।তাছাড়া, আমি এটা আপনার পারমিশন ছাড়া নিয়ে দুপুরে খাবার টেবিলের পাশে রেখেছিলাম যাতে আপনার নজরে পড়ে।

প্রিন্স বলেঃহুম। আমি জাদু করে ছিলাম।তারপর অদৃশ্য করে এখানে এনে তাবুতে রেখেছিলাম।

রিনি বলেঃ জি আমি অনুমান করেছিলাম। জাদু করে গিটার টা আনবেন।

তারপর রিনি আবার বলেঃ যাক সে কথা।
একটা গান শুনাবেন?
প্লিজ,আমার অনুরোধ টা রাখেন!!!

রিনির অনুরোধ জাস্ট প্রকাশ করেছে।হয়তো প্রকাশ করতে দেরি করেছে, কিন্তু
প্রিন্স সেটা পূরণ করতে দেরি করে নি।

সাথে সাথে,
প্রিন্স গিটারে সুর তুলেছে। সুরের তালে তালে গাইছে,,,
Paas aaye
Dooriyaan phir bhi kam naa hui
Ek adhuri si hamari kahani rahi
Aasmaan ko zameen, ye zaroori nahi
Jaa mile… jaa mile…
Ishq saccha wahi
Jisko milti nahi manzilein… manzilein…

Rang thhe, noor tha
Jab kareeb tu tha
Ek jannat sa tha, yeh jahaan
Waqt ki ret pe kuch mere naam sa
Likh ke chhod gaya tu kahaan

Hamari adhuri kahani
Hamari adhuri kahani

Hamari adhuri kahani
Hamari adhuri kahani

Khushbuon se teri yunhi takra gaye
Chalte chalte dekho na hum kahaan aa gaye

Jannatein agar yahin
Tu dikhe kyon nahin
Chaand suraj sabhi hai yahaan
Intezar tera sadiyon se kar raha
Pyaasi baithi hai kab se yahaan

Humari adhoori kahaani
Humari adhoori kahaani

Humari adhoori kahaani
Humari adhoori kahaani

Pyaas ka ye safar khatam ho jayega
Kuch adhura sa jo tha poora ho jayega

Jhuk gaya aasmaan
Mill gaye do jahaan
Har taraf hai milan ka samaa
Doliya hain saji, khushbuein har kahin
Padhne aaya Khuda khud yahaan…

Hamari adhuri kahani
Hamari adhuri kahani

Hamari adhuri kahani😍

রিনি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। রিনি মনে মনে বলছেঃকেমনে এতো সুন্দর করে গাইলো?
ইস গানে কি আনডাচ নে মুজে পাগাল কার দিয়া।

কিন্তু,
রিনি মুখে কিছু প্রকাশ করেনি।
রিনি শুধু বলেছেঃ ধন্যবাদ অনুরোধ রাখার জন্য। বেশ ভালো হয়েছে।

থাকনা কিছু অনুভূতি লুকায়িত।

রিনির ধন্যবাদ জানানোর পর,
প্রিন্স বলে উঠেঃআমার একটা আবদার আছে।মাস্ট বি রাখতে হবে। না জানি কাল হো নাহো।প্লিজ রাখবে তো?

রিনি বলেঃ হুম বলেন।রাখবো।

প্রিন্স বলেঃ তুমি একটা গান শোনাও।কয়েক বছর আগে শুনেছি তোমার স্বরে গান।আজ এই মনোরম পরিবেশে আবার শুনতে চাই। শুনাবে তো?

রিনি বলেঃ হুম। সুর তুলেন।

প্রিন্স গিটার বাজাচ্ছে। রিনি গান শুরু করেছে।
“””কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই
কি করে বলব তোমায়
কেন এই মন হাত বাড়ায়
আবারো হাড়িয়ে সে যায়
তোমার থেকেই
তুমি জানতে পারনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারনি
আমাকে হায়…
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই
পথ ভুলে গেছি চলে
দূরের কুয়াশায়
তবু আমার ফিরে আসার
সত্যি নেই উপায়
তুমি আমার জিতের বাজী
তুমি আমার হার
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই
যদি বলি চোরাগলি মনের যায় কোথায় আসবে কি?
রাখবে কি?
তোমার ওঠা পড়ায়
তুমি আমার জ্বালিয়ে নেওয়া কোন শুকতারা
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই
তুমি জানতে পারনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারনি
আমাকে হায়…
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।😣

গান শেষ হতেই রিনি প্রিন্সের দিকে তাকাই। প্রিন্স বলেঃ রি…….নি

চলবে…….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ