মুক্তিযুদ্ধের কথা – জান্নাত

0
672

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা: মুক্তিযুদ্ধের কথা
জান্নাত

মুক্তির নেশা জাগলো যেই
বাঙালি জাতির মনে,
যুদ্ধ নামক শব্দটি ছড়ালো
বাঙালির জীবনে।

মুক্তির সংগ্রাম বাঙালির
গর্বিত অধ্যায়,
স্বাধীন ভাবে বাঁচতে চায় বাঙালি
যুদ্ধ করতে নেইতো তাদের ভয়!

বাংলার মানুষ বার বার নিষ্পেষিত
শোষণের যাঁতাকলে,
ভুলে যাবে সব শাসন-শোষণ
স্বাধীনতা ফিরে পেলে!

পরাধীনতার মাঝে বেঁচে থেকে
বাঙালি হয়েছিলো অবরুদ্ধ,
অবশেষে স্বাধীনচেতা হয়ে
স্বাধীনতার নেশায় গড়ে মুক্তিযুদ্ধ!

দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
লাখ শহীদের রক্তের বিনিময়ে
তাঁরা পায় স্বাধীনতা!
ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে
সেদিনের সেই মুক্তিযুদ্ধের কথা!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে