বড় আফসোস) – লেখক: নিষাদ আহমেদ

0
494

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
#কবিতা:বড় আফসোস)
#লেখক: নিষাদ আহমেদ

বড় আফসোস লাগে রে বাবা।
কখনো ভাবিনি এভাবে তুমি
আমার কলিজায় মারবে থাবা।8

তোমার জন্য কি না করেছি।
তোমাকে জন্ম দিতে গিয়ে জীবন
বাঁজি ধরেছি।

তোমার জন্য কতই না যন্ত্রণা
সয়েছি।
তুমি পৃথিবীতে আসবে বলে দুঃখের
বোঝা বয়েছি।

ছোট্ট একটু পেটে তোমাকে দশমাস
দশদিন দিয়েছিলাম ঠাই।
আজ তোমার বিশাল ঘরে আমার জন্য
একটু জায়গা নাই।

ছোট্ট বেলায় তোমাকে জোর করে
খাওয়াইতাম বলে করতে কান্না।
আজ আমার জন্য তোমার ঘরে
হয় না রান্না।

কোথায় থাকি,কী খাই নিশ না বাবা অামার কোন খোঁজ।
আমি আল্লাহ কাছে তোমার জন্য দোয়া করি রোজরোজ।

খাইনি,পড়িনি ভালো কিছু শুধু তোমার জন্য।
আজ আমি তোমার কাছে অতি তুচ্ছ নগণ্য।

তুমি অাজ শিক্ষিত করো বড় চাকরি।
আমি তোমার কাছে বাবা ডাস্টবিনের লাকড়ি।

আমার শরীরের দুর্গন্ধ তোমার ঘৃণা লাগে।
ছোট্ট বেলার কথা কি তোমার মনে জাগে।

আজ তুমি ছেলেমেয়ে পেয়েছো আছো বড়ই সুখে।
তোমার এই সুখের জন্য আমি ছিলাম কতটা দুঃখে।

বড় আফসোস লাগে রে বাবা।
তোমারও ছেলেমেয়ে একসময় তোমার কলিজায় মারবে থাবা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে