বৃদ্ধ শিক্ষক – কলমে-আব্দুল রহিম

0
494

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
বিভাগ -গদ‍্য কবিতা
শিরোনাম – বৃদ্ধ_শিক্ষক
কলমে-আব্দুল রহিম
শিরোনাম -০৫/০৯/২০২০
————————————–
আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকে’র কথাগুলো,
যারা যুগ যুগ ধরে নিংড়ে দিয়েছে সাফল‍্য
যাদের জায়গা মঞ্চের পিছনে চেয়ারগুলো
যারা আসতো ফুটন্ত রৌদ্রে পুড়ে পুড়ে
পায়ে প‍্যাডেল করে আর এক হাতে ছাতা ধরে
তারা কত না ছাত্রের অট্টহাসি,ঠাট্টা ব‍্যাঙ্গাত্মক
সহ‍্য করে,তবু তারা আদর্শবান ছাত্র গড়ে ।।

আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকে’র কথা গুলো
যারা ঢিলা-ঢালা প্যান্ট শার্ট আর চোখে মোটা ফ্রেমের চশমা পড়ে তবু তারা আর্দশবান ছাত্র গড়ে
আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকের কথা গুলো
যাদের জরাজীর্ণ শরীরটা বাঁকিয়ে পড়ে
তবু মৃত‍্যুকে ভয় না করে,পা’য়ে ছেঁড়া জুতা, হাতে ভাঙা ঘড়ি পড়ে চলে আসে ঠিকঠাক সময় ধরে ।।

আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকে’র কথা গুলো
যাদের জায়গা পিছনের চেয়ারগুলো
তবু তারা দুঃখ না পেয়ে, আর্শীবাদ করে বৃদ্ধ অন্তরে
তারা মৃত‍্যু থেকে হয়তো এক পা দূরে
তবু তারা কতনা রবি কাজী নেতা স্বামী নিজের হাতে গড়ে,কিন্তু কেউ কি তাদের একটুও মনে করে
তারা বসে থাকে মঞ্চের পিছনের চেয়ারে।।

আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকে’র কথা গুলো
যারা বুকের রক্ত দিয়ে নিয়ে এসেছে সাফল‍্য
দেখিয়েছে যুগ যুগ ধরে অন্ধ পৃথিবীকে আলো
আমি বলছি সেই বৃদ্ধ শিক্ষকে’র কথা গুলো
যারা হাসতে হাসতে মৃত‍্যুবরণ করে
তবু তারা আজীবন মানুষের মনে বিরাজ করে
তাদের কথা যতই বলি কম পড়ে’রে।।

——————————————
©পলাশী,নদীয়া,পশ্চিমবঙ্গ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে