প্রিয় মা – Faiza habib nebula

0
512

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
পোস্ট নং-০৩
প্রিয় মা,
আমার চোখের অশ্রুগুলি আজ শুকিয়ে গেছে,কিন্তু সেই অশ্রুসিক্ত চোখ মুছে দেয়ার জন্য তোমার স্নেহের স্পর্শ নেই,নেই তোমার আঁচলের মায়া।মা তোমার মনে পড়ে?আমার ছোটবেলায় বাবার পায়ের শব্দ শুনলে ভয় পেতাম আমি, ভয়ের তীব্র স্রোত আমাকে গ্রাস করতো,তাই তো সেই অবাধ্য ভয়ের সঙ্গে যুঝতে না পেরে ক্লান্তিতে চোখ বুজতাম।মা তুমি চলে যাবার পর আমার উপর অত্যাচারের খড়ঙ্গ যেন নেমে এলো আরও তীব্র ভাবে।আমার অপরাধ আমি বংশ এগিয়ে নেবার সেই ছেলে সন্তান নই।তোমার মৃত্যুর ১৭ দিনের মাথায় বাবা নতুন স্ত্রী এনেছিলো,আমার মা নয়।সেই স্ত্রী তাই মা হবার কষ্ট বা চেষ্টা যাই বলি তা পরিণত হয় নি।আমার তাতে দুঃখ ছিলো না, যদি মানুষ হিসেবে বেঁচে থাকার নূন্যতম সম্মানটুকু পেতাম জীবন নিয়ে এত ক্লান্তি আসতো না।মা জীবনের এ দূর্বিষহ ঘানি টানা যে আজ আমার জন্য বিবিমিষা।এই ক্লান্তি আর দিনভর কাজের চাপে আমার প্রাণ ওষ্ঠাগত।
ছোটবেলায় মনে পড়ে,সিন্ডারেলার সেই গল্পের মতো আজ আমি সব থেকেও ঘুটেকুড়ানি।সিন্ডারেলার সেই স্বপ্নের রাজকুমারের মতো আমি ও অপেক্ষা করে আছি আমার রাজপুত্রের।সুন্দর এক সোনালী দিনের আশায় আজকের এ চিঠি শেষ করছি।
ইতি তোমার
অভাগিনী মেয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে