প্রিয় রাগান্বিতা পর্ব-১২

0
528

#প্রিয়_রাগান্বিতা🩷
#লেখিকা:#তানজিল_মীম🩷
পর্ব-১২
________________
হঠাৎই ইমতিয়াজের কণ্ঠটা কানে বাজতেই রাগান্বিতা থেমে গেল। তার পা আঁটকে গেল ওখানেই সে নীরবে পিছন ঘুরে বললো,
“জি বলুন,

ইমতিয়াজ সময় নিলো দু’মিনিট চার’মিনিট করে কতক্ষণ সময় গেল। রাগান্বিতা খানিকটা বিরক্তি নিয়ে বললো,
“কি হলো আপনি কিছু বলছেন না কেন?”

ইমতিয়াজ আর দ্বিধা করলো না ফট করেই বলে উঠল,
“আপনি বেশি ঘর থেকে বের হবেন না। আপনাকে দেখলেই আমার বড্ড বাজে অনুভূতি হয়।”

ইমতিয়াজের কথা শুনে রাগান্বিতা কি বলবে বুঝতে পারলো না। কিছুক্ষণ সময় নিয়ে মুচকি হেঁসে বললো,
“আমি কোনো সাহায্য কারী নই যে আপনার বাজে অনুভূতি কমানোর জন্য বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিবো।”
“তাহলে সবসময় কাছে থাকুন না।”
“আপনি রাখতে পারলে ঠিক থেকে যেতাম।”

বলেই রাগান্বিতা আর দাঁড়ালো না ফট করে কি বলে ফেললো তার কেমন লজ্জা লজ্জা লাগছে। অন্যদিকে রাগান্বিতার কথা শুনে ইমতিয়াজ হেঁসে ফেললো। রাগান্বিতার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিম্ন স্বরে বললো,
“কদিন পর যার বিয়ে সে রাখতে পারার কথা বলছে বিষয়টা দারুণ তো।”

ইমতিয়াজ নদীর দিকে ঘুরে তাকালো ঢেউয়ের পানে চাইলো, বাতাস হচ্ছে প্রকৃতি জুড়ে কি সুন্দর হৃদয়টাকে ফুড়ফুড়ে করছে। ইমতিয়াজ তার চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো,
“কাছে আসলে যে সব জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে তুমি কি তা সইতে পারবে রাগান্বিতা?”
——

সন্ধ্যার দিকে নিজ রুমে ল্যাম জ্বালিয়ে বসে আছে রাগান্বিতা। ল্যামের বিন্দু বিন্দু আলোর পানে চেয়ে আছে নীরবে। কি যেন ভাবছে? ইমতিয়াজ নামটা যেন খুব বেশিই হৃদয়ে গেঁথে গেছে। কি এক জ্বালায় পড়লো রাগান্বিতা! ছেলেটা কেন আসলো তাদের গ্রামে। আর কি কোনো গ্রাম ছিল না তাদেরটাই দেখলো। রাগান্বিতার কিছু ফিল হচ্ছে মন বড্ড চাইছে ইমতিয়াজ থাকুক সারাক্ষণ, সর্বক্ষণ তার পাশে। ছেলেটা বুঝি পাগল করে দিলো রাগান্বিতাকে। আচ্ছা প্রেমে পড়া কি এত সহজ। সেই ক’দিন আগে প্রথম দেখলো বিকেলের লগ্নে বাঁশি বাজাতে থাকা সেই ইমতিয়াজকে না শুধু ইমতিয়াজ না ইমতিয়াজ সিকদারকে। রাগান্বিতা আনমনে হেঁসে ফেললো। এমন সময় তার রুমে কড়া নাড়লো তার বাবা। সঙ্গে বললেন তিনি,
“রাগান্বিতা তুমি কি ঘরে আছো?’

রাগান্বিতা পুরো দমে চমকে উঠলো। নিজের ভাবনা থেকে বেরিয়ে হতভম্ব হয়ে বললো,
“জি বাবা।”

রাগান্বিতার বাবা ভিতরে ঢুকলেন বিছানায় বসে নিশ্চুপে বলতে লাগলেন,
“আমারে ভুল বুঝিস নারে মা এই বিয়েটা হওয়া খুব দরকার। তোকে যে এই গ্রাম ছাড়তেই হবে। তোর ভালোর জন্যই এই বিয়েটা দিচ্ছি। মাহাদ খুব ভালো ছেলে দেখবি তুই ভালো থাকবি সুখেও থাকবি। পড়াশোনা করার তোর ইচ্ছে থাকলে মাহাদ পড়াবে তোকে বলেছে আমায়। তুই রাগ করিস না রে মা। বাবা তোর ক্ষতি চায় না রে।”

বাবার কথা শুনে বড্ড খারাপ লাগলো রাগান্বিতার কতক্ষণ আগে ইমতিয়াজকে নিয়ে তার ভাবনার কথা মনে পড়তেই ভিতরটা কেমন করে উঠলো সে ভুলেই গেছিল তার যে বিয়ে ঠিক হয়ে গেছে। রাগান্বিতা টেবিল ছেড়ে বাবার দিকে এগিয়ে গেল আলতোভাবে বাবার পায়ের কাছে বসে বললো,
“কিসের ভয় পাচ্ছো বাবা আমায় বলো না?”
“সব কথা যে জানতে নেই মা।”
“আমায় বলো বাবা আমি বিয়ে করবো কিন্তু তার আগে আমায় সবটা বলো বাবা! লুকানোর বিষয়টা কি বুবুকে নিয়ে?”

রাগান্বিতার বাবা মাথা নাড়ালেন যার অর্থ হ্যাঁ। রাগান্বিতা যেন পুরোদমে অবাক হলো বাবার কথা শুনে তার মানে তার আন্দাজটা ঠিক ছিল। রাগান্বিতা আরেকটু জোর দিয়ে বাবাকে জিজ্ঞেস করলো,
“বুবু কি তবে আত্নহত্যা করে নি বাবা?”

রাগান্বিতার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললো,
“জানি না।”

রাগান্বিতা হতাশ হলো উত্তেজিত কণ্ঠে বললো,
“তুমি কি কাউকে সন্দেহ করছো?”
“না।”
“তাহলে কি বিষয় নিয়ে বুবুর কথা বলবে।”

রাগান্বিতার বাবা কিছু বলবে এরই মাঝে তাকে ডাকলো রেজওয়ান। চেঁচিয়ে বললো,
“বাবা, বাবা কোথায় তুমি?”

রেজওয়ানের কথা শুনে রাগান্বিতা, রাগান্বিতার বাবা দুজনেই যেন চমকে উঠলো। দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে বললো,
“রেজওয়ানের আবার কি হলো?”

রাগান্বিতা আর রাগান্বিতার বাবা দুজনেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরুলেন। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বললো রাগান্বিতার বাবা,
“কি হয়েছে তুমি এভাবে চেচাচ্ছো কেন?”
“কেন চেচাচ্ছি সেটা তোমার গুনোধর ছোট মেয়েকেই জিজ্ঞেস করো।”

রাগান্বিতা যেন অবাক তার ভাইয়ের কথা শুনে বিস্ময়কর চেহারা নিয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে বললো,
“কি করেছি আমি দাদাভাই?”
“তোর নামে কোথা থেকে ঘন ঘন চিঠি আসে রাগান্বিতা?”

রাগান্বিতার পিলে যেন চমকে উঠলো ভাইয়ের কথা শুনে। তার নামে চিঠি আসে এটা তার ভাই কি করে জানলো সে ঘন ঘন চিঠি আসার কথাটা তো কাউকে বলে নি। শুধু ওই একটার কথাই বলে ছিল শুধু বাবাকে। রাগান্বিতার বাবা রাগান্বিতার দিকে একপলক তাকিয়ে রেজওয়ানের দিকে মুখ করে বললো,
“ঘন ঘন কই ওর নামে তো একটাই চিঠি এসেছে।”

উত্তরে বাবার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বললো,
“শুধু একটা না বাবা ওর নামে আরো চিঠি এসেছে।”

রাগান্বিতার বাবা এবার রাগান্বিতার দিকে এগিয়ে গেল বাবার চাহনী দেখে রাগান্বিতা মাথা নিচু করে ফেললো। রাগান্বিতার বাবা রাগান্বিতার দিকে তাকিয়ে বললেন,
“এসব কি সত্যি রাগান্বিতা?”

রাগান্বিতা চুপ। রাগান্বিতাকে চুপ থাকতে দেখে ধমকের স্বরে জিজ্ঞেস করলো রাগান্বিতার বাবা,
“কি হলো কথা বলছো কেন এর আগেও চিঠি পেয়েছো তুমি?”

রাগান্বিতা হ্যাঁ বোধক মাথা নাড়ালো সঙ্গে সঙ্গে তার গালে স্ব-জোরে থাপ্পড় বসিয়ে দিলো মোতালেব তালুকদার। উপস্থিত সবাই যেন স্তব্ধ বনে গেল এমনকি রেজওয়ানও সে ভাবে নি চিঠির জন্য রাগান্বিতার গালে থাপ্পড় বসিয়ে দিবে বাবা। রাগান্বিতার বাবা রেগে গিয়ে উচ্চস্বরে বললেন,
“তোমার নামে বার বার চিঠি এসেছে অথচ তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করো নি। বেশি বড় হয়ে গেছো নাকি।”

রাগান্বিতা ছলছল দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলো বাবার মুখের দিকে। সামান্য কয়টা চিঠি আসার জন্য তার বাবা তাকে মারলো। এখানে তার কি দোষ সে কি কাউকে বলেছিল তার নামে চিঠি পাঠাতে। রাগান্বিতার বাবা চেঁচিয়ে কাশেমকে ডাকলো। কাশেম দরজার সামনেই দাড়ানো ছিল তাই দেরি না করে দৌড়ে ছুটে এসে বললো,
“এই তো আমি কন সাহেব?”
“তুই এক্ষুণি মাহাদদের বাড়ি যাবি ওর বাবাকে বলবি বিয়ে একসপ্তাহ পর নয় কাল বাদে পরশুই দিয়ে দিবো। রাগান্বিতাকে পরশুদিন এ বাড়ি থেকে বিদায় দেয়া হবে। কোনো কিছু নিয়ে যেন তারা চিন্তা না করে সবটা আমি বুঝে নিবে।”

কাশেম মাথা নুড়িয়ে বললো,
“আইচ্ছা সাহেব।”

কাশেম আর দাঁড়ালো না দ্রুত পা চালালো মাহাদদের বাড়ির যাবার জন্য। রাগান্বিতার বাবা রাগান্বিতার দিকে তাকিয়ে বললো,
“এই বিষয় নিয়ে আমরা আর কোনো কথা বলবো না যে যার ঘরে যাও।”

রাগান্বিতার বাবা চলে গেলেন। বাবা যেতেই রেজওয়ান তার হাতের চিঠিটা টেবিলের উপর রাখলো ছুটে গেল বাবার পিছু পিছু বাবা এত তাড়াহুড়ো করছে কেন বিয়েটা নিয়ে?”

রাগান্বিতা ঠায় দাঁড়িয়ে রইলো। দূরের রন্ধনশালা থেকে বেরিয়ে দাদিমা অনেক আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন। তিনি রাগান্বিতার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ কিন্তু এগিয়ে গেলেন না দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আর রাগান্বিতা মাথা তুলে তাকিয়ে এগিয়ে গেল চিঠিটার দিকে।

কতক্ষণ আগে ডাকপিয়ন এসেছিল তাদের বাড়ির সামনে কিন্তু আজ রাগান্বিতার কাছে চিঠি পৌঁছানোর আগেই রেজওয়ান বাড়ির ভিতর ঢুকে ডাকপিয়নকে জিজ্ঞেস করে এখানে কি? তখনই বলে রাগান্বিতার নামে চিঠি এসেছে। রেজওয়ান চিঠিটা নেয় অন্যকেউ থাকলে দিতো না। কিন্তু রেজওয়ানের রাগ সম্পর্কে ডাকপিয়ন অবগত ছিলেন তাই দিয়ে দেন। ডাকপিয়ন যেতে নিলেই রেজওয়ান প্রশ্ন করে “এমন চিঠি কি আরো এসেছে রাগান্বিতার নামে?” তখন ডাকপিয়ন “হয় আরো আইছিল” বলে দেয়। ব্যস তাতেই রেজওয়ান রেগে যায়। তার বোনের নামে বার বার চিঠি আসে অথচ তারা জানেই না।”

রাগান্বিতা কতক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থেকে চিঠিটা হাতে নিলো খাম খুলে দেখলো। সেখানে লেখা,
“কি এক অদ্ভুত ব্যাপার! একখানা মুখ দেখার জন্য হৃদয়টা করছে বড্ড হাহাকার। দেখা কি দিবে সখি? নাকি না দেখেই যৌবন করবো পার!’

রাগান্বিতা লেখাটা পরেই চিঠিটা দুমড়ে মুচড়ে ফেললো। শক্ত করে চেপে ধরে ছুট লাগালো নিজের রুমে। এই চিঠিদাতাকে খুঁজে বার করতেই হবে তাকে। যেভাবে হোক বার করতেই হবে! কে বার বার চিঠি পাঠাচ্ছে তার নামে?”

#চলবে….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে