#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
#কবিতা(স্বরচিত):প্রত্যাখ্যান
#লেখা:শাকিলা নূর স্মৃতি
যেদিন হারাবো আমি
দুচোখে আসবে আধাঁর নামি,
অস্পষ্ট সব কথা,নির্জন সাঁঝে
লেখা রবে সব ডায়েরির ভাঁজে
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুজঁবে।
উত্তাল সাগর ধারে হাটবে তুমি
সন্ধ্যে নামবে আকাশ চুমি,
প্রবাল ঢেউ নিয়ে আসবে তুফান
স্রোতধারাও তোমায় বলবে বেঈমান,
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুজঁবে।
ফুলেরা যখন পাপড়ি ঝড়াবে
তুমি নতুন স্বপ্ন কুড়াবে,
গন্ধ ছড়াবে বেলি আর কণক
ছুবেনা তুমি বড্ড প্রতারক।
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুঁজবে।
আধার কাটিয়ে ঘনালে রাত
জোৎস্না ছড়াবে একফালি চাঁদ,
তোমায় দেখে জাগবে ক্রোধ
জোৎস্নাও বলবে তুমি নির্বোধ।
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুজঁবে।
কাশফুলেরা দুলছে আনন্দে
দক্ষিণ হাওয়া বইছে নদে,
ভাসবেনা তোমার স্বপ্ন ভেলা
তখন যমুনাও তোমায় করবে হেলা।
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুঁজবে।
চেনা সেই প্রিয় গানে
আসবে তুমি আমার টানে,
দেখতে চাইবে দুচোখ ভরে
সে গান ও তোমায় দেবে ফিরে।
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুঁজবে।
শিশির ভেজা সবুজ ঘাসে
বসন্তে ঐ নীলসে মাসে,
চিত্রপটে যতই আঁকো
আমায় তুমি পাবে নাকো।
সেদিন আমায় ভেবে অশ্রু ভেজা চোখ মুছবে
জানি সে অবেলায় খুব করে খুঁজবে।