#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: পূর্ণতা
লেখা: মার্জিয়া রহমান
——————————–
গোলাবৃত———-
রাতের আকাশের গায়ে ঝুলে থাকা,
পূর্ণ আলো ছড়ানো একাকী মায়াবী চাঁদ।
দিনের আলোর মতো স্বচ্ছ অন্তরীক্ষ
চাঁদের আলোর আলোকিত আভায়
রাতের নিঝুম প্রকৃতি,
নিস্তব্ধ ভালোলাগায় মনোমুগ্ধকর চারপাশ।
রাতের মায়া কাটিয়ে রুপোলি চাঁদটা ডুবে গেছে
প্রভাতের স্নিগ্ধ সাদাটে ধোয়াশার আড়ালে,
কমলা রঙের সূর্যিকে আমন্ত্রণ জানাতে
প্রভাত সেজেছে মহোময় রূপে।
ঝিরিঝিরি হাওয়ার তালে পাখিদের কিচিরমিচির আওয়াজ
ঘাসের বুকে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা শিশির
রাঙা সূর্যের অপেক্ষায়!
একচিলতে ঝলমলে রোদের ছোঁয়া ঘাসের ভাঁজে পড়তেই,
শিশির গুলো হয়ে উঠে মুক্ত দানার মতো।