#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: নীরব রাত
লেখা: মাহমুদা মিনি
.
হিমশয্যায় শুয়ে ডুবেছি নীরবতায়,
সামনেই প্রসারিত শ্মশান।
কম্পিত প্রদীপের আলোয় লক্ষ্যহারা দৃষ্টি।
নীরব আঁধারে জীবন কাঁদে ধুলায় লুটিয়ে,
মন্থর মেঘ জমে বিস্তৃত আকাশে।
এমন নীরব রাতেও আমি একা,
পথভ্রষ্ট যাত্রীর মতো ছুটছি জীবন দুয়ারে,
শুভ্র প্রাচীর পথরোধে মত্ত অবিরত।
মনে হয় ঐ তো ক্লান্ত দুচোখে নেমে এলো আকাশটা…
জোনাকির ডানায় ভর করে ছুটতে থাকে মন,
স্থবির দেহটাই শুধু পড়ে থাকে হিমশয্যায়।
গণনাহীন গ্লানি এসে ভর করে মনে,
পদচিহ্নহীন পথ টানতে থাকে খুব…
নিত্যপ্রেমের ইচ্ছেগুলো পুড়তে থাকে চিতায়,
ঐ তো, পাশেই দুটি শুকনো পদ্মপাতা,
ঠিক তোমার-আমার মতো।
প্রাণ নেই অথচ অস্তিত্বের জানান দেয়।
মেঘের রাজ্যে অস্পষ্ট দেখি স্বর্গের দুয়ার,
রক্তাক্ত দেহটা নিয়ে এ্যাম্বুলেন্স ছুটে চলে নীরব রাতের বুকচিরে।
লালবাতির সাথে কাঁপতে থাকে নিভু-নিভু প্রাণ,
হঠাৎ আর্তনাদ জাগে, ওরে থাম- থাম!
আমাকে আর একটাবার ডানা ঝাপটাতে দে…