নিশ্চুপ রাগিনি – আবু ইউসুফ

0
479

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_2020
চিঠি নং 2
নিশ্চুপ রাগিনি,
শৈশব কেটে গেছে অনেক দিন,সেই সাথে হাসির মাঠ আর খেলা-ঘরটাও তাড়িয়ে দিয়েছে। সাগরে উত্তাল তড়ঙ্গ যেমন তীরকে ভালোবেসে কাছে থাকতে চায়,অধিকার খাটিয়ে বারবার আছরে পরে তার বুকে। আমি তা করতে পারিনা। সময়ের মাত্রার উপর আমার কোন প্রভাব নেই। শত ইচ্ছার পরও আমাকে দারিয়ে থাকতে হয় সময়ের অভবাহিকায় শরীর ভাসিয়ে। বসন্তের সুভাস হয়ে আমি বাতাসে মিশতে পারি না।তবে তুমি যেন আগের সেই ছুট্টটিই রয়ে গেলে। সেই দূরন্তশৈশব কেটে গেছে অনেক দিন,সেই সাথে হাসির মাঠ আর খেলা-ঘরটাও তাড়িয়ে দিয়েছে। সাগরে উত্তাল তড়ঙ্গ যেমন তীরকে ভালোবেসে কাছে থাকতে চায়,অধিকার খাটিয়ে বারবার আছরে পরে তার বুকে। আমি তা করতে পারিনা। সময়ের মাত্রার উপর আমার কোন প্রভাব নেই। শত ইচ্ছার পরও আমাকে দারিয়ে থাকতে হয় সময়ের অভবাহিকায় শরীর ভাসিয়ে। বসন্তের সুভাস হয়ে আমি বাতাসে মিশতে পারি না।তবে তুমি যেন আগের সেই ছুট্টটিই রয়ে গেলে। সেই দূরন্তপনা,
সেই খুনশুটি,সন্ধারাতে মায়ের আচলে লেকাবার সেই একই ভীমরতি। আমার দৈহিক গতিময়তার সাথে তোমার চপলতার কী নিদারুন ফারাগ। আমাকে অভাক হতে হয়। ভিখারিনি তোমার চাহনিতে কি অমায়িক সৌন্দর্য। তোমার চলনে সে কি রুপমতা! তোমার সৌন্দর্যের গভিরতা ভেদ করা আমার পক্ষে দুস্মাদ্ধ। আমি শুধু তোমার ধারক। এই ক্ষুদ্র দেহ-প্রানের বাহক তো তুমি। তোমার অনবদ্ধতায় আমি সার্থকসেই খুনশুটি,সন্ধারাতে মায়ের আচলে লেকাবার সেই একই ভীমরতি। আমার দৈহিক গতিময়তার সাথে তোমার চপলতার কী নিদারুন ফারাগ। আমাকে অভাক হতে হয়। ভিখারিনি তোমার চাহনিতে কি অমায়িক সৌন্দর্য। তোমার চলনে সে কি রুপমতা! তোমার সৌন্দর্যের গভিরতা ভেদ করা আমার পক্ষে দুস্মাদ্ধ। আমি শুধু তোমার ধারক। এই ক্ষুদ্র দেহ-প্রানের বাহক তো তুমি। তোমার অনবদ্ধতায় আমি সার্থক।
ইতি
“কবি”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে